নোয়াখালীর হাতিয়া উপজেলায় ঘরে ঢুকে লুটের পর আমেনা বেগম নামের এক নারীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিক হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি পুলিশ ও নিহতের স্বজনেরা। গতকাল বুধবার রাতে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের শতফুল গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আমেনা (৫০) বেগম গ্রামের মো. এমরান উদ্দিনের স্ত্রী। 

নিঝুমদ্বীপ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল মোমিন বাবলু জানান, আমেনা বেগমের স্বামী স্থানীয় নিঝুমদ্বীপ বাজারে শুঁটকির ব্যবসা করেন। ছেলেরা জেলার মাইজদীতে থেকে লেখাপড়া করছেন। বাড়িতে স্বামী-স্ত্রী বসবাস করেন। বুধবার সন্ধ্যায় এমরান বাড়িতে গিয়ে দেখেন স্ত্রী এশার নামাজ পড়ছেন। এরপর তিনি আবার বাজারে চলে যান। 

তিনি আরও বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে এমরান বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা খোলা। তার স্ত্রী ঘরে নেই। তবে ঘরে রক্ত দেখতে পান তিনি। তাৎক্ষণিক তিনি বিষয়টি আমাকে জানান। পরে আমিসহ স্থানীয় কয়েকজন তার বাড়িতে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে দেখতে পাই, আমেনার রক্তাক্ত মরদেহ পুকুরে ভাসছে। গলা কেটে হত্যার পর লাশ পুকুরে ফেলে দেয়।’  

নিঝুমদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বলেন, গলা কেটে ওই নারীকে হত্যা করা হয়েছে। হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়। পরে পুকুর থেকে রাত সোয়া ২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।’  

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদরে পাঠানোর কার্যক্রম চলছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন ঝ মদ ব প হত য র মরদ হ

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ