সাবেক সংসদ সদস্য বেনজীর ও মৃণাল কান্তির সম্পদ ক্রোকের আদেশ
Published: 25th, June 2025 GMT
ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদ ও মুন্সিগঞ্জের সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া বেনজীরের স্ত্রী সাহিনা আহমেদ ও মৃণাল কান্তি দাসের স্ত্রী নীলিমা দাসের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো.
দুদকের তথ্য অনুযায়ী, মৃণাল কান্তি দাসের ধানমন্ডিতে একটি ফ্ল্যাট ও পূর্বাচলের একটি প্লট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া মৃণাল কান্তি দাসের একটি গাড়ি ক্রোকের আদেশ দেওয়া হয়েছে। এর বাইরে তাঁর ৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
মোহাম্মদপুরে মৃণাল কান্তি দাসের স্ত্রী নীলিমা দাসের একটা ফ্ল্যাট এবং তাঁর ৩০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
উল্লেখ্য, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ১৮ মার্চ মৃণাল কান্তি দাস ও তাঁর স্ত্রী নীলিমা দাসের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুদক। মামলায় মৃণাল কান্তির বিরুদ্ধে ১ কোটি ৫৫ লাখ ১৭ হাজার ২৩০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
অপর দিকে বেনজীর আহমেদের চারটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। তাঁর ১৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশও দেওয়া হয়েছে। বেনজীর আহমেদের স্ত্রী সাহিনা আহমেদের একটি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। তাঁর দুটি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
এর বাইরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আসছে লঘুচাপ, থাকবে ভারী বৃষ্টি
বঙ্গোপসাগর একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এছাড়া, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। ফলে আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে আজ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু’এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারা দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকার দু’এক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু’এক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু’এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সাতক্ষীরায় ২৪ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকা/ইভা