জাতীয় পরিবেশ পদক পেয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সাবেক মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী। পরিবেশবিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে ব্যক্তি পর্যায়ে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস, জাতীয় বৃক্ষরোপণ অভিযান, পরিবেশ ও বৃক্ষ মেলা ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে মুনীর চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা ড.
মুনীর চৌধুরীর সঙ্গে ব্যক্তি পর্যায়ে জাতীয় পরিবেশ পদক পেয়েছেন পরিবেশবিদ মো. মাহমুদুল ইসলাম এবং অধ্যাপক ড. এম ফিরোজ আহমেদ। প্রতিষ্ঠান পর্যায়ে পুরস্কার পেয়েছে স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেড, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। পদকের সঙ্গে রয়েছে একটি ক্রেস্ট, সনদপত্র, স্বর্ণের সমমূল্যের নগদ অর্থ এবং ৫০ হাজার টাকার চেক।
মুনীর চৌধুরী পরিবেশ, দুর্নীতি দমন এবং জনস্বার্থ রক্ষায় সরকারি দায়িত্ব পালনের সময় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম বন্দর, ওয়াসা, বিদ্যুৎ, খাদ্য নিরাপত্তা, সমুদ্র পরিবহন অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের দায়িত্ব পালনকালে তিনি পরিবেশ দূষণ রোধ এবং সরকারি সম্পদ উদ্ধার অভিযানে নেতৃত্ব দিয়েছেন।
পরিবেশ দূষণবিরোধী অভিযানে তার নেতৃত্বে প্রায় ৭০ শতাংশ দূষণকারী কারখানায় তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপিত হয়। তিনি অবৈধ শিল্পকারখানা উচ্ছেদ, নদী ও সমুদ্রে দূষণ রোধ, ভেজাল খাদ্যবিরোধী অভিযান ও অবৈধ ব্যবসার বিরুদ্ধে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেন।
তার উদ্যোগে প্রায় ৭০০ একর কৃষিজমি ও উপকূলীয় বনভূমি পুনরুদ্ধার সম্ভব হয়। চট্টগ্রাম বন্দরের জমি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে এবং মিল্ক ভিটা পরিচালনায় দুর্নীতি বন্ধ করে প্রতিষ্ঠানকে লাভজনক করতে বিশেষ ভূমিকা রাখেন, যার জন্য আন্তর্জাতিক স্বীকৃতিও মেলে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক থাকাকালেও মুনীর চৌধুরী পরিবেশ সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয় ছিলেন। শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ে উদ্বুদ্ধ করতে নানা আয়োজন ও প্রদর্শনীর ব্যবস্থা করেন তিনি।
অনুষ্ঠানে পরিবেশ দিবস উপলক্ষে আরও দেওয়া হয় বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার, বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ও সামাজিক বনায়নে সর্বোচ্চ লভ্যাংশপ্রাপ্তদের সম্মাননা। ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে চারজনকে বন্যপ্রাণী সংরক্ষণের পুরস্কার দেওয়া হয়। তাদের মধ্যে রয়েছেন- নাটোরের মো. ফজলে রাব্বী, শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ।
বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পেয়েছে সাতটি শ্রেণিতে প্রথম হওয়া প্রতিষ্ঠান ও ব্যক্তি। সামাজিক বনায়নের সর্বোচ্চ লভ্যাংশভোগী হিসেবে মো. শাহাজ উদ্দিন পেয়েছেন ৬ লাখ ৭ হাজার ৯৫০ টাকা, উকিল মুর্মু পেয়েছেন ৫ লাখ ৫৭ হাজার ৩২৫ টাকা এবং মনোয়ারা বেগম পেয়েছেন ৪ লাখ ১৬ হাজার ৭০০ টাকা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান এনডিসি, ঢাকা উত্তর সিটির প্রশাসক মো. এজাজ ও বন বিভাগের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী।
পরিবেশ রক্ষায় জনগণের অংশগ্রহণ বাড়াতে এই ধরনের পুরস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
উৎস: Samakal
কীওয়ার্ড: প রস ক র পর ব শ পর ব শ উপদ ষ ট অন ষ ঠ ন পর ব শ দ প রস ক র উপদ ষ ট পর য য়
এছাড়াও পড়ুন:
দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন:
টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী
১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ
আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।
সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে।
ঢাকা/মাসুদ