‎নারায়ণগঞ্জ জেলা  বিএনপি আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‎বিগত  সময় ন্যায় অন্যায়র পাথর্ক ছিলো না। ন্যায় করলেও ন্যায় অন্যায় করলেও ন্যায়। কথা বলা যেতো  না।

আইন ছিলো না, বিচার ছিলো না। পুলিশি ব্যবস্থা ছিলো না সব একাকার হয়ে গেছিলো না। কে যে পুলিশ কে যে আদালত কোথায় বিচার কোথায় আচার কোনো কিছ্ইু ছিলো না। 

কে প্রধানমন্ত্রী, কে এমপি কে কাউন্সিলর এগুলোর মধ্যে মানুষ জানতো না । একটা আওয়ামী লীগের চেলা সেও প্রধানমন্ত্রী, এমপি সমান ক্ষমতা দেখাতো। পলিটিকেলে নাম নাই শুধু বলতো জংয় বাংলা তোর জমিটা আমার লাগবো। তোর পকেটে কত টাকা আছে, মোবাইলটা আমার পছন্দ হইছে। জনগণ এখন আর এসব চায় না। মানুষ এখন পরির্বতন চায়।

‎‎বৃহস্পতিবার (১৯ জুলাই) নাসিক ১০ ওয়ার্ডে পাঠানটুলী এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খাদ্য- সামগ্রী বিতরণ দোয়া ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে তিনি এ কথা বলেন।

‎এ সময় মামুন মাহমুদ বলেন, গত ১৫ বছর ধরে ফ্যাসিস্ট সরকার মানুষের ভোট, মতপ্রকাশ ও চলাফেরার স্বাধীনতা হরণ করেছে। এমনকি রাস্তায় চললেও মানুষ ভয় পেত। তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছে। ‎

‎মহানগর যুবদলের সদস্য মো.

এরশাদ আলীর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন।

‎এতে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূঁইয়া, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান, বিএনপি নেতা মাসুদুর রহমান মাসুদ, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সদস্য সচিব সোহেল রহমান, বিএনপি নেতা মো. কবির হোসেন, যুবদল নেতা দুলাল মিয়া, বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ আওয় ম ল গ ব এনপ র রহম ন

এছাড়াও পড়ুন:

‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে জিসান-রাব্বী-তোফায়েল

দ্বিতীয়বারের মতো ‘টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ’ খেলতে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ ‘এ’ দল। এই প্রতিযোগিতার জন‌্য সোমবার ১৬ সদস‌্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন‌্য অধিনায়ক করা হয়েছে কাজী নুরুল হাসান সোহানকে। এই দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ নাঈম, হাসান মাহমুদ। সবশেষ জাতীয় দলের স্কোয়াডে ছিলেন দুই ক্রিকেটার।

এছাড়া তরুণ ক্রিকেটারদের মধ‌্যে জিসান আলম, তোফায়েল আহমেদ, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বী, মুশফিক হাসান ও রিপন মন্ডলকেও রাখা হয়েছে।  

বাংলাদেশ ‘এ’ দল আগামী ৭ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিবে। এই সিরিজে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে পাকিস্তান শাহীনস (‘এ’ দল) ও নেপালের ‘এ’ দল। এছাড়া থাকবে অস্ট্রেলিয়ার পার্থ স্কচার্স, নর্দান টেরিটরি স্ট্রাইক, মেলবোর্ন স্টার্স ও অ‌্যাডিলেড স্ট্রাইকার্স।

৯ আগস্ট বাংলাদেশ দল ডারউইনে পৌঁছবে। ১৪ আগস্ট বাংলাদেশের প্রথম ম‌্যাচ পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে। এরপর ১৬ আগস্ট খেলবে নেপালের বিপক্ষে। ১৭, ১৯, ২১, ২৩ আগস্ট বাংলাদেশের প্রতিপক্ষ পার্থ স্কচার্স, নর্দান টেরিটরি স্ট্রাইক, মেলবোর্ন স্টার্স ও অ‌্যাডিলেড স্ট্রাইকার্স। প্রতিটি ম‌্যাচ হবে ডারউইনে।

২৪ আগস্ট একই দিনে দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম‌্যাচ অনুষ্ঠিত হবে।

টি-টোয়েন্টি প্রতিযোগিতার পর বাংলাদেশ ‘এ’ দল একটি চারদিনের ম‌্যাচ খেলবে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২৮ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ম‌্যাচটি অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ ‘এ’ স্কোয়াড:
কাজী নুরুল হাসান সোহান, সাইফ হাসান, মোহাম্মদ নাঈম, জিসান আলম, মাহিদুল ইসলাম ভূইয়া, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, তোফায়েল আহমেদ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বী, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ