গ্রেটা থুনবার্গকে ছেড়ে দিয়েছে ইসরায়েল
Published: 10th, June 2025 GMT
পরিবেশবাদী কর্মী গ্রেটা থুনবার্গকে ছেড়ে দিয়েছে ইসরায়েল। এরই মধ্যে তিনি সুইডেনের উদ্দেশে ইসরায়েল ছেড়েছেন। ইসরায়েলের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। সূত্র: এএফপি
মঙ্গলবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গ্রেটা থুনবার্গ ফ্রান্স হয়ে সুইডেনের উদ্দেশে ইসরায়েল ত্যাগ করেছেন।
এর আগে গাজাগামী একটি ত্রাণবাহী জাহাজ আন্তর্জাতিক জলসীমা থেকে জব্দ করে ইসরায়েল। ওই জাহাজে গ্রেটা থুনবার্গসহ ১২ জন মানবাধিকার কর্মী ছিলেন। পরে তাদের ইসরায়েলে নিয়ে যাওয়া হয়।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জান-নোয়েল ব্যারো জানান, জাহাজটিতে থাকা ফরাসি ছয়জন নাগরিকের মধ্যে একজন স্বেচ্ছায় ইসরায়েল ছাড়তে সম্মত হয়েছেন, বাকিরা আদালতের মুখোমুখি হবেন।
তিনি আরও বলেন, একজন স্বেচ্ছায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সে আজই ফিরবে। বাকি পাঁচজনকে জোরপূর্বক বহিষ্কারের প্রক্রিয়ার মধ্যে রাখা হবে।
মঙ্গলবার ভোরে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওই কর্মী দলটি তাদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার জন্য বেন গুরিয়ন বিমানবন্দরে পৌঁছেছে।
যারা বহিষ্কারের নথিপত্রে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানাবে, তাদের আদালতের সামনে হাজির করা হবে বলেও জানানো হয়।
ফরাসি, জার্মান, ব্রাজিলিয়ান, তুর্কি, সুইডিশ, স্প্যানিশ ও ডাচ কর্মীরা থাকা ওই নৌযাত্রার উদ্দেশ্য ছিল গাজার ওপর ইসরায়েলি অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছানো।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইসর য় ল গ র ট থ নব র গ ইসর য় ল ইসর য
এছাড়াও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে জেলা শহর রেলগেইট সংলগ্ন এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। তার নাম-পরিচয় জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক কাউসার আলম জানান, দুপুর ২টার দিকে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে চট্টগ্রামের দিকে রওনা হয়। রেলগেটের কাছাকাছি একজন ব্যক্তি এই ট্রেনে কাটা পড়ে নিহত হন।
তিনি আরো জানান, মারা যাওয়া ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হচ্ছে। অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আরো পড়ুন:
গাজীপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
ঝিনাইদহে তুচ্ছ কারণে ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ