যমুনা সেতু: পূর্বপাড়ের যানজটে পশ্চিমে যানবাহনের দীর্ঘ সারি
Published: 5th, June 2025 GMT
যমুনা সেতুর পূর্বপাড়ে টাঙ্গাইল অংশে উনিশ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়েছে পশ্চিমপাড়েও। এই রুটে ঢাকা-রংপুর মহাসড়কের সিরাজগঞ্জের সয়দাবাদ গোলচত্ত্বর পর্যন্ত দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। এই প্রতিবেদন লেখার সময় দুপুর পৌনে ৩টা পর্যন্ত ছিল এমন যানজট। এতে ঢাকা-উত্তরাঞ্চলগামী ঘরমুখো মানুষের চরম ভোগান্তি শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে যমুনা সেতু রক্ষণাবেক্ষণ, পরিচালন ও টোল আদায়কারী কর্তৃপক্ষ বৃহস্পতিবার দুপুর থেকে উত্তরাঞ্চল-ঢাকাগামী যান চলাচল নিয়ন্ত্রণ শুরু করেছে। সেতু কর্তৃপক্ষ সকাল থেকেই থেমে থেমে ঢাকার দিকে যেতে যানবাহনের টোল আদায় কার্যক্রম বন্ধ রাখে।
যমুনা সেতু পশ্চিম থানার ওসি মো.
বগুড়া অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ দুপুরে মুঠোফোনে বলেন, যমুনা সেতুর দুটি লেন দিয়ে সকালে ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী যানবাহনের চাপ বেড়েছে। এ কারণে সেতুর পূর্বদিকে তীব্র যানজট দেখা দেয়। যানজট নিরসনে সেতু কর্তৃপক্ষ সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকাগামী যানবাহনের টোল আদায় বন্ধ রাখে। উভয়দিকেই যানবাহনের চাপ রয়েছে। হাটিকুমরুল মোড় থেকে উত্তরাঞ্চল অভিমুখে যান চলাচলের চাপ থাকলেও আপাতত সমস্যা নেই।
সিরাজগঞ্জ জেলা ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন) মো. মোফাখারুল ইসলাম মিঠু জানান, যমুনা সেতুর পশ্চিমপাড়ে সয়দাবাদে উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী যানবাহনের দীর্ঘ লাইন কিছুটা কমতে শুরু করেছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: স র জগঞ জ য নজট ঈদয ত র র য নজট
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫