চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সুহৃদ সমাবেশের উদ্যোগে সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে শুরু হচ্ছে মেধা অন্বেষণ প্রতিযোগিতা। কর্মসূচিতে উপজেলার প্রায় ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে যুক্ত করা হবে। এ লক্ষ্যে সম্প্রতি প্রাসাদপুর কামিল মাদ্রাসায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সুহৃদদের নিজস্ব অর্থায়নে এবং উপদেষ্টামণ্ডলীর সহায়তায় মাসব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে সমকাল ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৫’।
সুহৃদদের মতামতের ভিত্তিতে প্রতিযোগিতাটি সফলভাবে আয়োজনের জন্য ৯ সদস্যের একটি উপকমিটি গঠনের করা হয়েছে। উপকমিটি শিক্ষাপ্রতিষ্ঠান বাছাই ও অনুষ্ঠান বাস্তবায়নে পরিকল্পনা ও করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেবে। উপজেলা কমিটির সভাপতি মুরশেদুল হাসান সাগরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সুহৃদ শাহীন আলম, আব্দুলাহ আল মামুন, সিফাত আরা, আমির হামজা, মোহাম্মদ বিন ওবাইদ, কুইন রানী, ইমতিয়াজ আহমেদ, আব্দুল হালিম মুশফিক, মুত্তাকিন প্রমুখ। v
সমন্বয়ক সুহৃদ সমাবেশ, চাঁপাইনবাবগঞ্জ
উৎস: Samakal
কীওয়ার্ড: অন ষ ঠ
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট