আইসিসি টুর্নামেন্টের নকআউট ম্যাচ মানেই যেন দক্ষিণ আফ্রিকার হৃদয় ভাঙার গল্প। আজ লর্ডসে শুরু হতে যাওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগেও অবধারিতভাবে উঠেছে প্রশ্নটি, আবারও ‘চোক’ করবে না তো প্রোটিয়ারা? প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বলেই সে শঙ্কাটা বেশি। অন্যদিকে শিরোপা ধরে রাখার মিশনে নামছেন কামিন্স-স্মিথরা। তবে এবার বেশ আত্মবিশ্বাসী বাভুমা-রাবাদারা। এই শিরোপার জন্য মরিয়া হয়ে মাঠে নামবেন তারা। লর্ডসের এই ফাইনালে পাঁচ দিনই বৃষ্টির শঙ্কা রয়েছে। বৃষ্টির জন্য এক দিন রিজার্ভ ডে রয়েছে। এর পরও খেলা না হলে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিডির কাছে আইসিসি ডিজিটাল জানতে চেয়েছিল, তাদের কাছে এই ফাইনালের গুরুত্ব কতটুকু? ডানহাতি এ পেসারের জবাব, ‘এটা ভাষায় প্রকাশ করতে পারব না। এই শিরোপা বাড়ি নিয়ে যাওয়াটা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো বিষয়। গত কয়েক বছরে আমরা বেশ কয়েকটি টুর্নামেন্টে শিরোপা কাছাকাছি গিয়েছি। এবার যদি চ্যাম্পিয়ন হতে পারি, তাহলে দারুণ হবে সেটা।’ 

কেন এতটা মরিয়া হয়ে ট্রফিটা চাইছেন, সে ব্যাখ্যাও দিয়েছেন এনগিডি, ‘আসল ক্রিকেট তো এটাই (টেস্ট)। লাল বলের ক্রিকেটের প্রতি আমাদের গুরুত্ব রয়েছে। এই শিরোপা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের চেহারা পাল্টে দিতে পারে।’ টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে ২৫ বছরের শিরোপা খরা ঘোচাতে চান তারা।

এই ফাইনালের জন্য আগেভাগেই একাদশ ঘোষণা করেছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। দলে আছেন গত দুই বছর দক্ষিণ আফ্রিকার পক্ষে টেস্টে সর্বোচ্চ রান করা রায়ান রিকেলটন। এ ছাড়া বাভুমার সঙ্গে ব্যাটিং লাইনে আরও আছেন এইডেন মার্করাম, ত্রিস্তান স্টাবস ও উইকেটকিপার কাইল ভেরেনে। প্রোটিয়া একাদশে অলরাউন্ডারের ছড়াছড়ি। মুল্ডার, বেডিংহাম, ইয়ানসেন পেস অলরাউন্ডার। এর মধ্যে মুল্ডার তিন নম্বরে ব্যাটিং করবেন বলে জানিয়ে দিয়েছেন প্রোটিয়া অধিনায়ক। স্পেশালিস্ট স্পিনার আছেন কেশব মহারাজ এবং দুই পেসার কাগিসু রাবাদা ও লুঙ্গি এনগিডি।

ফাইনালের একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়াও। গত আসরে ভারতকে হারিয়ে শিরোপা জেতা অসি একাদশেও পেস অলরাউন্ডারের ছড়াছড়ি। ক্যামেরন গ্রিন, বিউ ওয়েবস্টারের সঙ্গে প্যাট কামিন্স, মিচেল স্টার্করা ভালোই ব্যাট চালাতে জানেন। তাদের সঙ্গে আছেন দীর্ঘদেহী পেসার জশ হ্যাজেলউড। দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার নাথান লায়ন। আর স্পেশালিস্ট ব্যাটসম্যান হলেন উসমান খাজা, মারনস ল্যাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড ও উইকেটকিপার ব্যাটার অ্যালেক্স ক্যারি। এর মধ্যে খাজার সঙ্গে ওপেন করবেন ল্যাবুশেন। ডেভিড ওয়ার্নারের অবসরের পর ১৭ মাস ধরে ওপেনিং সমস্যায় আছে অসিরা। অস্ট্রেলিয়ার এ দুর্বলতা কাজে লাগাতে মরিয়া চেষ্টা চালাবে প্রোটিয়ারা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ ইন ল র

এছাড়াও পড়ুন:

সিপিএলে সাকিব

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দেখা যাবে সাকিব আল হাসানকে। অ‌্যান্টিগা অ‌্যান্ড বারবুডা ফ‌্যালকনসের হয়ে খেলবেন সাকিব। সিপিএল কর্তৃপক্ষ নিজেদের ফেসবুক পেইজে এই তথ‌্য নিশ্চিত করেছে। 

কিছুদিন আগে সাকিব পাকিস্তান সুপার লিগে খেলেছিলেন। এবার খুলল তার সিপিএলের দরজা। আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ না থাকায় তাকে ফ্রাঞ্চাইজি ক্রিকেটেই খেলতে হবে। 

দুই বছর পর সাকিবকে দেখা যাবে সিপিএলে। সর্বশেষ ২০২২ সালে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলেছিলেন। সিপিএলে এখন পর্যন্ত তিনটি দলের হয়ে পাঁচ মৌসুম খেলেছেন বিশ্বের অন‌্যতম সেরা অলরাউন্ডার। ২০১৩ ও ২০১৯ সালে বার্বাডোজ ট্রাইডেন্টস এবং ২০১৬ ও ২০১৭ সালে জ্যামাইকা তালাওয়াসে। পাঁচ বছর পর সবশেষ ২০২২ সালে খেলেছিলেন। এবার তিন বছর পর নতুন আরেকটি দলে তাকে দেখা যাবে। 

আরো পড়ুন:

শেয়ারবাজারের শত কোটি টাকা আত্মসাৎ: সাকিবসহ ১৫ জনের বিরু‌দ্ধে মামলা

সাকিবসহ ২৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

২০১৩ সালে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর বিপক্ষে ৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন। যা সিপিএলে এখন পর্যন্ত সেরা বোলিং। সব মিলিয়ে সিপিএলে ৩৬ ম্যাচ খেলেছেন সাকিব। রান করেছেন ৪৪৮। উইকেট নিয়েছেন ৩৭টি। 

আগামী ১৪ আগস্ট থেকে শুরু সিপিএল। উদ্বোধনী ম‌্যাচেই মাঠে নামবে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস ও সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ