মঞ্চে পড়ে গিয়েও প্রশংসা কুড়াচ্ছেন শাকিরা
Published: 27th, May 2025 GMT
মঞ্চে বাহারি আলোর ঝলকানি। সামনে অগণিত দর্শক। চিরচেনা রূপে গাইছেন-নাচছেন ‘ওয়াকা ওয়াকা’খ্যাত পপ গায়িকা শাকিরা। হঠাৎ মঞ্চে পড়ে যান এই শিল্পী।
এ পরিস্থিতিতে অধিকাংশ মানুষ ঘাবড়ে যান। তবে শাকিরার ক্ষেত্রে তেমনটা হয়নি। বরং পড়ে যাওয়াও যেন তার নাচেরই অংশ হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। যা এখন অন্তর্জালে ভাইরাল।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পিপল এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২০ মে কুইবেকের মন্ট্রিলে অনুষ্ঠিত হয় শাকিরার ‘হিপস ডোন্ট’স লাই’। মন্ট্রিলের বেল সেন্টারের মঞ্চে ‘হোয়েন এভার’ গানে পারফর্ম করার সময়ে পিছলে পড়ে যান শাকিরা।
আরো পড়ুন:
কান চলচ্চিত্র উৎসবের বিজয়ীরা
কানের লাল গালিচায় ‘নগ্ন’ পোশাক নিষিদ্ধ
মঞ্চে পড়ে যাওয়ার পরও শাকিরা যেভাবে পরিস্থিতি সামলে গান চালিয়ে গেছেন, তার ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। একজন লেখেন, “এটি দুর্দান্ত একটি উদাহরণ। আশা করছি, তিনি আঘাত পাননি।” একজন লেখেন, “বসের মতোই সে নিজের যত্ন নিয়েছে।” অন্য একজন লেখেন, “দৃঢ়তা এবং পেশাদারিত্বের দুর্দান্ত একটি প্রদর্শন। আশা করি, তিনি ভালো আছেন!” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে জেলা শহর রেলগেইট সংলগ্ন এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। তার নাম-পরিচয় জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক কাউসার আলম জানান, দুপুর ২টার দিকে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে চট্টগ্রামের দিকে রওনা হয়। রেলগেটের কাছাকাছি একজন ব্যক্তি এই ট্রেনে কাটা পড়ে নিহত হন।
তিনি আরো জানান, মারা যাওয়া ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হচ্ছে। অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আরো পড়ুন:
গাজীপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
ঝিনাইদহে তুচ্ছ কারণে ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ