বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সৃষ্ট জোয়ারেরর পানিতে ডুবে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে দানু মিয়া (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দানু মিয়া ওই এলাকার নুর হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙা বাজার থেকে বাড়িতে ফেরার পথে দানু মিয়া জোয়ারের পানিতে ভেসে যান। পরে উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবহাওয়া অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আজ দুপুরে বৈরী আবহাওয়ার কারণে স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি তিন থেকে চার চার ফুট বৃদ্ধি পায়। জোয়ারে উপজেলার কুতুবজোম, ধলঘাট ও মাতারবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

জোয়ারের পানিতে ডুবে মারা যান মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙা এলাকার বাসিন্দা দানু মিয়া.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপজ ল

এছাড়াও পড়ুন:

রুবাবা দৌলাকে নিয়ে রসিকতা, ভুল–বোঝাবুঝিতে পোস্ট সরালেন ইরফান সাজ্জাদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের পরিচালক হয়েছেন করপোরেট ব্যক্তিত্ব ও ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। সম্প্রতি বোর্ড সভায়ও অংশ নিয়েছেন তিনি। তাঁর এই দায়িত্ব গ্রহণকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন ও আলোচনা—দুটোই চলছে।

অভিনেতা ইরফান সাজ্জাদ ফেসবুকে রুবাবা দৌলার একটি স্থিরচিত্র পোস্ট করে লিখেছিলেন, ‘এরপরও যদি পোলাপান পারফরম্যান্স না করতে পারে, তাহলে আর আশা নাই।’

পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। ইরফান এটিকে রসিকতা বলতে চাইলেও অনেকেই মন্তব্য করেছেন, এমন রসিকতা ভুলভাবে ব্যাখ্যা হওয়ার সুযোগ রাখে।

করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা

সম্পর্কিত নিবন্ধ