বিদেশ থেকে অর্থ সহায়তা নেওয়ার পরিবর্তে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনাই বেশি জরুরি। এজন্য কার্যকর পদক্ষেপ প্রয়োজন। গতকাল সোমবার রাজধানীর পল্টনে ইকনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে কয়েকটি বেসরকারি সংস্থা আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলা হয়। 
কোস্ট ফাউন্ডেশন, ইক্যুইটিবিডি, বিসিজেএফ, এনডিএফ, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন, উদয়ন এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ যৌথভাবে ‘সহায়তা প্রদানের চেয়ে টেকসই উন্নয়নের জন্য বাংলাদেশের পাচারকৃত টাকা ফেরত দিন’ শীর্ষক এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। 

কোস্ট ফাউন্ডেশনের মো.

ইকবাল উদ্দিন সংবাদ সম্মেলনে মূল দাবিগুলো তুলে ধরেন। সঞ্চালনা করেন ইক্যুইটিবিডির প্রধান সমন্বয়কারী রেজাউল করিম চৌধুরী। সংবাদ সম্মেলনে বক্তারা প্রশ্ন তোলেন যে, যখন বিদেশি উন্নয়ন সহায়তা (ওডিএ) ক্রমাগতভাবে কমে যাচ্ছে, তখন বাংলাদেশ কীভাবে ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জন করতে পারবে। অন্যদিকে আইএমএফের অন্যায্য কর ব্যবস্থা, মানি লন্ডারিং, বড় রকমের বৈদেশিক ঋণের বোঝা বাংলাদেশের এসডিজি অর্জনের পথকে বাধাগ্রস্ত করবে বলে তারা মত প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, গত ১৫ বছরে বিদেশে ১০০ বিলিয়ন ডলারেরও বেশি পাচার হয়ে গেছে। এই অর্থ বাংলাদেশের দুই বছরের জাতীয় বাজেটের সমান। এটি দেশের মোট বৈদেশিক দেনারও সমান। এই অর্থ যদি পাচার না করা হতো তবে বাংলাদেশ প্রায় সমস্ত বৈদেশিক দেনা পরিশোধ করতে পারত। 
বক্তারা এফএফডি-৪ সম্মেলনের প্রাক্কালে এই পাচারকৃত অর্থ ফেরতের জোর প্রচেষ্টা নেওয়ার দাবি জানান। এফএফডি-৪ স্পেনের সেভিলা শহরে আগামী ৩০ জুন থেকে ৩ জুলাই এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

নির্বাচনের মধ্য দিয়ে কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে পারব: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আসছে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে আমরা বাংলাদেশকে গণতান্ত্রিক একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারব।”

শুক্রবার (৮ আগস্ট) গুলশানে সমমনা ১২ দলীয় জোট এলডিপি ও লেবার পার্টির নেতাদের মতবিনিময় সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, “আপনাদের ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন-সংগ্রামে ফ্যাসিবাদের পতন হয়েছে জুলাই ছাত্র, শ্রমিক ও জনতার গণঅভ্যুত্থানে।”

আরো পড়ুন:

চাঁদপুরের ‘ক্ষুদে মেসি’ সোহানের দায়িত্ব নিল বিএনপি

বিএনপি ভোটে জিতলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু প্রমুখ উপস্থিত রয়েছেন।

ঢাকা/এসবি

সম্পর্কিত নিবন্ধ