বান্দরবানের লামা উপজেলায় অবৈধ ইটভাটা বন্ধ ও পাহাড় কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে বাধা দেওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী এরফানুল হকসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। 

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম চৌধুরী ও লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন মামলার তথ্য জানান। পরিবেশ অধিদপ্তরের করা মামলায় আরো অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।

আরো পড়ুন:

ডাচ-বাংলা ব্যাংকের এমডিসহ ৯ জনের বিরুদ্ধে খুলনায় মামলা

‘আউট’ লিখে ভিডিও দেওয়া ছাত্রদল কর্মীকে আসামি করে মামলা 

সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন লামা থানায় বাদী হয়ে মামলা করেন। মামলার আসামিরা হলেন, এবি ওয়াহিদ (৫০), মিজবাহ উদ্দিন মিন্টু (৪৮), মো.

মহিউদ্দিন (৪০), শওকত ওসমান (৪০), খায়ের উদ্দিন মাস্টার (৫০), মুজিবুল হক চৌধুরী (৫০), মিজান, জলিল, আলম মেম্বার ও জহির।

লামা থানা ও পরিবেশ অধিদপ্তরের সূত্র জানায়, রবিবার (১৬ নভেম্বর) জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম মজুমদার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুয়ান উল ইসলামের নেতৃত্বে ফাইতং ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটা ও পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গেলে ইটভাটা মালিকপক্ষের লোকজন রাস্তা অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করে। অভিযানে আসা প্রশাসনের গাড়িবহরের সামনে শ্রমিকেরা কাফনের কাপড় পরে সড়কে শুয়ে প্রতিবাদ জানায়।

স্থানীয়রা জানান, লামা ফাইতং ইউনিয়নে দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই ৩১টি ইটভাটা পরিচালিত হচ্ছে। এ মৌসুমে এরই মধ্যে ২৫টি ভাটায় কাজ শুরু হয়েছে, যার পাঁচ-ছয়টিতে আগুন দেওয়া হয়েছে। এসব ভাটার মালিকেরা পাহাড় কেটে পরিবেশ ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি করছেন।

মামলার বিষয়ে জানতে চাইলে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ‘‘সরকারি কাজে বাধা দেওয়ায় পরিবেশ অধিদপ্তরে এক কর্মকর্তা বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তার করতে দ্রুত অভিযান চালানো হবে।’’

বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম চৌধুরী বলেন, ‘‘সরকারি কাজে বাধা প্রদানকারীরা এলাকার বাসিন্দা নন। তারা অবৈধ ইটভাটা ও পাহাড় কাটার সঙ্গে জড়িতদের পালিত শ্রমিক। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’ 

ঢাকা/চাইমং/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম মল অভ য ন পর চ ল উদ দ ন ইটভ ট

এছাড়াও পড়ুন:

পুঁজিবাজারে সূচকের উত্থান

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।

তবে, কয়েক মাস ধরে ধারাবাহিক পতনের ফলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ হাজার ৮০০ পয়েন্টের ঘরে নেমেছে।

আরো পড়ুন:

‘এ’ ক্যাটাগরিতে উন্নীত আফতাব অটোমোবাইলস

সাফকো স্পিনিংয়ের এজিএমের তারিখ পরিবর্তন

আগের কার্যদিবসের চেয়ে মঙ্গলবার ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বাড়লেও সিএসইতে কমেছে। তবে পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেন শেষে তা পতনে রূপ নেয়। তবে মঙ্গলবার সকাল থেকেই ডিএসইএক্স সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। লেনদেন হওয়ার আগ পর্যন্ত তা অব্যাহত ছিল।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭১.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৪৬ পয়েন্টে।

এদিন ডিএসই শরিয়াহ সূচক ১৭.২৪ পয়েন্ট বেড়ে ১০১৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৯.৮৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৭৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৩২০টি কোম্পানির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত আছে ১৯টির।

এদিন ডিএসইতে মোট ৪৭৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৪৮ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৮৪.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৩৭২ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৫৭.৯৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫২৬ পয়েন্টে, শরিয়াহ সূচক ৯.১৬ পয়েন্ট বেড়ে ৮৫৪ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৯০.৪০ পয়েন্ট বেড়ে ১২ হাজার ২১০ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৭০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৪০টি কোম্পানির, কমেছে ১৬টির এবং অপরিবর্তিত আছে ১৪টির।

সিএসইতে ১১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৪ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত নিবন্ধ