সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড
Published: 27th, May 2025 GMT
সিলেট জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মঙ্গলবার (২৭ মে) এ জেলায় চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস। সিলেট আবহাওয়া অফিস এ তথ্য জানায়।
সিলেট আবহাওয়া অফিসের উপ সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানান, সিলেটে রেকর্ড করা তাপমাত্রা ছিল ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা এই বছরের মধ্যে সর্বোচ্চ।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, তাপমাত্রা ৩৬ ডিগ্রি থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে মাঝারি তাপপ্রবাহ ধরা হয়। সে হিসাবে আজ সিলেটে মাঝারি তাপপ্রবাহ চলছে
আরো পড়ুন:
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা জারি
ময়মনসিংহে স্বস্তির বৃষ্টি
ঢাকা/নূর/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সাকিবকে পেছনে ফেলে লিটন কি আজ রেকর্ড গড়তে পারবেন
১৮ ইনিংস, ৫১৩ রান, গড় ৩২.০৬, স্ট্রাইক রেট ১৩৩.৫৯। চলতি বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে লিটন দাসের পারফরম্যান্স। স্ট্রাইক রেটে লিটনের চেয়ে চলতি বছরে এখন পর্যন্ত অনেকেই ভালো করেছেন।
তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চলতি বছর লিটনই সবচেয়ে বেশি রান করেছেন (পূর্ণ সদস্যদেশগুলোর মধ্যে)। একজন খেলোয়াড় ছন্দে আছেন, সেটা বুঝতে এটুকু পরিসংখ্যানই হয়তো যথেষ্ট।
চলতি এশিয়া কাপেও লিটন রান করছেন। প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ফিফটি করেছেন। পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে করেছেন ২৮ রান। আফগানিস্তান ম্যাচে ব্যর্থতার পর আজও লিটনের সামনে আবার শ্রীলঙ্কা। সুপার ফোরের প্রথম ম্যাচটিতে মাইলফলকের সামনেও আছেন বাংলাদেশ অধিনায়ক। আজ সাকিব আল হাসানকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যেতে পারেন লিটন।
লিটন দাসের