বন্দরে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Published: 2nd, June 2025 GMT
বন্দরে মাদকদ্রব্য ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মুনা (২০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনীর সদস্যরা। গত রোববার (২ জুন) মধ্য রাতে বন্দর থানার সোনাকান্দাস্থ ভাড়াটিয়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ।
গ্রেপ্তারকৃত মুনা বন্দরের সোনাকান্দা এলাকার রাব্বি মিয়ার স্ত্রী। অভিযানের সময় মুনার স্বামী রাব্বি ও তার চার সহযোগী কৌশলে পালিয়ে যায়। এ ব্যাপারে বন্দর থানায় মামলা হয়েছে।
বন্দর থানার এসআই আঃ মোতালেব ভুঞা জানান, মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে বন্দরের সোনাকান্দা এলাকার বাবুল হোসেনের মালিকানাধিন রাব্বির ভাড়াটিয়া বাসায় অভিযান চালায় যৌথবাহিনী।
এ সময় আইনশৃংখলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় রাব্বিসহ ও তার ৪ সহযোগী। এরপর ওই বাসা থেকে মাদকদ্রব্যসহ রাব্বির স্ত্রী মুনাকে গ্রেপ্তার করে যৌথবাহিনীর সদস্যরা।
পরে বাসা তল্লাশী চালিয়ে পাতের তৈরি তলোয়ার, স্টিলের চাকু, দেশীয় তৈরি চাইনিজ কুড়ালসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন