ময়মনসিংহে ১১ ঘণ্টার ব্যবধানে দুটি ট্রেন লাইনচ্যুত
Published: 30th, May 2025 GMT
ময়মনসিংহ নগরের শম্ভুগঞ্জে চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে লাইন থেকে বগিটি সরানোর পর ওই পথে ট্রেন চলাচল শুরু হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরের বেগুনবাড়ি রেলস্টেশনের কাছে জামালপুরের তারাকান্দিগামী আন্তনগর যমুনা ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে জামালপুরের সঙ্গে ময়মনসিংহের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে আজ সকাল ছয়টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বৈরী আবহাওয়ায় বেগুনবাড়ি এলাকায় রেললাইনের ওপর একটি গাছ উপড়ে পড়লে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এ ছাড়া বৈরী আবহাওয়ায় কারণে গতকাল রাত ১২টার দিকে শম্ভুগঞ্জে রেললাইনে গাছ পড়ে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস আটকা পড়ে। পরে গাছ সরিয়ে নিলে ট্রেনটি পুনরায় চালু হয়।
ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের সুপারিনটেনডেন্ট নাজমুল হক খান বলেন, ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। দুপুর ১২টার দিকে বগিটি সরানোর পর ওই পথে ট্রেন চলাচল শুরু হয়েছে। এ ছাড়া গতকাল রাতে লাইনচ্যুত হওয়া ট্রেন যমুনা উদ্ধার শেষে ভোর ছয়টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
রাজধানীর উত্তরায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার ব্যানারে মিছিলে অংশ নেওয়ার পর রাতে বাড়িতে ফিরতেই তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামীম রুশো (২০), ছাত্রলীগ কর্মী আলিফ জাহান ওরফে পার্থ (২০), মো. মারুফ মিয়া (২৫)। তাঁরা সবাই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।
আজ শনিবার বিকেলে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে ঢাকায় মিছিলে অংশ নিয়েছিলেন তাঁরা।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা রাজধানীর উত্তরার মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।