আগামী কয়েক বছরের মধ্যে মঙ্গল গ্রহে মানুষের বসতি গড়তে চান স্পেসএক্স, টেসলাসহ খুদে ব্লগ লেখার সাইট এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক। মঙ্গল গ্রহে মানুষের বসতি গড়ার জন্য নিজের মালিকানাধীন মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের রকেটে করে ১০ লাখ মানুষকে মঙ্গল গ্রহে নিয়ে যেতে চান তিনি। এরই মধ্যে নিজের পরিকল্পনা বাস্তবায়নের জন্য এ বছরের মধ্যেই গ্রহটিতে স্পেসএক্সের মানববিহীন স্টারশিপ মহাকাশযান পাঠানোর জন্য কাজও শুরু করেছেন ইলন মাস্ক। এবার মঙ্গল গ্রহে মানুষের জন্য তৈরি হতে যাওয়া শহরের নাম ‘টার্মিনাস’ রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

২০২৯ সালের প্রথম দিকে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর লক্ষ্যে কাজ করছেন ইলন মাস্ক। এ বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মানবজাতিকে দীর্ঘ মেয়াদে বাঁচিয়ে রাখার জন্য জীবনকে বিভিন্ন গ্রহে নিয়ে যেতে হবে। আমরা মহাবিশ্বের প্রকৃতি আরও ভালোভাবে বুঝতে চাই। সভ্যতায় দীর্ঘ মেয়াদে বেঁচে থাকা নিশ্চিত করতে হবে। পৃথিবীতে ভয়াবহ কিছু ঘটার আশঙ্কা কম থাকলেও মঙ্গলে যাওয়ার আগ্রহে ধারাবাহিকতা থাকতে হবে।’

এক এক্স বার্তায় ইলন মাস্ক জানিয়েছেন, বৈজ্ঞানিক কল্পকাহিনির লেখক আইজ্যাক আসিমভের ‘ফাউন্ডেশন’ সিরিজের বিভিন্ন গল্প থেকে অনুপ্রাণিত হয়ে মঙ্গল গ্রহের শহরের নাম ‘টার্মিনাস’ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে শহরের নামকরণের চূড়ান্ত সিদ্ধান্ত ভবিষ্যতের মঙ্গল গ্রহে বসতি স্থাপনকারীদের ওপর নির্ভর করবে বলে জানান তিনি।

স্পেসএক্স ২০২৫ সালের শেষের দিকে মঙ্গলে যে মানববিহীন স্টারশিপ মিশন চালুর জন্য কাজ করছে, সেটিতে করে টেসলার মানবাকৃতির রোবট অপটিমাস পাঠানো হবে। ভবিষ্যতে মানুষের অভিযান পরিচালনার সম্ভাব্যতা যাচাই করবে রোবটগুলো। এ বিষয়ে মাস্ক বলেন, যদি এই অবতরণ ভালোভাবে সম্পন্ন হয়, তাহলে ২০২৯ সালের মধ্যেই মঙ্গল গ্রহে মানুষ অবতরণ করতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শহর র ন ম ইলন ম স ক স প সএক স র জন য

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ