বাড়ি থেকে পালানো দক্ষিণ কোরিয়ার ব্যান্ড দল বিটিএসের ভক্ত দুই কিশোরী ও তাদের সহযোগী এক কিশোরকে উদ্ধার করছে পুলিশ। 

বুধবার (২৫ জুন) তাদেরকে মাদারীপুরের ডাসার উপজেলার খিলগ্রাম এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার রাত ৯টার দিকে ডাসার উপজেলার খিলগ্রাম এলাকায় স্কুলড্রেস পরিহিত দুই কিশোরী ও এক কিশোরকে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে এলাকাবাসী তাদেরকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে তাদেরকে উদ্ধার করে পুলিশ। দুই কিশোরী কোরিয়ান বিটিএস ব্যান্ডের ভক্ত। ওই কিশোর-কিশোরীদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। বুধবার দুপুরে তাদেরকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ওই কিশোর-কিশোরীরা নরসিংদীর মনোহরদী এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় মাদারীপুরের ডাসার এলাকায় আসে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় এলাকাাবসী তাদেরকে একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেয়।

উদ্ধার হওয়া তিন কিশোর-কিশোরীই শিক্ষার্থী। দুই কিশোরী স্কুলড্রেস পরিহিত ছিল। দুই কিশোরীর সাথে থাকা ব্যাগে ও হাতে ‘বিটিএস আর্মি’ লেখাসম্বলিত লোগো ও ট্যাটু ছিল।

ওই দুই কিশোরী জানিয়েছে, তারা দক্ষিণ কোরিয়ান ব্যান্ড বিটিএসের সদস্য জাংকুকের ভক্ত। পরিবারের শাসন তাদের ভাল লাগে না। তাদের কোনো স্বাধীনতা নেই। ইচ্ছেমতো চলাফেরা করতে পারেন না তারা। তাই, বাড়ি থেকে পালিয়েছে তারা।

কিশোরীদের অভিভাবকরা জানিয়েছেন, স্কুলের যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল ওই দুই কিশোরী। তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে ফোনে লোকজন জানান যে, তারা মাদারীপুরের ডাসারে আছে।

ঢাকা/বেলাল/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ত দ রক ব ট এস

এছাড়াও পড়ুন:

দিল্লিতে খলিলুর রহমান-অজিত দোভালের দ্বিপাক্ষিক বৈঠক 

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (১৯ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

প্রতারণার অভিযোগে যশের মায়ের মামলা

মোদিকে পা ছুঁয়ে প্রণাম করলেন ঐশ্বরিয়া

কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সপ্তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকে যোগ দিতে একটি প্রতিনিধিদল নিয়ে ড. খলিলুর রহমান বর্তমানে দিল্লি সফর করছেন। এই সফরের অংশ হিসেবেই তিনি অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে দুই দেশের নিরাপত্তা উপদেষ্টারা সিএসসি-এর কার্যক্রম এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খলিলুর রহমান সুবিধাজনক সময়ে অজিত দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানিয়েছেন।

তবে আলোচনা সম্পর্কে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি কোনো উপদেষ্টার দ্বিতীয় ভারত সফর।

এর আগে গত ফেব্রুয়ারিতে 'ইন্ডিয়া এনার্জি উইক'- এ অংশ নিতে দিল্লি যান জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।

গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের পর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের মধ্যে বৈঠক দুই দেশের কূটনৈতিক যোগাযোগে নতুন গতি দেয়। তারই ধারাবাহিকতায় গত ডিসেম্বরে ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়।

পরবর্তীকালে এপ্রিলে ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সৌজন্য সাক্ষাৎ হয়।

এছাড়া, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের সম্মেলন, যৌথ নদী কমিশনের কারিগরি বৈঠক এবং কনস্যুলার সংলাপসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক যোগাযোগও হয়েছে।

ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা জোরদারে গঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভে ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস ও বাংলাদেশ পূর্ণ সদস্য হিসেবে যুক্ত রয়েছে।

বাংলাদেশ ২০২৪ সালে এ ফোরামের পূর্ণ সদস্য হয়। গত আগস্টে কলম্বোতে অনুষ্ঠিত বৈঠকে কনক্লেভের সচিবালয় প্রতিষ্ঠার জন্য সনদ ও সমঝোতা স্মারকে সই হয়।

সামুদ্রিক নিরাপত্তা, সন্ত্রাস ও চরমপন্থা প্রতিরোধ, মানবপাচার ও আন্তঃসীমান্ত অপরাধ দমন, সাইবার নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষা, পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা- এ বিষয়গুলোতে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোই ফোরামের উদ্দেশ্য।

ফোরামের সচিবালয়ের অবস্থান কলম্বোতে হলেও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক পর্যায়ক্রমে বিভিন্ন সদস্য রাষ্ট্রে আয়োজন করা হয়।

ঢাকা/এসবি

সম্পর্কিত নিবন্ধ