জাতিসংঘ সতর্ক করে বলেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণ ও নতুন করে এলাকা খালি করার নির্দেশ বেসামরিক ফিলিস্তিনিদের জীবন ধ্বংস করছে। 

গাজায় ইসরায়েলের নতুন বাস্তুচ্যুতির নির্দেশে ৪০ শতাংশেরও বেশি এলাকা রয়েছে বলে উল্লেখ করেছে জাতিসংঘ। খবর তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর।

মঙ্গলবার (২৭ মে) মানবিক বিষয়ক সমন্বয় অফিস (ওবিএইচএ) এর উদ্ধৃতি দিয়ে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, “আমরা জোর দিয়ে বলছি যে, গাজায় দুর্ভিক্ষ রোধ করতে এবং যেখানেই থাকুক না কেন সকল বেসামরিক নাগরিকের চাহিদা মেটাতে মানবিক কার্যক্রমের একটি অর্থবহ স্কেল বৃদ্ধি অপরিহার্য।”

আরো পড়ুন:

গাজায় স্কুল ও আবাসিক ভবনে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ৪৯

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা মাল্টার

ইসরায়েলের আক্রমণ হাজার হাজার মানুষকে পালিয়ে যেতে বাধ্য করছে বলে উল্লেখ করে ডুজারিক বলেন, “গতকাল, রাফা, খান ইউনিস এবং মধ্য গাজার প্রায় ১৫৫ বর্গকিলোমিটার (৬০ বর্গমাইল) এলাকা জুড়ে ইসরায়েল নতুন করে আরেকটি বাস্তুচ্যুতির আদেশ জারি করেছে। ৬০টিরও বেশি এলাকা খালি করতে বলা হয়েছে। এটি গাজা উপত্যকার ৪০ শতাংশেরও বেশি এলাকাকে প্রতিনিধিত্ব করে।"

জাতিসংঘের মুখপাত্র উল্লেখ করেন, বেইত হানুন, ইজবাত বেইত হানুন এবং বেইত লাহিয়ার বাস্তুচ্যুতি স্থানগুলো প্রায় খালি, অন্যদিকে খান ইউনিসের বাসিন্দারা এখনও প্রাকৃতিক দুর্যোগের কবলে রয়েছে এবং খাবার ছাড়াই দীর্ঘ দূরত্ব হেঁটে শারীরিকভাবে ক্লান্ত।

ডুজারিক বলেন, “মার্চ মাসে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, আমাদের অংশীদারদের অনুমান, ৬ লাখ ৩২ হাজারেও বেশি মানুষ আবারো পালিয়ে যেতে বাধ্য হয়েছে।”

স্বাস্থ্যসেবার অবনতি সম্পর্কে তিনি বলেন, “গত সোমবার থেকে যুদ্ধ, আক্রমণ বা বাস্তুচ্যুতি আদেশের কারণে দুই ডজনেরও বেশি স্বাস্থ্যকেন্দ্র এবং মোবাইল ক্লিনিক এবং একটি হাসপাতাল তাদের পরিষেবা স্থগিত করেছে।”

তিনি ইসরায়েলকে গাজায় মানবিক সাহায্যে প্রবেশের জন্য সব সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করে বলেন, “আন্তর্জাতিক আইনকে সম্মান করতে হবে এবং আর বিলম্ব না করে মানবিক কার্যক্রম সক্রিয় করতে হবে।”

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল ইসর য় ল র

এছাড়াও পড়ুন:

ফখরুলের কণ্ঠ নকল, সতর্ক করল বিএনপি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে ভুয়া ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ফখরুল

ঐক্যের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই: ফখরুল

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু কুচক্রি মহল পুরোনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে এবং এআই প্রযুক্তি ব্যবহার করে মির্জা ফখরুলের কণ্ঠ নকল করেছে। তারপর তা গণমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।

ভিডিওতে দেখানো হচ্ছে, বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন। বিএনপি বলছে, এই ভিডিও পুরোপুরি বানোয়াট ও ভিত্তিহীন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই এই কুচক্রি মহল ভিডিও প্রচার করছে। দেশের মানুষ, দলীয় নেতাকর্মী এবং এমপি মনোনয়ন প্রত্যাশীদের এ ধরনের এডিট করা ভিডিও দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছে বিএনপি।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ