এয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Published: 10th, June 2025 GMT
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (১০ জুন) যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিচ্ছেন।
এদিন স্থানীয় সময় দুপুর ১২টায় লন্ডনের একটি হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়ার্শ। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে।
বৈঠকে উড়োজাহাজ প্রযুক্তি, সম্ভাব্য বিনিয়োগ এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বৈঠকে দুই পক্ষই ভবিষ্যতে অ্যাভিয়েশন খাতে প্রযুক্তিগত অগ্রগতি ও অংশীদারিত্ব নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করে।
আরো পড়ুন:
সংবাদ সম্মেলনে ফখরুল
প্রধান উপদেষ্টা-তারেক রহমান বৈঠক নতুন ‘ডাইমেনশন’ তৈরি হতে পারে
রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের হামলায় যুক্তরাজ্য ১০০ শতাংশ জড়িত: মস্কো
এর আগে, প্রধান উপদেষ্টা দুপুর ১২টা ৩০মিনিটে মেনজিস অ্যাভিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশ নেন। সেখানে বিমানবন্দরে যাত্রীসেবা, নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন এবং অপারেশনাল কার্যক্রমের উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
বিকেল ২টায় তিনি অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (APPG) সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন, যা রাজনৈতিক ঐকমত্য ও আন্তর্জাতিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে কমনওয়েলথ সেক্রেটারি জেনারেলের সঙ্গে তার আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা, টেকসই উন্নয়ন ও অভিন্ন কৌশলগত লক্ষ্য নিয়ে আলোচনা হবে।
প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, এসব বৈঠকের মূল উদ্দেশ্য হলো বৈশ্বিক অংশীদারিত্বকে আরো শক্তিশালী করা এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করা।
ঢাকা/হাসান/সাইফ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর য ক তর জ য
এছাড়াও পড়ুন:
লিবিয়া থেকে দেশে ফিরল ১৫৮ বাংলাদেশি
অবৈধ পথে গিয়ে লিবিয়ায় আটকেপড়া ১৫৮ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
মঙ্গলবার ভোর ৫টা ৪৮ মিনিটে বুরাক এয়ারের (ইউজেড ২২২) বিশেষ ফ্লাইটে লিবিয়ার রাজধানী ত্রিপোলির তাজোরা ডিটেনশন সেন্টার থেকে তারা ঢাকা পৌঁছান।
এর আগে, লিবিয়ার স্থানীয় সময় সোমবার দুপুর ২টা ১০ মিনিটে ত্রিপোলির মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুরাক এয়ারের বিশেষ ফ্লাইটে (নম্বর: UZ222) ঢাকার উদ্দেশে রওয়ানা হন তারা।