সেপ্টেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামবে: গভর্নর
Published: 3rd, June 2025 GMT
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, আগামী অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশ যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা অত্যন্ত রক্ষণশীল। প্রকৃত পক্ষে মূল্যস্ফীতি আরও কমবে। আগামী জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে নামবে বলে তিনি আশা করেন।
মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে দুই অংকের ঘরে থাকা মূল্যস্ফীতি গত কয়েক মাস ধরে কমছে। গত মে মাসে মূল্যস্ফীতি নেমেছে ৯ দশমিক ০৫ শতাংশে। আগের মাস এপ্রিল শেষে যা ছিল ৯ দশমিক ১৭ শতাংশ। চলতি মাস শেষে মূল্যস্ফীতি ৮ শতাংশের ঘরে নামার আশা করছে সরকার।
গভর্নর বলেন, মূল্যস্ফীতির প্রধান চ্যালেঞ্জ হলো বিনিময় হার। দেশের বিনিময়হার এরই মধ্যে স্থিতিশীল হয়ে এসেছে। গত ৭–৮ মাস ধরে ১২২ থেকে ১২৩টাকায় ডলার বেচাকেনা হচ্ছে। ডলারের দর বাজারভিত্তিক করার পরও একই আছে। এখন ডলার পেতে কোনো সমস্যা হচ্ছে না। সব ধরনের আমদানি বাড়ছে। মূলধনী যন্ত্রপাতির আমদানিও বাড়তে শুরু করেছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি, খাদ্যপণ্যের দর কমেছে। আবার কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি সংকোচনমূলক ধারায় বজায় আছে। ফলে আগামী জুলাই–সেপ্টেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে নামবে বলে আশা করি।
অর্থ উপদেষ্টা ড.
উৎস: Samakal
কীওয়ার্ড: উপদ ষ ট
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট