চ্যাম্পিয়নস লিগ: ৪৩ গোল, ৫ লাল কার্ড ও ৬ পেনাল্টির অবিশ্বাস্য রাত
Published: 22nd, October 2025 GMT
চ্যাম্পিয়নস লিগে এ যেন অবিশ্বাস্য এক রাত। ৪৩টি গোল, ৫টি লাল কার্ড এবং ৬ পেনাল্টি (যার মধ্যে ৫টি গোল হয়েছে) মিলিয়ে এমন রাত খুব কমই আসে। ফুটবলপ্রেমীরা সারা বছর এমন কিছুর অপেক্ষাতেই থাকেন।
মঙ্গলবার রাতে সবচেয়ে বেশি গোল পিএসজি–লেভারকুসেনের ম্যাচে। ৯ গোলের এই ম্যাচে পিএসজি জিতেছে ৭–২ গোলে। দুই দলই একটি করে লাল কার্ড দেখেছে, আর লেভারকুসেনের আলেহান্দ্রো গ্রিমালদো পেনাল্টি থেকে গোল মিস করেন। নেদারল্যান্ডসের পিএসভি আইন্দহফেন শুরুতে পিছিয়ে গিয়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ইতালির চ্যাম্পিয়ন নাপোলিকে ৬–২ গোলে হারিয়েছে।
আর্সেনাল, নিউক্যাসল ও ম্যানচেস্টার সিটিও পেয়েছে দাপুটে জয়। সিটির তারকা ফরোয়ার্ড আর্লিং হলান্ড টানা ১২তম ম্যাচে গোল করে ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড ছুঁয়েছেন। এই রাতে গোলবন্যার শুরুটা করেছিল বার্সেলোনা। অলিম্পিয়াকোসকে ৬–১ গোলে উড়িয়ে দেয় কাতালান ক্লাবটি।
আরও পড়ুন৪৩ গোলের পাগলাটে রাতে আর্সেনাল–পিএসজির ছেলেখেলা, নাপোলির লজ্জা১০ ঘণ্টা আগেএই রাতে লাল কার্ড দেখেছেন অলিম্পিয়াকোসের সান্তিয়াগো হেজে, লেভারকুসেনের রবার্ট আনড্র্রিক, পিএসজির ইলিয়া জাবারনি, নাপোলির লরেৎসো লুক্কা এবং পাফোসের জোয়াও কোরেইয়া। গোল আর নাটকীয়তায় ভরপুর এই রাতটিকে পরিসংখ্যানের আলোকে বিশ্লেষণ করা যাক।
গ্রাফিকস: মাহাফুজার রহমান.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প এসজ
এছাড়াও পড়ুন:
২ ম্যাচে ৯ উইকেট নিয়ে ৬৫ ধাপ এগোলেন রিশাদ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে ভালো বোলিংয়ের পুরস্কার পেলেন বাংলাদেশের রিশাদ হোসেন। আইসিসির সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে ওয়ানডে বোলারদের তালিকায় ৬৫ ধাপ এগিয়েছেন প্রথম ওয়ানডেতে ৬ উইকেট নেওয়া লেগ স্পিনার। সংযুক্ত আরব আমিরাতের জুনায়েদ সিদ্দিক ও ওমানের কলিম সানার সঙ্গে যৌথভাবে ৬৬তম স্থানে আছেন এই বোলিং অলরাউন্ডার। ২ ম্যাচে ১৯ ওভার বোলিং করে ৯ উইকেট নেওয়া রিশাদ এখন পর্যন্ত সিরিজের সর্বোচ্চ উইকেশিকারিও।
ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে ১৮তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের এ সংস্করণের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ওয়ানডে বোলিংয়ে মিরাজই বাংলাদেশের শীর্ষ বোলার। যদিও সিরিজে দুই ম্যাচে বোলিং করে ১ উইকেট নিয়েছেন এই অফ স্পিনার। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ১৬ ধাপ উন্নতি করে ৭১তম। সিরিজে ১ ম্যাচ খেলে ২ উইকেট নিয়েছেন নাসুম।
নাসুম আহমেদ