তিনবার আইপিএলের ফাইনালে খেলে স্বপ্নভঙ্গ হয়েছে বিরাট কোহলি ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১১ বছর আগে একবার ফাইনাল খেললেও শিরোপা জেতা হয়নি পাঞ্জাব কিংসের। অভাগা দলের সিঁকে ছেড়ার ফাইনালে বিরাট কোহলির বেঙ্গালুরু ৯ উইকেট হারিয়ে ১৯০ রান তুলেছে।

গত মৌসুমে কলকাতাকে নেতৃত্ব দিয়ে আইপিএলের শিরোপা জিতিয়েছেন শ্রেয়াস আইয়ার। এবার তিনি প্রীতি জিনতার পাঞ্জাবের শিরোপা খরা কাটাতে পারেন কিনা দেখার অপেক্ষা।

মঙ্গলবার আইপিএলের ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে ওপেনার ফিল সল্টকে শুরুতে হারায় বেঙ্গালুরু। তিনি দলের ১৮ রানে ব্যক্তিগত ১৬ করে ফিরে যান। বিরাট কোহলিকে রেখে আউট হন মায়াঙ্ক আগারওয়াল। তিনি ১৮ বলে ২৪ রান করেন।

সেট ব্যাটার রজত পতিদারও ইনিংস বড় করতে পারেননি। বেঙ্গালুরু অধিনায়ক ১৬ বলে ২৬ রান করেন। এরপর বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলে আউট হন কোহলি। ৩৫ বলের ইনিংস তিনটি চারে সাজান তিনি। লিয়াম লিভিংস্টোন ১৫ বলে দুই ছক্কায় ২৫ ও জিতেশে শর্মা ১০ বলে দুটি করে চার ও ছক্কায় ২৪ রান যোগ করেন। রোমারিও শেইফার্ড ৯ বলে করেন ১৭ রান।

পাঞ্জাবের হয়ে তিনটি করে উইকেট নিলেও অর্শদ্বীপ সিং ও কাইল জেমিনসন খরুচে ছিলেন। তারা ৪ ওভারে যথাক্রমে ৪০ ও ৪৮ রান খরচা করেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব র ট ক হল র ফ ইন ল

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ