মানবাধিকারসহ ৫ বিষয়ে এনসিপির ৫ সেল গঠন
Published: 12th, June 2025 GMT
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মানবাধিকার, রাজনৈতিক কর্মশালা, জনসংযোগ ও সদস্য সংগ্রহ, কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়ন এবং প্রান্তিক জনগোষ্ঠী বিষয়ক সেল গঠন করেছে। পৃথক পাঁচ সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সেল গঠনের তথ্য জানানো হয়।
প্রান্তিক জনগোষ্ঠী বিষয়ক সেল সম্পাদক হয়েছেন মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, সহসম্পাদক হয়েছেন কৈলাস চন্দ্র রবিদাস এবং সদস্য হিসেবে রয়েছেন মো.
মানবাধিকারবিষয়ক সেলের সম্পাদক হয়েছেন মোশফিকুর রহমান জোহান, সহসম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মনজিলা ঝুমা এবং সদস্য হিসেবে রয়েছেন ইমন সৈয়দ, নফিউল ইসলাম, আব্দুল্লাহ আল মুহিম, মুনতাসির মাহমুদ, আশিকিন আলম, খান মুহাম্মদ মুরসালীন, নাভিদ নওরোজ শাহ, এহসানুল মাহবুব জোবায়ের (স্বন্দীপ) ও মোহাম্মদ মনিরুজ্জামান।
জনসংযোগ ও সদস্য সংগ্রহ সেলের সম্পাদক হয়েছেন মশিউর রহমান, সহসম্পাদক হয়েছেন তামিম আহমেদ এবং সদস্য হয়েছেন মিয়াজ মেহরাব তালুকদার, সাকিব শাহরিয়ার, আব্দুল্লাহ আল মনসুর, নয়ন আহমেদ, আব্দুর রহমান, মো. রফিকুল ইসলাম কনক, জায়েদ বিন নাসের।
রাজনৈতিক কর্মশালাবিষয়ক সেলের সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ফরিদুল হক, সহসম্পাদক হয়েছেন সাইদ উজ্জ্বল, সদস্য হয়েছেন মোহাম্মদ মিরাজ মিয়া, মুশফিক উস সালেহীন, ফয়সাল মাহমুদ শান্ত, এস এম শাহরিয়ার, মুনতাসির মাহমুদ, নফিউল ইসলাম, এম এম শোয়াইব, মেহেরাব হোসেন সিফাত, আসাদুল ইসলাম মুকুল, আবু সাঈদ মুসা, আশিকিন আলম ও তাজনূভা জাবীন।
কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়ন সেলের সম্পাদকের দায়িত্ব পেয়েছেন অনিক রায়, সহসম্পাদক হয়েছেন মো. রাসেল আহমেদ এবং সেলটির সদস্য হিসেবে রয়েছেন মো. নিজাম উদ্দিন, আকরাম হুসাইন, হুমায়রা নূর, মশিউর রহমান, মো. আবু সায়েদ লিয়ন, খায়রুল কবির, ইমরান ইমন, উমর বিন সালেহ, মো. আরিফুল দাড়িয়া, সাইফুল ইসলাম, আহমেদুর রহমান তনু ও মো. সোহেল রানা।
এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা সংবাদমাধ্যমে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে এসব সেল গঠন করা হয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: এনস প ব ষয়ক স ল ম হ ম মদ ল ইসল ম র রহম ন সদস য হ স ল গঠন আহম দ
এছাড়াও পড়ুন:
দরজার ক্যামেরায় ‘এলিয়েন’
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক নারীর বাড়ির দরজায় লাগানো ক্যামেরায় (ডোরবেল ক্যামেরা) ধরা পড়েছে এক ‘রহস্যময়’ অবয়ব, যা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে এলিয়েন বা ভিনগ্রহের প্রাণী নিয়ে নানা জল্পনা।
ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার কম্পটন এলাকায়। স্থানীয় বাসিন্দা জেসিকা ওর্তিজ তাঁর বাড়ির বাইরের দিকের দরজায় লাগানো ক্যামেরায় ধারণ করা ভিডিওর একটি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। এতে দেখা যায়, রাতে বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছে অস্বাভাবিক আকৃতির একটি ছায়ামূর্তি।
ভিডিও দেখে তাঁর ছেলে তাঁরই মতো হতভম্ব হয়ে গেছে বলে উল্লেখ করেন এই নারী। সংবাদমাধ্যম এনবিসি লস অ্যাঞ্জেলেসকে ওর্তিজ বলেন, ‘আমার ছেলে বিছানা থেকে উঠে পরপর তিনবার ভিডিওটা চালায়। শেষবার দেখে বলে ওঠে, “মা, এটা একটা এলিয়েন। পুলিশে ফোন করো।”’ জবাবে তিনি বলেন, ‘এলিয়েনের জন্য পুলিশ ডাকব? লোকে তো আমাকে পাগল ভাববে!’
ইনস্টাগ্রামে ভিডিওটি ১০ লাখের বেশিবার দেখা হয়েছে। সামাজিক যোগাযোগের অন্যান্য মাধ্যমেও ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
ভিডিওর নিচে মন্তব্যের ঘরে কেউ কেউ বলেছেন, এটি এলিয়েন বা অন্য কোনো রহস্যময় প্রাণী হতে পারে। কেউ আবার এমন ধারণাও প্রকাশ করেছেন, এটি হয়তো কোনো মানুষ, যাঁর মাথায় টুপি ছিল বা তিনি হালকা রঙের ব্যাগ কাঁধে নিয়ে চলে যাচ্ছিলেন। দূর থেকে ক্যামেরায় তা এলিয়েনসদৃশ ছায়া তৈরি করেছে।
তবে এ পর্যন্ত কেউই নিশ্চিতভাবে বলতে পারেননি যে এই ছায়ামূর্তির প্রকৃত উৎস কী। এখনো ভিডিওর রহস্যময় অবয়বের বিষয়টি অমীমাংসিতই রয়ে গেছে। ওর্তিজ বলেন, ‘আমার ধারণা, এটা এলিয়েনই। আমি বিশ্বাস করি, সৃষ্টিকর্তা এতটাই সৃজনশীল যে শুধু আমাদের দিয়েই জীবন সৃষ্টি থেমে যেতে পারে না।’
পৃথিবীর বাইরেও প্রাণের অস্তিত্ব থাকা নিয়ে মানুষের মধ্যে নানা ধরনের বিশ্বাস আছে। কেউ কেউ বিশ্বাস করেন যে পৃথিবীর বাইরেও প্রাণের অস্তিত্ব আছে। তারা মাঝেমধ্যে পৃথিবীতে আসে। তাদের এলিয়েন বা ভিনগ্রহের প্রাণী বলা হয়। বিভিন্ন সময় বিভিন্ন স্থানে এই এলিয়েন দেখতে পাওয়ার দাবি করা হয়েছে। তবে বৈজ্ঞানিকভাবে এখন পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত কিছু বলা হয়নি।