চ্যাম্পিয়নস লিগ: ৪৩ গোল, ৫ লাল কার্ড ও ৬ পেনাল্টির অবিশ্বাস্য রাত
Published: 22nd, October 2025 GMT
চ্যাম্পিয়নস লিগে এ যেন অবিশ্বাস্য এক রাত। ৪৩টি গোল, ৫টি লাল কার্ড এবং ৬ পেনাল্টি (যার মধ্যে ৫টি গোল হয়েছে) মিলিয়ে এমন রাত খুব কমই আসে। ফুটবলপ্রেমীরা সারা বছর এমন কিছুর অপেক্ষাতেই থাকেন।
মঙ্গলবার রাতে সবচেয়ে বেশি গোল পিএসজি–লেভারকুসেনের ম্যাচে। ৯ গোলের এই ম্যাচে পিএসজি জিতেছে ৭–২ গোলে। দুই দলই একটি করে লাল কার্ড দেখেছে, আর লেভারকুসেনের আলেহান্দ্রো গ্রিমালদো পেনাল্টি থেকে গোল মিস করেন। নেদারল্যান্ডসের পিএসভি আইন্দহফেন শুরুতে পিছিয়ে গিয়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ইতালির চ্যাম্পিয়ন নাপোলিকে ৬–২ গোলে হারিয়েছে।
আর্সেনাল, নিউক্যাসল ও ম্যানচেস্টার সিটিও পেয়েছে দাপুটে জয়। সিটির তারকা ফরোয়ার্ড আর্লিং হলান্ড টানা ১২তম ম্যাচে গোল করে ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড ছুঁয়েছেন। এই রাতে গোলবন্যার শুরুটা করেছিল বার্সেলোনা। অলিম্পিয়াকোসকে ৬–১ গোলে উড়িয়ে দেয় কাতালান ক্লাবটি।
আরও পড়ুন৪৩ গোলের পাগলাটে রাতে আর্সেনাল–পিএসজির ছেলেখেলা, নাপোলির লজ্জা১০ ঘণ্টা আগেএই রাতে লাল কার্ড দেখেছেন অলিম্পিয়াকোসের সান্তিয়াগো হেজে, লেভারকুসেনের রবার্ট আনড্র্রিক, পিএসজির ইলিয়া জাবারনি, নাপোলির লরেৎসো লুক্কা এবং পাফোসের জোয়াও কোরেইয়া। গোল আর নাটকীয়তায় ভরপুর এই রাতটিকে পরিসংখ্যানের আলোকে বিশ্লেষণ করা যাক।
গ্রাফিকস: মাহাফুজার রহমান.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প এসজ
এছাড়াও পড়ুন:
ভারতে নাইটক্লাবে অগ্নিকাণ্ডে নিহত ২৩
ভারতের উত্তর গোয়ার আরপোরা এলাকার একটি জনপ্রিয় নাইটক্লাবে সিলিন্ডার বিস্ফোরণের পর ভয়াবহ আগুন লেগেছে। এ ঘটনায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা রবিবার (৭ ডিসেম্বর) ভোরে এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টিভির খবরে বলা হয়েছে, শনিবার মধ্যরাতে ‘বার্চ বাই রোমিও লেন’ নামের নাইটক্লাবটিতে আগুন লাগে। নিহতদের বেশিরভাগই রান্নাঘরের কর্মী, বেশ কয়েকজন পর্যটকও নিহত হয়েছেন। পুলিশ এবং দমকল বাহিনী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
আরো পড়ুন:
ভারতে অবস্থানের ব্যাপারে শেখ হাসিনাই সিদ্ধান্ত নেবেন: জয়শঙ্কর
পাঁচ মাস পর ভারতে ফিরে গেলেন সোনালি
গোয়ার রাজধানী পানাজি থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত এই নাইটক্লাবটি গত বছরই খোলা হয়েছিল।
গোয়া পুলিশের মহাপরিচালক (ডিজিপি) বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, “আরপোরার একটি রেস্তোরাঁ-কাম-ক্লাবে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। রাত ১২ টা ০৪ মিনিটে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ আগুন লাগার খবর পায় এবং পুলিশ, দমকল বাহিনী এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়। আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে এবং সব মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লেখেন, “আজ গোয়ার সবার জন্য খুব বেদনাদায়ক একটি দিন। আরপোরায় একটি বড় অগ্নিকাণ্ডে ২৩ জনের প্রাণহানি ঘটেছে।”
তিনি লেখেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছি। যারা দায়ী সাব্যস্ত হবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
বিজেপি বিধায়ক মাইকেল লোবোও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, “ঘটনাটি দুঃখজনক। গোয়ার অন্যান্য সব নাইটক্লাবের নিরাপত্তা নিরীক্ষা করা হবে যাতে এই ধরনের ঘটনা আবার না ঘটে।”
বিজেপির বিধায়ক আরো বলেন, “এ ঘটনায় আমি উদ্বিগ্ন। ২৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে তিনজন নারী এবং ২০ জন পুরুষ। নিহতদের মধ্যে কয়েকজন পর্যটক রয়েছেন। এই প্রতিষ্ঠানগুলোতে পর্যটক এবং কর্মীদের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেসমেন্টের দিকে দৌড়ানোর সময় বেশিরভাগ মানুষ শ্বাসরোধের কারণে মারা গেছেন।”
ঢাকা/ফিরোজ