৩ উইকেটে ১৭৭ রান নিয়ে দিন শুরু করেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে ১৮৭ রানে। সকালে ঘণ্টাখানেক খেলা হওয়ার পর রান আউট হয়ে যান হাফ সেঞ্চুরি থেকে ১ রান দূরে থাকা মুশফিকুর রহিম। এরপরই গল স্টেডিয়ামে নেমে আসে বৃষ্টি। প্রায় ঘণ্টা তিনেক খেলা বন্ধ থাকে এতে।

খেলা বন্ধের সময় বাংলাদেশ দল এগিয়ে ছিল ২৪৭ রানে। বৃষ্টি থামার পর আবারও ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। নাজমুল হোসেন করেন সেঞ্চুরি। ৬ উইকেটে ২৮৫ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ততক্ষণে শেষদিনের খেলা বাকি আর ৩৭ ওভার। জয়ের জন্য এ সময়ের মধ্যেই শ্রীলঙ্কাকে অলআউট করতে হতো বাংলাদেশের।

তবে ৩২ ওভার পর্যন্ত বাংলাদেশের বোলাররা নিতে পেরেছেন ৪ উইকেট। বাকি কয়েক ওভারে শ্রীলঙ্কাকে অলআউট করা যাবে না ধরে নিয়ে ম্যাচে অমীমাংসিত ফল মেনে নেয় বাংলাদেশ, সম্মতি দেয় শ্রীলঙ্কাও। গলে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শেষ হয়েছে ড্র-তে।

বৃষ্টিতে খেলা বন্ধ ছিল প্রায় তিন ঘণ্টা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কবুতর চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা

নাটোরের সিংড়ায় কবুতর চুরির সন্দেহে আকরাম হোসেন নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এলাকাবাসীর বিরুদ্ধে।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে সিংড়া পাটকোল এলাকায় আকরামকে মারধর করা হয়। বিকেল ৪টার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।

সিংড়া থানার ওসি মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় গ্রেপ্তার আরো ২

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৫

নিহত আকরাম হোসেন উপজেলা পার সিংড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।

ওসি মমিনুজ্জামান জানান, এক সপ্তাহে আগে সিংড়া পাটকোল এলাকার মিঠুর কবুতরের খামার থেকে কবুতর চুরি করে পালিয়ে যান আকরাম। গতকাল শুক্রবার দুপুরে আবারো কবুতর চুরি করতে গেছেন এমন সন্দেহে আকরামকে ধরে গণপিটুনি দেন এলাকাবাসী। গুরুতর অবস্থায় তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তিনি মারা যান। 

তিনি আরো জানান, তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা/আরিফুল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ