পল্লী বিদ্যুতে বড় নিয়োগ, ২১৫০ পদের জন্য করুন আবেদন
Published: 1st, June 2025 GMT
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিগুলোয় শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। নিয়োগ প্রদান/প্যানেল তৈরির জন্য বাংলাদেশের স্থায়ী বাসিন্দা/নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। পল্লী বিদ্যুতে ২টি পদে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে ২০-৫-২০২৫ তারিখে। ওয়েবসাইটে আবেদন করতে পারবেন আগ্রহীরা।
পদের নাম ও পদসংখ্যা—
১.
পদসংখ্যা: ৬৯০
চাকরির ধরন: স্থায়ী
আবেদনে শিক্ষাগত যোগ্যতা:
ক. এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০–এর মধ্যে ৩.০০–সহ উত্তীর্ণ হতে হবে;
খ. প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞানসহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে;
গ. প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম ১০ (দশ) ও ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ (ত্রিশ)টি শব্দ কম্পিউটারে টাইপ করতে সক্ষম হতে হবে।
বেতন স্কেল: পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী নির্ধারিত হবে বেতন। অন-প্রবেশনকালীন নির্ধারিত বেতন হবে ১৮,৩০০/- (আঠারো হাজার তিন শ) টাকা, তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতাও মিলবে। অন-প্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে পবিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী ১৯,২২০/- (উনিশ হাজার দুই শ বিশ) টাকা বেতন স্কেলে নির্ধারিত হবে মাসিক বেতন।
২. মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার
পদসংখ্যা: ১৪৬০
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
শিক্ষাগত যোগ্যতা:
ক. প্রার্থীকে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
খ. প্রার্থীর অবশ্যই যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে।
গ. প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রের এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারীসহ ভালো ব্যক্তিত্বসম্পন্ন হতে হবে।
ঘ. গ্রাম-গঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে এবং পবিস–এর লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে।
ঙ. বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে।
চ. চূড়ান্ত নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে পবিসের ক্যাশ শাখায় ১০,০০০/- টাকা জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে।
বেতন স্কেল: পবিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী ১৪,৭০০/- (চৌদ্দ হাজার সাত শ) টাকা। এ ছাড়া চুক্তির নিয়মানুযায়ী অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন।
আরও পড়ুনবাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনে ৯মসহ বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৩৮২৯ এপ্রিল ২০২৫*আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণসংক্রান্ত শর্তাবলি—
অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরু ২০/০৫/২০২৫, সকাল ১০টায়। অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১ নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (এক শ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২/- (বারো) টাকাসহ (অফেরতযোগ্য) ১১২/- (এক শ বারো) টাকা। ২ নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ০৬/- (ছয়) টাকাসহ (অফেরতযোগ্য) ৫৬ (ছাপ্পান্ন) টাকা টেলিটকের প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে প্রদান করতে হবে।
*১৮ বছরের কম বয়সী ব্যক্তিদের আবেদন করার প্রয়োজন নেই। প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
*ক্রমিক নম্বর ১–এ উল্লেখিত পদের ক্ষেত্রে (বিলিং সহকারী [অন-প্রবেশন]) প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/ বীরাঙ্গনার সন্তান অথবা ক্ষুদ্র নৃগোষ্ঠী অথবা শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটায় আবেদন করতে চাইলে অনলাইন আবেদন ফরমের নির্ধারিত ঘর পূরণ করতে হবে। বিলিং সহকারী (অন-প্রবেশন) পদে নিয়োগের ক্ষেত্রে সরকারি নির্দেশাবলি কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও অন্যান্য নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে।
*প্রার্থীদের লিখিত (এমসিকিউ ও রচনামূলক) এবং ক্রমিক নম্বর ১–এ উল্লেখিত পদের জন্য কম্পিউটারবিষয়ক ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।
আরও পড়ুনরংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে নিয়োগ, ৭৬ পদের আবেদন অনলাইনে১০ মে ২০২৫অনলাইন আবেদনের পদ্ধতি—
(ক) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ পরীক্ষায় আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা যেকোনো ওয়েব ব্রাউজারের মাধ্যমে ঠিকানায় গিয়ে Online Application Form পূরণপূর্বক রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
(খ) Application Form পূরণ করার সময় প্রার্থীকে অবশ্যই Mandatory (লাল তারকা চিহ্নিত) Field গুলো পূরণ করতে হবে।
(গ) Application Form–এ Color Photo ও Signature Upload করার জন্য 300x300 Pixel কালার ছবি যা ১০০ KB–এর অধিক হবে না এবং সাদা কাগজে প্রার্থীর স্বহস্তে স্বাক্ষর করতে হবে (টাইপ/মুদ্রণ নয়) যা 300x80 Pixel হতে হবে এবং কোনোভাবেই ৬০ KB–এর অধিক হবে না।
(ঘ) সঠিকভাবে Application Form পূরণের পর প্রার্থীকে Submit বাটন-এ ক্লিক করে চূড়ান্তভাবে Application Form Submit করতে হবে।
(ঙ) চূড়ান্ত Submission করার পরে User ID (যা এসএমএসের মাধ্যমে টাকা প্রদানের সময় ব্যবহার করতে হবে)–সহ প্রার্থী একটি Applicant's Copy পর্দায় দেখতে পাবেন এবং তা প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
অতিরিক্ত তথ্য পাওয়ার জন্য বাপবিবোর্ডের ওয়েবসাইট নিয়মিত Visit করতে হবে। আবেদন ফরম পূরণের ক্ষেত্রে কোনো অসুবিধার সম্মুখীন হলে টেলিটক সিম থেকে ১২১ নম্বরে কল করতে হবে অথবা [email protected] কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে।
আবেদনের বয়স—
২ জুন তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে অনূর্ধ্ব ৩২ বছর।
*আবেদনের শেষ সময় কবে—
আগ্রহী প্রার্থীরা আগামী ২ জুন (২-৬-২০২৫ পর্যন্ত) বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
*আবেদনের বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন
উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ র পর ক ষ য ট ল টক প রব ন ন করত
এছাড়াও পড়ুন:
কক্সবাজারবাসীর জন্য ১২ পদে চাকরির সুযোগ
কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং কক্সবাজারে জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আবেদন শুরু ১ আগস্ট থেকে।
পদের নাম ও পদ সংখ্যা—১. ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা (ইউনিয়ন পরিষদ সচিব)
পদসংখ্যা: ১২
বেতন স্কেল: ১০২০০–২৪৬৮০ টাকা
আবেদনে শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
আবেদনের বয়সসীমা: ৩১ জুলাই ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুনইসলামিক ফাউন্ডেশন বিশাল নিয়োগ, পদ ৩৬৩৩ ঘণ্টা আগেআবেদনের প্রক্রিয়া—আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
আরও পড়ুনঅষ্টম শ্রেণিতে আবারও বৃত্তি পরীক্ষা ফিরছে, আছে প্রশ্নও৪ ঘণ্টা আগেগুরুত্বপূর্ণ তারিখ—আবেদন শুরু: ১ আগস্ট ২০২৫, সকাল ১০টা থেকে;
আবেদনের শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।
আবেদন ফি জমা দেওয়ার শেষ সময়: অনলাইন আবেদনপত্র দাখিলের ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।
* আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
আরও পড়ুনবিদ্যুৎ কোম্পানিতে চাকরি, সংশোধিত বিজ্ঞপ্তিতে নেবে ১১৮ জন২৫ জুলাই ২০২৫