ফুটবলের এমন রাত আসে মাঝে মাঝে, তবে হয়তো ফুসরত মেলেনা সবার। এবার ঈদের ছুটি সেই সুযোগ করে দিয়েছে ফুটবল প্রেমীদের। কোনরকম রাত জাগতে পারলেই দেখা যাবে বিশ্ব ফুটবলের তিন তিনটি আকর্ষণীয় ম্যাচ।
বাংলাদেশ সময় রাত ১টায় নেশন্স লিগের সেমিফাইনাল। যেখানে ইউরো চ্যাম্পিয়ন স্পেন মুখোমুখি হবে ফ্রান্সের। সেখানে টেন স্পোর্টস ফাইভে দেখা যাবে ইয়ামাল আর এমবাপ্পের লড়াইটি। ম্যাচটি শেষ হতে হতে রাত তিনটা।
পরের দুই ঘণ্টা অপেক্ষা করতে পারলেই বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের ম্যাচ। ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের এই ম্যাচটি অবশ্য বাংলাদেশ থেকে কোন টেলিভিশন চ্যানেলে দেখার সুযোগ নেই। তবে যারা সিবিএস স্পোর্টস অ্যাপ, প্যারামাউন্ট প্লাস–এসব অনলাইনে লাইভ স্ট্রিমিংয়ে দেখা যাবে আনচলত্তির অধীনে ব্রাজিলের প্রথম ম্যাচটি। সকাল সাতটা বেজে যাবে ম্যাচটি শেষ হতে হতে। ঠিক তখনই আবার শুরু হবে আর্জেন্টিনা-চিলির বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি।
সাত মাস পর আর্জেন্টিনার জার্সি গায়ে মেসিকে দেখার এই সুযোগটি নিশ্চয় হাতছাড়া করবেন না সমর্থকরা। তবে এই ম্যাচটিও বাংলাদেশ থেকে কোনো টেলিভিশন চ্যানেলে দেখার সুযোগ নেই। তবে ফ্যানকোড অ্যাপে দেখা যাবে ম্যাচটি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ টবল আর জ ন ট ন ফ টবল
এছাড়াও পড়ুন:
বৃষ্টিস্নাত রমনায় সবুজের উল্লাস
রমনা উদ্যানের গাছগুলো বৃষ্টিতে ভিজছে, ভিজছে মাটি ও মাটির ওপরের ঘাসগুলো। বর্ষায় রমনার রূপ হয় দেখার মতো। চারদিকে কেবল সবুজ আর সবুজ। বসন্তের মতো ফুল নেই তো কী হয়েছে? আছে শ্যামল রূপ, আছে অপার স্নিগ্ধতা। বুকভরে ধুলাহীন নিশ্বাস নেওয়ার অবকাশ, প্রকৃতির উদার আমন্ত্রণ।
‘পাগলা হাওয়ার বাদল-দিনে’ ঢাকার রমনা পার্কের গাছের পাতাগুলো এখন আরও সবুজ। টলটলে জলের নয়নাভিরাম ঝিলটা টইটম্বুর। ধুলাময়লাহীন পায়ে চলার পথ। আর গাছের পাতার ফাঁকে রয়েছে অজস্র ফুল। কোনোটা লাল, কোনোটা বেগুনি আবার কোনোটা সাদা। বৃষ্টির মধুর আশকারা পেয়ে রমনা পার্কে এখন সবুজের উল্লাস।
এই পার্কটিকে ঢাকার ফুসফুস বলা হয়। এর যথেষ্ট কারণ আছে অবশ্য। এ রকম প্রগাঢ় নিরেট সবুজ এ শহরে কমই আছে। রমনা তাই ঢাকার জনজীবনের স্পন্দন। এটি কেবল একটি পার্ক নয়, বরং নাগরিক জীবনের পরম আনন্দ-আশ্রয়।
সম্প্রতি ‘বৃষ্টি নেশাভরা’ এক বিকেলে অরুণোদয় ফটক দিয়ে রমনা পার্কে প্রবেশ করলাম। অনেকে শরীরচর্চায় ব্যস্ত। কেউ দল বেঁধে করছেন, কেউ একাকী। কোনো দল ব্যায়াম করে ভোরে, কেউ আবার বিকেলে বা সন্ধ্যায়। আবার অনেকে আছেন দুই বেলাই হাঁটাহাঁটি করেন। হাঁটা সেরে কেউ কেউ লেকের পাশে এসে দুদণ্ড জিরিয়ে নেন। লেকে চলছিল বোট।
বর্ষার ফুলের উৎসব
বর্ষা এলেই রমনা পার্ক যেন রঙের নতুন ভাষা শেখে। আমাদের ঋতুচক্র অনুযায়ী, বসন্ত ও গ্রীষ্মকালেই এ দেশে ফোটে অধিকাংশ ফুল। তবে বর্ষারও নিজস্ব কিছু ফুল আছে, আর গ্রীষ্মের কিছু ফুল টিকে থাকে বর্ষা পর্যন্ত। সেদিন রমনায় গিয়ে এমনই কিছু ফুল চোখে পড়ল—বৃষ্টিভেজা পাতার ফাঁকে তাদের রং যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছিল। মনে হলো, প্রকৃতির এই নিঃশব্দ উৎসবেও কত কথা লুকিয়ে থাকে!
রমনার গোলাপবিথি সেদিন দর্শনার্থীদের সবচেয়ে বেশি মনোযোগ কাড়ছিল। সারি সারি ঝোপে ফুটে আছে হরেক রঙের গোলাপ—লাল, সাদা, হলুদ, কমলা, গাঢ় গোলাপি। বর্ষার ভেজায় যেন আরও সতেজ, আরও তাজা হয়ে উঠেছে প্রতিটি পাপড়ি। নরম আলো আর বৃষ্টিজলে ভেজা ফুলগুলোর সৌন্দর্য মোহিত করেছে পথচলার মানুষকে। কেউ থেমে দাঁড়িয়ে ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন—মুঠোফোনে বন্দী হচ্ছে বর্ষার রঙিন রমনা।
এটি কেবল একটি পার্ক নয়, বরং নাগরিক জীবনের পরম আনন্দ-আশ্রয়।