হজ এজেন্সির জন্য সৌদি সরকারের চার নির্দেশনা
Published: 24th, May 2025 GMT
পবিত্র হজ উপলক্ষে এজেন্সিগুলোর জন্য চারটি নির্দেশনা দিয়েছে সৌদি আরব সরকার। শনিবার বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় চিঠি দিয়ে নির্দেশনাগুলো বিভিন্ন হজ এজেন্সিকে জানিয়েছে।
চিঠিতে বলা হয়, চাঁদ দেখার ওপর নির্ভর করে ৫ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ ফ্লাইট শুরু হয়েছে গত ২৯ এপ্রিল, চলবে ৩১ মে পর্যন্ত। এ সময়ে হজ এজেন্সিগুলোকে সৌদি সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।
‘তথ্য সঠিকভাবে প্রদান ও প্রস্তুতি’ শীর্ষক প্রথম নির্দেশনায় বলা হয়, হজযাত্রীদের তথ্য নুসুক মাসার ও ই-হজ সিস্টেমে যথাযথভাবে আপলোড করতে হবে। একই সঙ্গে পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর বিমানবন্দর থেকে হজযাত্রীদের গ্রহণ এবং নির্ধারিত আবাসনে পৌঁছে দেওয়ার যাবতীয় প্রস্তুতি হজযাত্রার আগেই করতে হবে।
‘নুসুক আইডি ব্যবহার’ শীর্ষক দ্বিতীয় নির্দেশনা হলো সৌদি আরবে অবস্থানকালীন প্রত্যেক হজযাত্রীর জন্য নুসুক আইডি কার্ড পরা বাধ্যতামূলক। এ কার্ড ছাড়া পবিত্র মসজিদ ও অন্যান্য ধর্মীয় স্থানে প্রবেশ করা যাবে না।
‘অভিজ্ঞ গাইডের ব্যবস্থা’ নামে তৃতীয় নির্দেশনায় বলা হয়, হজযাত্রীদের সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি দলের সঙ্গে এমন গাইড রাখতে হবে, যারা মক্কা ও মদিনার পথঘাট সম্পর্কে অভিজ্ঞ। আর ‘জরুরি যোগাযোগ’ শীর্ষক চতুর্থ নির্দেশনা হলো হজ-সংক্রান্ত যে কোনো প্রশ্ন, অভিযোগ বা সমস্যা সমাধানে ২৪ ঘণ্টা চালু হেল্পলাইন নম্বর ১৯৬৬ এ যোগাযোগ করা যাবে।
সৌদি পৌঁছেছেন ৫৮ হাজারের বেশি হজযাত্রী
ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে আজ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, শনিবার সকাল ১০টা পর্যন্ত বাংলাদেশ থেকে ১৫০টি হজ ফ্লাইটে ৫৮ হাজার ৪০ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১ হাজার ৯০০ জন যাচ্ছেন বেসরকারি ব্যবস্থাপনায়।
হজযাত্রী পরিবহন করছে তিনটি এয়ারলাইন্স। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৭৮টি, সৌদি এয়ারলাইন্স ৫১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করছে।
৯ হজযাত্রীর মৃত্যু
এদিকে হজব্রত পালনে গিয়ে শনিবার পর্যন্ত ৯ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন বলে প্রতিবেদনে জানিয়েছে হজ অফিস।
উৎস: Samakal
কীওয়ার্ড: হজ হজয ত র র জন য ল ইন স সরক র
এছাড়াও পড়ুন:
বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১১টার দিকে এই বিস্ফোরণ হয়। এতে ইমন হাওলাদার নামে একজন আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিকুস সালেহীন সাংবাদিকদের জানান, কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ শাখার জুলাই পদযাত্রার চিত্র প্রদর্শনী চলছিল। এর মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উপস্থিত নেতাকর্মীসহ লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রমনা থানা পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে।
তবে কে বা কারা কীভাবে এই ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ব্যাপারে জানতে রমনা থানার ওসির মোবাইল ফোন নম্বরে কল করা হলে তিনি রিসিভ করেননি। তবে রমনা থানার ডিউটি অফিসার এসআই জালাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ সেখানে যায়। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সেইসঙ্গে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
এদিকে বিস্ফোরণের সময় ঘটনাস্থলে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানা শাখার যুগ্ম আহ্বায়ক ইমন হাওলাদার আহত হন। তবে তার আঘাত গুরুতর নয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এর আগেও এনসিপি কার্যালয় ও আশপাশের এলাকায় একাধিকবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সর্বশেষ গত ৩ জুলাই রাত ৮টার দিকে শাহবাগ মোড়ে জুলাই প্রদর্শনী চলাকালে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এর আগের দিন দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পদযাত্রার প্রদর্শনীর গাড়িতে বিস্ফোরণ হয়।