Samakal:
2025-11-02@10:40:17 GMT

সাদাকালোর ঈদ সংগ্রহ

Published: 3rd, June 2025 GMT

সাদাকালোর ঈদ সংগ্রহ

ফ্যাশন ব্রান্ড সাদাকালো এবার ঈদ-উল-আযহা উপলক্ষে নিয়ে এসেছে গ্রীষ্ম উপযোগী নতুন কালেকশন। যেহেতু এবারের ঈদ গ্রীষ্মে তাই গ্রীষ্মের সময়টিকে মাথায় রেখেই আরামদায়ক নরম কাপড়ে তৈরি হয়েছে এবারের ঈদ সংগ্রহ। এই সংগ্রহে রয়েছে নান্দনিক ফ্লোরাল ও জ্যামিতিক মোটিফ, যা কালো-সাদা রঙের বৈচিত্র্যময় সমন্বয়ে গঠিত।

সাদাকালো বরাবরই বাংলার সংস্কৃতি, প্রকৃতি ও শিল্পের প্রতি শ্রদ্ধাশীল। এই ঈদের কালেকশনে সেই চেতনাই ফুটে উঠেছে হালকা, আরামদায়ক ও রুচিশীল পোশাকের মাধ্যমে। শাড়ি, কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, কুর্তি, বাচ্চাদের পোশাকসহ রয়েছে সমন্বিত ফ্যামিলি সেট— মা-মেয়ে, বাবা-ছেলের জন্য একসাথে মিলিয়ে পরার মতো ডিজাইন।

এই ঈদে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে নতুন ডিজাইনের কো-অর্ড সেট এবং ফ্লোয়ি সামার ওয়্যার যা ঈদের আমেজকে দিবে বাড়তি আরাম ও আভিজাত্য।

সাদাকালোর প্রধান উদ্যোক্তা আজহারুল হক আজাদ বলেন, ‘ঈদ-উল-আযহা শুধু উৎসব নয়, এটি আত্মত্যাগ ও সংযমের উৎসব। আমরা চেয়েছি এই চেতনাকে পোশাকে তুলে ধরতে— যেখানে থাকবে স্বস্তি, সৌন্দর্য ও স্বকীয়তার মেলবন্ধন। এবারের কালেকশনটি সবার জন্যই বিশেষ কিছু হয়ে উঠবে।"

নতুন কালেকশনটি  পাওয়া যাচ্ছে সাদাকালোর সকল আউটলেট ও অনলাইন স্টোরে। 

 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

এবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেই বাংলাদেশ

দ্বিতীয় বছরের মত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের কোনো সিনেমাা বা তথ্যচিত্র দেখানো হচ্ছে না। সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটির তরফে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানানো হয়ছে। পরবর্তীতে কমিটির তরফে তাদের নির্দিষ্ট ওয়েবসাইটে যে ছবি তালিকা প্রকাশ করা হয়েছে তাতে কোন ক্যাটাগরিতেই বাংলাদেশি সিনেমার নাম উল্লেখ নেই। 

মূলত ভিসা জটিলতা এবং রাজনৈতিক কারণেই এই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের উপস্থিতি থাকছে না। 

বিষয়টি নিয়ে গত বছরই উদ্বেগ প্রকাশ করেছিলেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন পরিচালক গৌতম ঘোষ। সেসময় তাকে বলতে শোনা গিয়েছিল, “এবারের পরিস্থিতি ভিন্ন। সেদেশে ভিসা সমস্যা রয়েছে। আর বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসতে অনেকটা সময় লাগবে। স্বাভাবিকভাবেই এই অবস্থায় চলচ্চিত্র উৎসবের তালিকায় বাংলাদেশের কোনো ছবি নেই। আমরা আশা করব চলচ্চিত্র উৎসবের পরবর্তী এডিশনের (৩১ তম) আগে প্রতিবেশী দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।”

কিন্তু এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও অবস্থার যে কোনো পরিবর্তন হয়নি তা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের অনুপস্থিতির ঘটনাটাই পরিষ্কার। 

যদিও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি কমিটির এক সদস্য  বলেছেন, “আন্তর্জাতিক বিভাগে বাংলাদেশ থেকে শুধুমাত্র একটি ছবি জমা দেওয়া হয়েছিল। তানভীর চৌধুরীর ‘কাফ্ফারাহ’। কিন্তু দুঃখের বিষয় এটি আমাদের কাঙ্ক্ষিত মানদণ্ড পূরণ করতে পারেনি। ফলে চলচ্চিত্র উৎসবে এই ছবিটি জায়গা পায়নি।”

চলতি বছরের ৬ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এক সপ্তাহব্যাপী এই উৎসব চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। এই উৎসবে ৩৯ টি দেশের ২১৫ টি ছবি দেখানো হবে। ভারত ছাড়াও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, বেলজিয়াম, ইতালি, ব্রাজিল, মরক্কো, অস্ট্রিয়া, তুরস্ক, বলিভিয়া, গুয়েতেমালা, শ্রীলংকা, চীন, জাপান, ইরান, সিঙ্গাপুর, তাইওয়ান, ফিলিস্তিন, ইরাক, সৌদি আরব, মিশর, সুদান, লেবানন।

সুচরিতা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ

  • এবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেই বাংলাদেশ
  • টগি ফান ওয়ার্ল্ডে উদযাপিত হলো হ্যালোইন উৎসব
  • উদ্ভাবন–আনন্দে বিজ্ঞান উৎসব
  • নবীনদের নতুন চিন্তার ঝলক
  • বিজ্ঞান উৎসব উদ্বোধন করল রোবট নাও
  • ‘ফাতেমা রানীর তীর্থোৎসবে’ আলোয় ভাসল গারো পাহাড়
  • সব মাধ্যমে কাজ করতে চান জৌপারী
  • টোকিওতে জমেছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
  • সন্ধ্যা নদীর দুকূলে উৎসবের ঢেউ, উজিরপুরে নৌকাবাইচে মাতলেন হাজারো মানুষ
  • রাঙামাটি রাজবন বিহারে দুদিনের কঠিন চীবর দানোৎসব শুরু