শুধু বলতো জয়বাংলা, তোর জমিটা আমার লাগবো : মামুন মাহমুদ
Published: 19th, June 2025 GMT
নারায়ণগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বিগত সময় ন্যায় অন্যায়র পাথর্ক ছিলো না। ন্যায় করলেও ন্যায় অন্যায় করলেও ন্যায়। কথা বলা যেতো না।
আইন ছিলো না, বিচার ছিলো না। পুলিশি ব্যবস্থা ছিলো না সব একাকার হয়ে গেছিলো না। কে যে পুলিশ কে যে আদালত কোথায় বিচার কোথায় আচার কোনো কিছ্ইু ছিলো না।
কে প্রধানমন্ত্রী, কে এমপি কে কাউন্সিলর এগুলোর মধ্যে মানুষ জানতো না । একটা আওয়ামী লীগের চেলা সেও প্রধানমন্ত্রী, এমপি সমান ক্ষমতা দেখাতো। পলিটিকেলে নাম নাই শুধু বলতো জংয় বাংলা তোর জমিটা আমার লাগবো। তোর পকেটে কত টাকা আছে, মোবাইলটা আমার পছন্দ হইছে। জনগণ এখন আর এসব চায় না। মানুষ এখন পরির্বতন চায়।
বৃহস্পতিবার (১৯ জুলাই) নাসিক ১০ ওয়ার্ডে পাঠানটুলী এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খাদ্য- সামগ্রী বিতরণ দোয়া ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে তিনি এ কথা বলেন।
এ সময় মামুন মাহমুদ বলেন, গত ১৫ বছর ধরে ফ্যাসিস্ট সরকার মানুষের ভোট, মতপ্রকাশ ও চলাফেরার স্বাধীনতা হরণ করেছে। এমনকি রাস্তায় চললেও মানুষ ভয় পেত। তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছে।
মহানগর যুবদলের সদস্য মো.
এতে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূঁইয়া, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান, বিএনপি নেতা মাসুদুর রহমান মাসুদ, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সদস্য সচিব সোহেল রহমান, বিএনপি নেতা মো. কবির হোসেন, যুবদল নেতা দুলাল মিয়া, বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ আওয় ম ল গ ব এনপ র রহম ন
এছাড়াও পড়ুন:
ডি ব্রুইনা-সিটির পুনর্মিলনীতে হলান্ডের দ্রুততম ‘ফিফটি’
ম্যানচেস্টার সিটি ২-০ নাপোলি
ইতিহাদ ছেড়ে গিয়েছিলেন গত জুনে। তারপর এবারই তাঁর প্রথম ফেরা বড় সাধের এই স্টেডিয়ামে। ম্যানচেস্টার সিটির দর্শকেরা তাঁকে নায়কের মর্যাদায় বরণও করে নিলেও কোথায় যেন একটা অতৃপ্তি থেকে গেল। কেভিন ডি ব্রুইনা এখন হতে পারেন প্রতিপক্ষ, তবু ম্যাচের মাত্র ২৬ মিনিটে তাঁর বদলি হয়ে মাঠ ছাড়ার সময় সিটির দু-একজন সমর্থকদের মুখটা শুকনো দেখা গেল। ক্লাব কিংবদন্তিকে উঠে দাঁড়িয়ে তাঁরা সম্মান দেখিয়েছেন, তবে মাঠে আরও কিছুক্ষণ দেখতে চেয়েছিলেন নিশ্চয়ই!
কৌশলগত কারণে মাঠ ছাড়তে হয় ডি ব্রুইনাকে। নাপোলি কোচ আন্তোনিও কন্তে অবশ্য তাতে হার এড়াতে পারেননি। বিরতির পর আর্লিং হলান্ড ও জেরেমি ডকুর গোল হজম করতে হয়। সিটির ২-০ গোলের এ জয়ে দারুণ এক রেকর্ডও গড়েন হলান্ড।
৫৬ মিনিটে তাঁর গোলটির উৎস সিটি মিডফিল্ডার ফিল ফোডেন। লব করে দারুণভাবে বলটা তুলে সামনে বাড়িয়ে দেন, হেডে চ্যাম্পিয়নস লিগে নিজের ৫০তম গোল তুলে নেন হলান্ড। সেটা আবার এই প্রতিযোগিতার ইতিহাসে দ্রুততম। ৪৯ ম্যাচে ‘ফিফটি’ পাওয়া হলান্ড পেছনে ফেললেন রুদ ফন নিষ্টলরয়কে (৬২ ম্যাচ)।
ডকুর গোলটি দেখার মতো। ৬৫ মিনিটে বক্সের বাইরে থেকে বল পেয়ে ভেতরে ঢুকে গোল করার পথে নাপোলির তিন খেলোয়াড় মিলেও তাঁকে থামাতে পারেননি। সিটির এই দুই গোলে এগিয়ে যাওয়া আসলে একটি সুবিধার ফল। ২১ মিনিটে বক্সে হলান্ডকে ফাউল করে লাল কার্ড দেখেন নাপোলি অধিনায়ক ও রাইট ব্যাক জিওভান্নি ডি লরেঞ্জো। এরপর ১০ জনে পরিণত হওয়া ইতালিয়ান ক্লাবটির ওপর চেপে বসে সিটির আক্রমণভাগ।
গোল করলেন জেরেমি ডকু