পরিবেশবাদী কর্মী গ্রেটা থুনবার্গকে ছেড়ে দিয়েছে ইসরায়েল। এরই মধ্যে তিনি সুইডেনের উদ্দেশে ইসরায়েল ছেড়েছেন। ইসরায়েলের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। সূত্র: এএফপি

মঙ্গলবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গ্রেটা থুনবার্গ ফ্রান্স হয়ে সুইডেনের উদ্দেশে ইসরায়েল ত্যাগ করেছেন।

এর আগে গাজাগামী একটি ত্রাণবাহী জাহাজ আন্তর্জাতিক জলসীমা থেকে জব্দ করে ইসরায়েল। ওই জাহাজে গ্রেটা থুনবার্গসহ ১২ জন মানবাধিকার কর্মী ছিলেন। পরে তাদের ইসরায়েলে নিয়ে যাওয়া হয়।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জান-নোয়েল ব্যারো জানান, জাহাজটিতে থাকা ফরাসি ছয়জন নাগরিকের মধ্যে একজন স্বেচ্ছায় ইসরায়েল ছাড়তে সম্মত হয়েছেন, বাকিরা আদালতের মুখোমুখি হবেন।

তিনি আরও বলেন, একজন স্বেচ্ছায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সে আজই ফিরবে। বাকি পাঁচজনকে জোরপূর্বক বহিষ্কারের প্রক্রিয়ার মধ্যে রাখা হবে।

মঙ্গলবার ভোরে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওই কর্মী দলটি তাদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার জন্য বেন গুরিয়ন বিমানবন্দরে পৌঁছেছে।

যারা বহিষ্কারের নথিপত্রে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানাবে, তাদের আদালতের সামনে হাজির করা হবে বলেও জানানো হয়।

ফরাসি, জার্মান, ব্রাজিলিয়ান, তুর্কি, সুইডিশ, স্প্যানিশ ও ডাচ কর্মীরা থাকা ওই নৌযাত্রার উদ্দেশ্য ছিল গাজার ওপর ইসরায়েলি অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছানো।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইসর য় ল গ র ট থ নব র গ ইসর য় ল ইসর য

এছাড়াও পড়ুন:

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, আক্রান্ত ৩২৯

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন ৩২৯ জন।

রবিবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৩ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুই জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন রয়েছেন।

আরো পড়ুন:

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫১

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪৮

২৪ ঘণ্টায় ৩১০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট ছয় হাজার ৮১৭ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ২২ জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে সাত হাজার ৭৫৮ জন। এর মধ্যে ৫৯ দশমিক এক শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক নয় শতাংশ নারী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে মৃত একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩২ জন মারা যান।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন।

ঢাকা/সাইফ

সম্পর্কিত নিবন্ধ

  • মোসাদের সঙ্গে জড়িত থাকার দায়ে ইরানে আরও একজনের ফাঁসি 
  • ব্যাংক হিসাব জব্দের সংবাদে নাম বিভ্রাট, বিশেষ বার্তা দিলেন তিশা
  • সোহানকে না রাখার যে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক
  • আমার নাম ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ উদ্দেশ্যপ্রণোদিত: তিশা
  • আমার নাম ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ উদ্দেশ্যপ্রণোদিত: তিশা
  • কে ছিলেন ইমাম নববি
  • সুনামগঞ্জে সেনাবাহিনীর অভিযানে গোলাগুলি, একজনের মরদেহ উদ্ধার 
  • ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৯ জন
  • করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় মৃত্যু ৫
  • ডেঙ্গু: ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, আক্রান্ত ৩২৯