নারায়ণগঞ্জ সদর উপজেলার একটি বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ছিলেন তিনি। শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে তাঁকে চাকরিচ্যুত করা হয়। চাকরিচ্যুত হওয়ার পরও তিনি প্রলোভন দেখিয়ে তিন ছাত্রীকে রাজধানীর মোহাম্মদপুরের একটি ভাড়া বাড়িতে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ।

আজ বুধবার দুপুরে মোহাম্মদপুরের ওই ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে দুই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলায়। পুলিশ জানিয়েছে, অপ্রাপ্তবয়স্ক চার শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোহাম্মদ হাসিনুজ্জামান বলেন, অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের তিনি টার্গেট করতেন। ভুক্তভোগী চার শিক্ষার্থীর মধ্যে তিনজন নবম ও একজন দশম শ্রেণিতে পড়ে। এ ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠালে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। উদ্ধার করা তিন শিক্ষার্থী আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে।

পুলিশ জানায়, অভিযুক্ত শিক্ষক একসময় ইতালিতে ছিলেন। দুই বছর আগে দেশে ফিরে নারায়ণগঞ্জের একটি বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেন। তিনি ওই বিদ্যালয়ের বাইরে একটি বাড়িতে শিক্ষার্থীদের কোচিং করাতেন। স্কুলের এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে গত বছরের জুনে তাঁকে চাকরিচ্যুত করা হয়। এরপর তিনি রাজধানীর মোহাম্মদপুরে একটি ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে তিন শিক্ষার্থীকে ধর্ষণ করেন। চাকরিচ্যুত হওয়ার আগে নারায়ণগঞ্জে এক শিক্ষার্থীকে ধর্ষণ করেন।

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হাসিনুজ্জামান বলেন, ৬ জুন ওই শিক্ষক দুই শিক্ষার্থীকে তাঁর মোহাম্মদপুরের বাড়িতে নিয়ে টিনশেড ভবনের দুটি আলাদা কক্ষে রাখেন। তাদের বিদ্যালয়ে ভর্তি করে দেবেন এবং পড়ালেখার খরচ বহন করবেন, এমন প্রলোভন দেখানো হয়। পরে তাদের ধর্ষণ করেন। হাসিনুজ্জামান বলেন, ২৩ জুন তিনি আরেক শিক্ষার্থীকে প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে ধর্ষণ করেন। পরে ওই শিক্ষার্থী কৌশলে পালিয়ে এসে পরিবারকে জানায়। এরপর ওই শিক্ষার্থীর পরিবার বিষয়টি পুলিশকে জানালে রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাড়িতে অভিযান চালিয়ে অন্য দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

মোহাম্মদ হাসিনুজ্জামান আরও বলেন, শিক্ষকের যোগ্যতা না থাকার পরও তিনি আর্টের শিক্ষক হিসেবে স্কুলে নিয়োগ পেয়েছিলেন। তাঁর বিরুদ্ধে চার শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের টার্গেট করতেন তিনি। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

ভুক্তভোগী এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, আর্থিক অসচ্ছলতার সুযোগ নিয়ে ওই শিক্ষক মেয়েকে প্রলোভন দেখিয়ে ঢাকায় তাঁর বাড়িতে নিয়ে যান। সেখানে তাঁর মেয়েকে ধর্ষণ করেন।

নারায়ণগঞ্জের ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, ওই ব্যক্তি একটি আর্ট সংগঠন থেকে এখানে এসেছিলেন। কেলেঙ্কারির কারণে তাঁকে স্কুলে আসতে নিষেধ করা হয়েছিল। স্কুলের তিন শিক্ষার্থীকে তাঁর বাড়ি থেকে উদ্ধার করতে পুলিশকে সহায়তা করা হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ম হ ম মদপ র ন র য়ণগঞ জ চ কর চ য ত ওই শ ক ষ পর ব র

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, তাপে চালক জেগে ওঠায় রক্ষা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ইসদাইর এলাকার আয়কর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

বাসটির ভেতর ওই সময় ঘুমিয়ে ছিলেন চালক ও তাঁর সহকারী। তাঁরা তাৎক্ষণিকভাবে বিষয়টি টের পাওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। তাঁদের দাবি, আগুন লাগার পরপরই নিয়ন্ত্রণে আনার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।

চালক নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, শহরের ১ নম্বর রেলগেট এলাকার রাসেল গার্মেন্টসের শ্রমিকদের যাতায়াতের জন্য ব্যবহৃত হয় বাসটি। গতকাল রাত ১২টার পর শ্রমিকদের সাইনবোর্ড এলাকায় নামিয়ে সহকারী নয়নকে নিয়ে বাসের ভেতর ঘুমিয়ে পড়েন তিনি। গভীর রাতে আগুনের তাপে হঠাৎ ঘুম ভেঙে যায়। জেগে দেখেন চালকের আসনের অংশে আগুন জ্বলছে। ওই মুহূর্তে দুজনের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। তাঁরা পানি দিয়ে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং ফতুল্লা মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে কে বা কারা আগুন দিয়েছে, তা তিনি দেখেননি।

বাসে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে বলে জানান ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন। তিনি বলেন, চালক ও সহকারীর সচেতনতায় বড় কোনো ক্ষতি হয়নি। ঘটনাস্থলসংলগ্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।

সম্পর্কিত নিবন্ধ

  • দায়িত্ব নিলেন নতুন ডিসি রায়হান কবির  
  • নারায়ণগঞ্জ ৪ আসনে এনসিপির মনোনয়ন সংগ্রহ করলেন আল আমিন
  • সোনারগাঁয়ে বিএনপির সম্প্রীতি সমাবেশ 
  • খেলাফত ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর শুকরানা মিছিল 
  • নারায়ণগঞ্জবাসী ফ্যাসিবাদকে মাথাচাড়া দেয়ার সুযোগ দেবে না : বাবুল
  • সোনারগাঁয়ে চাইল্ড প্যারাডাইস মডেল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা  
  • ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ৮০০ কিট দিলেন মামুন মাহমুদ
  • আ’লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে শহরে মহানগর বিএনপির বিক্ষোভ
  • আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আ’লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
  • নারায়ণগঞ্জে গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, তাপে চালক জেগে ওঠায় রক্ষা