সরাসরি: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার আহ্বান ইরানের
Published: 22nd, June 2025 GMT
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলার ঘটনাকে ‘নিখাঁদ আগ্রাসন’ ও ‘আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন’ বলে উল্লেখ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে ইরান। মার্কিন হামলার তীব্রতম নিন্দা দাবি করেছে তেহরান।
রবিবার (২২ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
জাতিসংঘে নিযুক্ত দেশটির স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি এ নিয়ে নিরাপত্তা পরিষদ ও মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে একাধিক চিঠি পাঠিয়েছেন।
আরো পড়ুন:
‘সর্বশক্তি’ দিয়ে যুক্তরাষ্ট্রকে প্রতিহতের ঘোষণা ইরানের
হামলা সমর্থন করে ইরানকে আলোচনায় ফেরার আহ্বান যুক্তরাজ্যের
চিঠিতে বলা হয়েছে, “যুক্তরাষ্ট্রের এই বর্বর ও অপরাধমূলক কর্মকাণ্ডের ফলে আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ওপর মারাত্মক প্রভাব পড়েছে। ইরান জরুরি ভিত্তিতে নিরাপত্তা পরিষদকে এই স্পষ্ট ও বেআইনি আগ্রাসনের ঘটনা মোকাবিলায় বিলম্ব না করে জরুরি বৈঠক ডাকার জন্য অনুরোধ জানাচ্ছে।”
চিঠিতে আরো উল্লেখ করা হয়, “২১ জুন স্থানীয় সময় ভোরে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহানে তিনটি শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় পরিকল্পিত ও উসকানিমূলক হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট নিজেই ট্রুথ সোশ্যালে এবং হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে এই হামলার দায় স্বীকার করেছেন।”
ইরানের স্থায়ী প্রতিনিধি আরো বলেন, “জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে (উল্লিখিত কর্মকাণ্ডের) তীব্রতম শব্দে নিন্দা জানানো এবং তার সনদ-নির্ধারিত দায়িত্বের অধীনে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, যাতে এই ধরনের জঘন্য অপরাধের অপরাধীকে সম্পূর্ণরূপে জবাবদিহি করা হয় এবং শাস্তি থেকে রেহাই না দেওয়া হয়।”
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র ইসর য় ল য ক তর ষ ট র
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (২৩ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ শ্রীলঙ্কার মুখোমুখি পাকিস্তান। লা লিগায় লেভান্তের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ।
ফেডারেশন কাপকিংস-ফর্টিস
বেলা ২-৩০ মি., টি স্পোর্টস টিভি
মোহামেডান-পুলিশ
বেলা ২-৩০ মি., টি স্পোর্টস ডিজিটাল
পাকিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিলবাও-জিরোনা
রাত ১১টা, বিগিন অ্যাপ
লেভান্তে-রিয়াল মাদ্রিদ
রাত ১-৩০ মি., বিগিন অ্যাপ