সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওচিত্র ব্যাপক ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় এক বৃদ্ধ পশুর হাটে পশু বিক্রি করে পাওয়া জাল টাকার বান্ডেল হাতে নিয়ে কান্না করছেন। জানা গেছে ওই ব্যক্তির নাম রইস উদ্দিন। তিনি নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা। ৫ জুন বৃহস্পতিবার রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে নিজের পোষা গরুটি ১ লাখ ২৩ হাজার টাকা দামে বিক্রি করেন রইচ উদ্দিন। কিন্তু সেখানেই জালিয়াতির শিকার হন তিনি। রইস উদ্দিনকে জাল টাকার বান্ডেল ধরিয়ে দিয়ে চলে যান ক্রেতা। অবস্থা বুঝতে পেরে পশুর হাটেই কান্নায় ভেঙে পড়েন রইস। 

বৃদ্ধ রইস উদ্দিনের কান্নার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেকে ব্যথিত হন আবার অনেকেই তার দিকে আর্থিক সাহায্যর হাত বাড়িয়ে দেন। রইস উদ্দিনকে সাহায্যের ইচ্ছা পোষণ করেন চিত্রনায়িকা অপু বিশ্বাসও। তিনি আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন নামের একটি সংগঠনের মাধ্যমে ক্ষতিগ্রস্থ সেই বৃদ্ধের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। কিন্তু পরে জানতে পারেন রইস উদ্দিনকে অনেকেই আর্থিক সহায়তা দিয়েছেন, ফলে তিনি তার ক্ষতি কাটিয়ে উঠতে পেরেছেন। অপু বিশ্বাস আরেকটি প্রস্তাব করেন, তাহলো রইস উদ্দিনের নিজের কোনো ইচ্ছা অপূরণ থাকলে তিনি তা পূরনে সহযোগিতা করতে চান। 

সোশ্যাল মিডিয়ায় আপনারা সকলেই হয়তো দেখেছেন, উনি গরু বিক্রি করেছেন কিন্তু উনি জাল টাকা পেয়েছেন। আমার মনে হয় এই ‍দৃশ্য দেখে সবাই ব্যথিত হয়েছেন। আসলে একজন মানুষ দূর-দূরান্ত থেকে পশু নিয়ে এসে-সেই পশু বিক্রি করে প্রাপ্ত টাকা পরিবারের কাছে নিয়ে যাবেন। কিন্তু উনি সেটা পারেননি। এটা দেখে আমার খুব খারাপ লেগেছে। কিন্তু আমি কোনোভাবে উনাকে রিচ করতে পারছিলাম না। 

আরো পড়ুন:

ঈদের ষষ্ঠ দিন ছোট পর্দার নাটক-টেলিফিল্ম

শতাধিক দেশ থেকে ‘ব্যাচেলর পয়েন্ট’ দেখছেন দর্শক

একদিন সোশ্যাল মিডিয়ায় নাসির ভাই (মুহাম্মদ নাছির উদ্দিন)
ভাইয়ের ফেসবুক ঘেটে দেখলাম উনি আসলে অনেক মানুষের জন্য কাজ করেন। আমি উনাকে ফেসবুকে নক দিলাম। 

অপু বিশ্বাস জানান, মোহাম্মদ নাছির উদ্দিনের কাছে তিনি ওই ব্যক্তিকে সহযোগিতা করার ইচ্ছা পোষণ করেন। এরপর জানতে পারেন ওই ব্যক্তিকে অন্য অনেকে সহযোগিতা করেছেন। যা প্রায় গরু বিক্রি করে পাওয়া টাকার সমান প্রায়।

অপু বিশ্বাস বলেন, ‘আমি সবকিছু জেনে নাছির ভাইকে বলে দিয়েছি, উনি যদি হজ করতে চান বা কোনো কাজ করতে চান, তাহলে আমার লোক গিয়ে সেই কাজটি করে দেবেন।’’

অপু বিশ্বাস আরও বলেন, ‘‘রইছ চাচা বলেছেন আমিতো একজন মুসলমান -যদি হজের জায়গায় যেতে পারতাম তাহলে মরে গিয়েও শান্তি পেতাম। কিন্তু হজে যেতে তো অনেক টাকা লাগে।’’

এখন ওমরাহ করার সিদ্ধান্ত নিয়েছেন রইছ উদ্দিন।  যেহেতু উনার পাসপোর্ট নাই, সেক্ষেত্রে আগে পাসপোর্ট করার ব্যবস্থা করে দিয়েছেন অপু বিশ্বাস।

অপু বিশ্বাস বলেন, ‘‘আগে কিছু টাকা বিকাশে পাঠানো হয়েছে পাসপোর্ট করার জন্য। পাসপোর্ট রেডি হওয়ার পর, ভিসা, হোটেল সবকিছুর ব্যবস্থা করে দেবো। ’’

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অপ ব শ ব স

এছাড়াও পড়ুন:

যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান বেলাল হোসেন

যমুনা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক মো. বেলাল হোসেন সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি দেশের একজন সফল উদ্যোক্তা। খবর বিজ্ঞপ্তি

যমুনা ব্যাংকের ওয়েবসাইটের তথ্যানুসারে, মো. বেলাল হোসেন ১৯৫৬ সালে নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। ব্যবসা-বাণিজ্যের জগতে তাঁর পরিবারের দেশ-বিদেশে সুনাম আছে। পরিবারের মালিকানাধীন বৃহৎ আমদানিকারক প্রতিষ্ঠান ছাড়াও আছে নানা ধরনের ক্ষুদ্র ও বৃহৎ খাদ্যশস্য শিল্প। তিনি একজন বিশিষ্ট আমদানিকারক ও রপ্তানিকারক। বর্তমানে তিনি বেলকন কোম্পানি প্রাইভেট লিমিটেড, বিএইচ হাইটেক ফুড ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, নাদিয়া ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড ও বিএইচ স্পেশালাইজড কোল্ডস্টোরেজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বেলাল হোসেন নওগাঁ, দিনাজপুর ও হিলি অঞ্চলের বিভিন্ন ক্রীড়া ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। ২০০৪ সালে তিনি বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতির কাছ থেকে অতীশ দীপঙ্কর গবেষণা পরিষদের এডিজিপি ফেলো মেম্বারশিপ সম্মাননা লাভ করেন। ২০০৫ সালে এফএনএস বিজনেস অ্যাওয়ার্ডে সেরা কৃষিভিত্তিক শিল্প উদ্যোক্তা হিসেবে স্বীকৃতি পান।

বেলাল হোসেন নওগাঁ রাইস মার্চেন্ট অ্যাসোসিয়েশন, নওগাঁ এবং বাংলাদেশ অটো মেজর ও হাসকিং মিল মালিক সমিতি, ঢাকার কার্যনির্বাহী সদস্য।

সম্পর্কিত নিবন্ধ

  • নামতে গেলেই চালক বাস টান দিচ্ছিলেন, পরে লাফিয়ে নামেন
  • তানজানিয়ার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ফের বিজয়ী সামিয়া
  • আমার স্ত্রী খ্রিষ্টধর্ম গ্রহণ করছেন না: জেডি ভ্যান্স
  • নির্বাচন সামনে রেখে সরকারের ৩১ বিভাগকে প্রস্তুতির নির্দেশ ইসির
  • কর্মদিবসের শেষ দিনে প্রধান শিক্ষকের মৃত্যু
  • প্রশিক্ষকদের দায়িত্বে উদাসীনতাসহ যেসব অসংগতি উঠে এল প্রাথমিক তদন্তে
  • চবি ছাত্রদলের ৪২০ জনের কমিটিতে নারী মাত্র ১১
  • চলন্ত গাড়ির নিচে পড়েও অক্ষত অবস্থায় ফিরল ৩ বছরের শিশুটি
  • মানবাধিকার কমিশনকে শক্তিশালী ও কার্যকর করতে নতুন অধ্যাদেশ অনুমোদন
  • যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান বেলাল হোসেন