জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নির্বাচিত সদস্যদের সামনে ভারতের কর্মকাণ্ডের ফলে উদ্ভূত ‘আঞ্চলিক শান্তির জন্য হুমকি’ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দেয় পাকিস্তানের একটি শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দল। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে সোমবার এই ব্রিফিং হয়। 

প্রতিনিধি দলটি নিরাপত্তা পরিষদের নির্বাচিত সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছে যাতে ‘ভারতীয় অপপ্রচার উন্মোচিত’ করা যায় এবং পাকিস্তানের অবস্থান তুলে ধরা যায়। ডেনমার্ক, গ্রিস, পানামা, সোমালিয়া, আলজেরিয়া, গায়ানা, জাপান, দক্ষিণ কোরিয়া, সিয়েরা লিওন এবং স্লোভেনিয়ার প্রতিনিধিদের সঙ্গে তারা সাক্ষাৎ করেন।

মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন, ভারতের শহরাঞ্চল লক্ষ্য করে হামলা এবং সিন্ধু পানিচুক্তি স্থগিত করা আঞ্চলিক শান্তির জন্য হুমকি। গবেষণা বা প্রমাণ ছাড়া পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ গ্রহণযোগ্য নয়। সম্প্রতি ভারতের সঙ্গে সামরিক উত্তেজনায় পাকিস্তান একটি মেপে চলা, দায়িত্বশীল ও জাতিসংঘ সনদ অনুযায়ী প্রতিক্রিয়া জানিয়েছে। 

চীন ব্রহ্মপুত্রের পানি প্রবাহ কমিয়ে দিলে ভারতের লাভ ছাড়া ক্ষতি নেই। এমন দাবি করেছেন ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এনডিটিভি জানায়, পাকিস্তানের বক্তব্যের জবাবে তিনি আরও বলেন, এতে বার্ষিক বন্যার হাত থেকে আসাম মুক্তি পাবে। জনজীবন ব্যাহত হবে না। সম্পত্তির ক্ষতি হবে না। কেন ক্ষতি হবে না, সেই ব্যাখ্যাও দিয়েছেন বিজেপিদলীয় মুখ্যমন্ত্রী। 

জিও টিভি জানায়, বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলন কিংবা ইসলামাবাদের ভাষায় বিচ্ছিন্নতাবাদী তৎপরতায় ভারত মদদ দিচ্ছে– এমন অভিযোগ করেছেন পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের ভারতের ‘ক্রীতদাস’ বলে উল্লেখ করেছেন তিনি।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে পিটিয়ে হত্যার ঘটনায় ৫ বিএনপি নেতা বহিষ্কার

নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলায় বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায় দোকান মালিক জাহাঙ্গীর ভূঁইয়াকে (৫০) পিটিয়ে হত্যার ঘটনায় পাঁচ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

তারা হলেন, উপজেলার মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোকন প্রধান, বিএনপি নেতা রাসেল প্রধান, আলম মিয়া ও সাদ্দাম হোসেন।

বুধবার (৩০ জুলাই) রাতে জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

আরো পড়ুন:

উপদেষ্টা আসিফের সমর্থকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

কুষ্টিয়া প্রেস ক্লাবে বিএনপির অভিযোগ বক্স, যা পাওয়া গেল

এর আগে সকালে আড়াই হাজার উপজেলায় জাহাঙ্গীর ভূইয়া খুন হন। নিহতের ছেলে রা‌সেল জানান, ৫ আগ‌স্টের পর বিএন‌পির নির্বাহী ক‌মি‌টির সদস্য মাহমুদুর রহমান সুম‌নের অনুসা‌রী মাহমুদপুর ইউনিয়‌ন বিএন‌পির সা‌বেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার সালমদী বাজা‌রে তার বাবার কাছ থে‌কে বছ‌রে ৩০ হাজার টাকা ভাড়ায় ৩‌টি দোকান ভাড়া নেন। এর এক‌টি দোকা‌নে বিএন‌পির কার্যালয় স্থাপন ক‌রেন। বা‌কি দু‌টি দোকানের ভাড়া প‌রি‌শোধ কর‌লেও যে দোকানে বিএন‌পির কার্যালয় ক‌রে‌ছেন, সে‌টির ভাড়া প‌রি‌শোধ কর‌ছি‌লেন না। 

তিনি আরো জানান, আজ বুধবার (৩০ জুলাই) সকাল সা‌ড়ে ১১টার দি‌কে তার বাবা জাহাঙ্গীর ভূইয়া ভাড়া চাইতে বিএন‌পি কার্যাল‌য়ে তোতা মেম্বা‌রের কা‌ছে যান। ভাড়া চাইলে তোতা মেম্বার টালবাহানা শুরু ক‌রেন। এ সময় উভ‌য়ের ম‌ধ্যে বাগ‌বিতণ্ডা হয়। এক পর্যা‌য়ে তার বাবাকে তোতা মেম্বার চড় দেন। এ খবর পে‌য়ে তোতা মেম্বা‌রের ছে‌লে খোকন, রা‌সেল, ভা‌তিজা সাদ্দাম, আলমসহ ক‌য়েকজন তার বাবা‌কে বিএন‌পি কার্যাল‌য়ের ভেত‌রে এলোপাতা‌ড়ি মারধর ক‌রেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নি‌য়ে গে‌লে কর্তব্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।
 

ঢাকা/অনিক/বকুল 

সম্পর্কিত নিবন্ধ