ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে অভিযানে গিয়ে সিরাজগঞ্জের সলঙ্গা থানার পুলিশ সদস্য এএসআই জিয়াউর রহমানের ব্যবহৃত (অ্যাপাচি আরটিআর) মোটরসাইকেল চুরি হয়েছে। এক মাস পেরিয়ে গেলেও মোটরসাইকেলটি উদ্ধার হয়নি। 

সরকারি দায়িত্ব পালনের সময় পুলিশের মোটরসাইকেল চুরির ঘটনায় আইনি কোন পদক্ষেপ না নেওয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্ন তুলছেন অনেকেই।

জানা যায়, চলতি বছরের (২৩ সেপ্টেম্বর) বুধবার রাত আনুমানিক ২টার দিকে থানার (উপ-পরিদর্শক) এস.

আই মাইনুল হক এবং এ.এস.আই জিয়াউর রহমান দুটি মোটরসাইকেল নিয়ে নলকা ইউনিয়নের দত্তকুশা গ্রামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে যান। 

আসামির বাড়িতে মোটরসাইকেল নিয়ে যাওয়ার রাস্তা না থাকায় একটি বাড়িতে দুটি মোটরসাইকেল রেখে পায়ে হেঁটে অভিযানে যান। অভিযান শেষে ফিরে এসে তারা দেখতে পান, এ.এস.আই জিয়াউর রহমানের ব্যবহৃত মোটরসাইকেলটি নেই। পরে বাড়ির মালিককে জিজ্ঞাসা করলে তিনি কোন উত্তর দিতে পারেনি। 

এক মাস পার হলেও মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়নি। এমনকি এ বিষয়ে থানায় কোনো জিডি (সাধারণ ডায়েরি) এবং মামলা দায়ের হয়নি।

এ বিষয়ে মোটরসাইকেলের মালিক ও সলঙ্গা থানার এ.এস.আই জিয়াউর রহমান বলেন, “ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে আমার ব্যবহৃত মোটরসাইকেল চুরি হয়েছে। এর বেশি জানতে চাইলে ওসি স্যারের সাথে যোগাযোগ করুন।”

এস.আই মাইনুল হক বলেন, “থানার দায়িত্ব পালনে গিয়েই মোটরসাইকেলটি হারিয়েছে। তবে এখন পর্যন্ত উদ্ধার হয়নি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।” 

মামলা না হওয়ার বিষয়ে তিনি বলেন, “ওসি স্যার এবং যার মোটরসাইকেল খোয়া গেছে, তিনি ভালো বলতে পারবেন।”

এ বিষয়ে জানতে চাইলে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, “ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে মোটরসাইকেলটি হারিয়েছে। তবে, এখন পর্যন্ত কোন অভিযোগ দেননি তিনি। হারানো মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা চলছে।”

ঢাকা/অদিত্য/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উদ ধ র র হয়ন

এছাড়াও পড়ুন:

২ ম্যাচে ৯ উইকেট নিয়ে ৬৫ ধাপ এগোলেন রিশাদ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে ভালো বোলিংয়ের পুরস্কার পেলেন বাংলাদেশের রিশাদ হোসেন। আইসিসির সাপ্তাহিক র‌্যাঙ্কিংয়ে ওয়ানডে বোলারদের তালিকায় ৬৫ ধাপ এগিয়েছেন প্রথম ওয়ানডেতে ৬ উইকেট নেওয়া লেগ স্পিনার। সংযুক্ত আরব আমিরাতের জুনায়েদ সিদ্দিক ও ওমানের কলিম সানার সঙ্গে যৌথভাবে ৬৬তম স্থানে আছেন এই বোলিং অলরাউন্ডার। ২ ম্যাচে ১৯ ওভার বোলিং করে ৯ উইকেট নেওয়া রিশাদ এখন পর্যন্ত সিরিজের সর্বোচ্চ উইকেশিকারিও।

ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে ১৮তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের এ সংস্করণের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ওয়ানডে বোলিংয়ে মিরাজই বাংলাদেশের শীর্ষ বোলার। যদিও সিরিজে দুই ম্যাচে বোলিং করে ১ উইকেট নিয়েছেন এই অফ স্পিনার। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ১৬ ধাপ উন্নতি করে ৭১তম। সিরিজে ১ ম্যাচ খেলে ২ উইকেট নিয়েছেন নাসুম।

নাসুম আহমেদ

সম্পর্কিত নিবন্ধ