শেরপুরের নালিতাবাড়ীতে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের একটি অনুষ্ঠানে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার দাওধারা-কাটাবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন দাওধারা এলাকার মৃত আবদুল মালেকের ছেলে ইসমাইল হোসেন (৪৪) ও কাটাবাড়ি এলাকার বিল্লাল হোসেনের ছেলে হাসেম আলী (৩৫)। আজ বুধবার দুপুরে তাঁদের শেরপুর আদালতে পাঠানো হবে পুলিশ জানিয়েছে।

এর আগে গতকাল রাতে হামলায় আহত বাসস ও এখন টিভির জেলা প্রতিনিধি জাহিদুল খান থানায় মামলা করেন। এতে উপজেলার নয়াবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান, তাঁর ভাই নূরে আলমসহ ১৪ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয় ৩০ থেকে ৪০ জনকে।

মামলার এজাহারে বলা হয়েছে, পাহাড়ে অবৈধভাবে গাছ কাটা, বালু ও পাথর উত্তোলন এবং পাশের সীমান্ত এলাকায় চোরাকারবারির সঙ্গে স্থানীয় কয়েকজন জড়িত রয়েছেন। এ বিষয়ে উপদেষ্টাকে প্রশ্ন করা হলে, প্রধান আসামির নেতৃত্বে কয়েকজন সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালান। ঘটনার ভিডিও বিশ্লেষণ করে দোষীদের চিহ্নিত করে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুনশেরপুরে সাংবাদিকের ওপর হামলা, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা১৩ ঘণ্টা আগে

সাংবাদিকেরা জানান, গত সোমবার উপজেলার দাওধারা–কাটাবাড়ি এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সেখানে সাংবাদিকেরা ওই এলাকায় অবৈধভাবে বালু–পাথর উত্তোলন এবং বনের মধ্যে বিদ্যুৎ–সংযোগ দেওয়ার বিষয়ে উপদেষ্টার অবস্থান জানতে চান। এ প্রশ্ন শুনে সেখানে উপস্থিত কিছু ব্যক্তি ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে উপদেষ্টা স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে গাড়িবহর নিয়ে এগিয়ে যান। এ সময় সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। হামলাকারী ব্যক্তিরা সাংবাদিকদের ধাওয়া দিয়ে ঘিরে ধরে কিল–ঘুষি মারতে থাকেন। হামলায় সাংবাদিক জাহিদুল খান ছাড়াও বাংলা টিভির নাঈম ইসলাম, সময় টিভির ক্যামেরাপারসন বাবু চক্রবর্তী, বাংলাদেশ খবরের শাহরিয়া শাকির আহত হন।

আরও পড়ুনবালু-পাথর তোলা নিয়ে উপদেষ্টাকে প্রশ্ন করার পর সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ২৬ মে ২০২৫

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা প্রথম আলোকে বলেন, গতকাল মধ্যরাতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাঁদের আদালতে পাঠানো হবে। বাকি আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপদ ষ ট

এছাড়াও পড়ুন:

এদের কোনো দিন শিক্ষা হবে না

আগের পর্বআরও পড়ুন‘বাংলাদেশের কি সুপারফোরে ওঠার চান্স আছে?’১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ