বাংলাদেশের কৃষিতে দ্রুতগতিতে বাড়ছে আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার, যা বদলে দিচ্ছে দেশের কৃষির চিরচেনা দৃশ্যপট। গরু-মহিষের লাঙল আর কাস্তে-হাতুড়ির যুগ পেরিয়ে এখন কৃষি প্রবেশ করেছে পূর্ণাঙ্গ যান্ত্রিক যুগে। কৃষি যান্ত্রিকীকরণের এই যুগে ২০০৭ সালে সোনালিকা ট্রাক্টর দিয়ে যাত্রা শুরু করে এসিআই মোটরস। বর্তমানে প্রতিষ্ঠানটির ট্রাক্টর ও পাওয়ার টিলার দিয়ে দেশের প্রায় তিন ভাগের এক ভাগ জমি চাষ হচ্ছে। যার ফলে সোনালিকা ট্রাক্টরের ২৬ হাজারেরও বেশি সন্তুষ্ট গ্রাহক রয়েছেন, যা বাংলাদেশে সর্বাধিক বিক্রীত ট্রাক্টর ব্র্যান্ড।

বর্তমান আধুনিক কৃষিতে অগ্রণী ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান এসিআই মোটরস প্রতিবছরের মতো এবারও আয়োজন করে ‘সোনালিকা সার্ভিস ক্যাম্পেইন’। যার মূল উদ্দেশ্য হলো আসন্ন কৃষি মৌসুমের জন্য গ্রাহকদের ট্রাক্টর প্রস্তুত রাখা। এই ক্যাম্পেইনের আওতায় বৃহস্পতিবার (২২ মে) রংপুরের বদরগঞ্জ উপজেলায় ‘গ্র্যান্ড ডেলিভারি উৎসব’ আয়োজন করে এসিআই মোটরস, যেখানে একক স্থান থেকে ১০০টির বেশি সোনালিকা ট্রাক্টর গ্রাহকদের হাতে তুলে দেওয়া হয়।

উৎসবের বিশেষ আকর্ষণ ছিল ৮০টি সোনালিকা ট্রাক্টর দিয়ে নির্মিত ‘সোনালিকা’র বিশালাকার লোগো। এ ছাড়া উৎসবের মধ্যে ছিল গ্রাহকদের জন্য ফ্রি সার্ভিস ও সাংস্কৃতিক পরিবেশনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসিআই মোটরসের উপব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাসসহ এসিআইয়ের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এ ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় ট্রাক্টরমালিক, চালক, ডিলার, এজেন্ট ও শুভানুধ্যায়ীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসিআই মোটরসের উপব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাসসহ এসিআইয়ের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সরক র

এছাড়াও পড়ুন:

ডাইনির সাজে শাবনূর!

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর এখন অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে নিজের খবর জানান দেন তিনি। এবার সেই পর্দার প্রিয় নায়িকা হাজির হয়েছেন এক ভিন্ন সাজে—ডাইনির রূপে!

প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের নানা প্রান্তে পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব। পশ্চিমা বিশ্বে এটি এক জনপ্রিয় দিন, যেখানে মানুষ নানা ভুতুড়ে সাজে নিজেদের উপস্থাপন করে। যদিও অনেকেই মনে করেন এটি কেবল ভূতের সাজের উৎসব, আসলে মৃত আত্মাদের স্মরণেই হাজার বছরের ঐতিহ্যবাহী এ দিনটি উদযাপিত হয়।

আরো পড়ুন:

পর্দায় ‘মহল্লা’র ভালো-মন্দ

বাবা হওয়ার কোনো বয়স আছে? সত্তরে কেলসির চমক

সেই উৎসবের আমেজে এবার শামিল হয়েছেন শাবনূরও। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবিতে দেখা গেছে, ছেলে আইজানকে সঙ্গে নিয়ে তিনি সেজেছেন ভয়ংকর এক ডাইনির সাজে—চোখের কোণ বেয়ে নেমে আসছে লাল রক্তের রেখা, সঙ্গে এক ‘ভূতুড়ে’ চেহারার চরিত্র।

ছবির ক্যাপশনে শাবনূর লিখেছেন, “আমি সাধারণ মা নই, আমি একজন দুর্দান্ত মা—যিনি একজন ডাইনিও! হ্যালোইনের শুভেচ্ছা, বাচ্চারা!”

পোস্টের শেষে তিনি যোগ করেছেন, “এটা শুধু মজা করার জন্য।”

ভক্তরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা ও প্রশংসায়। কেউ লিখেছেন, “শাবনূর মানেই চমক,’ কেউ আবার জানিয়েছেন, ‘হ্যালোইনেও আপনি আমাদের শাবনূরই—ভালোবাসা রইল।”

ঢাকা/রাহাত/লিপি

সম্পর্কিত নিবন্ধ

  • এবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেই বাংলাদেশ
  • ডাইনির সাজে শাবনূর!
  • টগি ফান ওয়ার্ল্ডে উদযাপিত হলো হ্যালোইন উৎসব
  • উদ্ভাবন–আনন্দে বিজ্ঞান উৎসব
  • নবীনদের নতুন চিন্তার ঝলক
  • বিজ্ঞান উৎসব উদ্বোধন করল রোবট নাও
  • ‘ফাতেমা রানীর তীর্থোৎসবে’ আলোয় ভাসল গারো পাহাড়
  • টোকিওতে জমেছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
  • সন্ধ্যা নদীর দুকূলে উৎসবের ঢেউ, উজিরপুরে নৌকাবাইচে মাতলেন হাজারো মানুষ
  • রাঙামাটি রাজবন বিহারে দুদিনের কঠিন চীবর দানোৎসব শুরু