লর্ডসে গতকাল শুরু হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, খেলছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ওই ফাইনাল শেষ হওয়ার পর ১৭ জুন থেকে শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র। চক্র শুরু হচ্ছে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের দুই টেস্ট দিয়েই।

সেই সফরে যাওয়ার আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন আজ মিরপুরে কথা বললেন সংবাদ সম্মেলনে। অস্ট্রেলিয়া–দক্ষিণ আফ্রিকা ম্যাচের প্রসঙ্গ টেন ‘বাংলাদেশ কোনো একদিন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে, এমন স্বপ্ন কি দেখা যায়’—এমন প্রশ্ন করা হলো নাজমুলকে।  

এমন প্রশ্নের উত্তরে বাস্তবের জমিনেই রইলেন নাজমুল। জানিয়ে দিলেন এখনই এমন চিন্তা–ভাবনা শুরু করলে সেটি বোকামি ছাড়া আর কিছু হবে না, ‘এটা তো অনেক অনেক বড় স্বপ্ন। এত দূরে যদি আমি এখনই চিন্তা করি, তাহলে আমার মনে হয় বোকামি হবে। অল্প অল্প করে যদি এগোতে পারি তাহলে ভালো। কারণ, আপনি যদি দেখেন, আমরা যখন শুরু করেছিলাম, এর আগের চক্রে আমরা একটা ম্যাচ জিতেছিলাম, গত চক্রে আমরা চারটা ম্যাচ জিতেছি। আমাদের একটু উন্নতি হয়েছে। লক্ষ্য থাকবে যে এই চক্রে কীভাবে আরও একটা-দুইটা ম্যাচ বেশি জিততে পারি।’

এখনই ভাবতে না চাইলেও কোনো একদিন ফাইনাল খেলার স্বপ্ন যে দেখেন সেটি জানিয়ে দিলেন নাজমুল, ‘এভাবে অল্প অল্প করে যদি এগোতে পারি, একটা সময় হয়তো বাংলাদেশ দল ফাইনাল খেলবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরের দুই বছরের মধ্যে গত চক্রের চেয়ে কীভাবে ভালো ফল করা যায়।’

সর্বশেষ চক্রে বাংলাদেশ চারটি ম্যাচ জিতে শেষ করেছিল সাতে থেকে। তাদের নিচে ছিল পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। এবার জয়ের সংখ্যা আরও বাড়ানোর লক্ষ্য নাজমুলের। গতবার চার জয়ের তিনটিই বাংলাদেশ পেয়েছিল দেশের বাইরে। ঘরের মাঠে ছয় ম্যাচে মাত্র একটিই জিতেছিল বাংলাদেশ, নিউজিল্যান্ডের বিপক্ষে।

এই ব্যর্থতা কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ নিয়েছেন নাজমুলও, ‘আমার মনে হয় যে ঘরের মাঠের ম্যাচগুলো জিততে হবে আমাদের। আমরা খুবই বাজে ক্রিকেট খেলেছিলাম গতবার ঘরের মাঠে। যদি দেশের মাটিতে আরেকটি ভালো খেলতে পারতাম দেশের মাটিতে, তাহলে হয়তো জয়ের সংখ্যাট আরেকটু বাড়ত। চিন্তা তো এটাই ঘরের মাঠের টেস্টগুলো কীভাবে জিততে পারি। ঘরের মাঠে যখন টেস্ট হবে, তখন আসলে ওভাবে আরেকটু নির্দিষ্ট পরিকল্পনা করে খেলব। বাইরে ভালো হয়েছে, এই আত্মবিশ্বাসটা কাজে দেবে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ঘর র ম ঠ ফ ইন ল

এছাড়াও পড়ুন:

অবশেষে ক্যাম্প ন্যুতে ফিরছে বার্সেলোনা, তবে…

অবশেষে ঐতিহ্যবাহী ক্যাম্প ন্যু স্টেডিয়ামে ফিরছে বার্সেলোনা। ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, খুব শিগগিরই তারা সমর্থকদের জন্য উন্মুক্ত অনুশীলনের আয়োজন করবে। নতুন রূপে সাজানো ক্যাম্প ন্যুতে মাঠে নামবে দল, আর গ্যালারিতে বসে তা দেখবেন সমর্থকেরা। তবে এখনই এই মাঠে কোনো ম্যাচ খেলবে না বার্সা।

লা লিগার চ্যাম্পিয়নরা আপাতত অনুমতি পেয়েছে ২৫ হাজার ৯৯১ দর্শক নিয়ে ক্যাম্প ন্যুতে খেলা আয়োজনের। তবে বার্সেলোনা এখনই ঘরের মাঠে ফিরছে না। ৪৫ হাজার ৪০১ দর্শককে জায়গা দেওয়ার অনুমতি চেয়েছে লিগ কর্তৃপক্ষের কাছে। আশা করছে, আরও কিছু সংস্কারের পর সেই অনুমতি মিলবে।

প্রায় ৯০০ দিন পর ক্যাম্প ন্যুতে প্রথম আনুষ্ঠানিক অনুশীলন করবে বার্সেলোনা

সম্পর্কিত নিবন্ধ

  • অনলাইনে ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার’ শেষ হচ্ছে আজ, ‘ঘুরে আসুন’ এখনই
  • সিডনির হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনই ভারতে ফিরতে পারছেন না আইয়ার
  • কুষ্টিয়ায় রেলসেতুর নিচে নারীর মরদেহ, ছেলের দাবি হত্যা
  • অবশেষে ক্যাম্প ন্যুতে ফিরছে বার্সেলোনা, তবে…