Samakal:
2025-08-13@09:51:10 GMT

সিলস-সামারে পুড়ল অজিরা 

Published: 26th, June 2025 GMT

সিলস-সামারে পুড়ল অজিরা 

ব্রিজটাউন টেস্টে পেস বোলিংয়ে ঝাঁঝ দেখিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। দুই পেসার জাইডেন সিলস ও সামার জোসেপের আগুনে বোলিংয়ে প্রথম ইনিংসে ৫৬.৫ ওভারে ১৮০ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। 

ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররাও। ২০ ওভার ব্যাট করে ৫৭ রানে হারিয়েছে টপ অর্ডারের ৪ উইকেট। প্রথম দিনের ১৪ উইকেটই নিয়েছেন দুই দলের পেসাররা। 

টস জিতে ব্যাটে নেমে অস্ট্রেলিয়া ২২ রানে হারায় টপ অর্ডারের তিন ব্যাটারকে। স্যাম কনসটাস (৩), ক্যামেরুন গ্রিন (৩) ও জস ইংলিশ (৫) ব্যর্থ হয়ে সাজঘরে ফিরে যান। প্রতিরোধ করেন উসমান খাজা ও ট্রাভিস হেড। তারা ৮৯ রান যোগ করেন। খাজা ফিরে যান ১২৮ বলে ৪৭ রান করে। হেড ৭৮ বলে ৫৯ রান করেন।

তারা ফিরতেই অলআউট হয় অস্ট্রেলিয়া। মধ্যে কেবল অধিনায়ক প্যাট কামিন্স ১৮ বলে ২৮ রান যোগ করেন। অজিদের ইনিংস ধসিয়ে দেন দুই ক্যারিবীয় পেসার সিলস ও সামার। এর মধ্যে সিলস তুলে নেন ৫ উইকেট। সামারের ভাগে পড়ে চারটি। অন্য উইকেটটি নেন জাস্টিন গ্রেভস। 

ব্যাটিংয়ে নেমে ১৬ রানে ২ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দিনের খেলা পাঁচ ওভার থাকতে দলটির আরও দুই ব্যাটার সাজঘরে ফেরেন। এর মধ্যে ২০ রান করা কার্টিস কেটির আউট ছিল দলটির জন্য বড় ধাক্কা। ব্রেন্ডন কিং ২৩ রান করে দিন শেষ করেছেন। তার সঙ্গী অধিনায়ক রোস্টন চেজ। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র ন কর উইক ট

এছাড়াও পড়ুন:

৫ বল খেলেই জয়: আর্জেন্টিনাকে উড়িয়ে দিল কানাডা

৫ বল খেলেই ওয়ানডে ম্যাচ জিতে যাওয়ার ঘটনা শুনেছেন কখনো? ছেলেদের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ ২০২৫-এ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এমনই কাণ্ড ঘটিয়ে ফেলেছে কানাডা অনূর্ধ্ব–১৯ দল। মাত্র ২৩ রানে অলআউট করেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব–১৯ দলকে। তারপর তাড়া করতে নেমে ম্যাচ জিতে গেছে মাত্র ৫ বল খেলে, ১১৫ বল হাতে রেখেই!

আরও পড়ুনরোহিত শর্মার নতুন গাড়ির নম্বরপ্লেট কেন ৩০১৫১ ঘণ্টা আগে

রোববার (১০ আগস্ট) যুক্তরাষ্ট্রের জর্জিয়ার পরম বীর স্পোর্টস কমপ্লেক্সে টসে জিতে ব্যাটিং নেয় আর্জেন্টিনা অনূর্ধ্ব–১৯। কিন্তু তাদের পুরো ইনিংস গুটিয়ে যায় ১৯.৪ ওভারে ২৩ রানে! কারও রান দুই অঙ্কে পৌঁছায়নি, সাতজন ব্যাটসম্যান ফিরেছেন ‘গোল্ডেন ডাক’ নিয়ে। ২৩ রানের মধ্যে আবার ৭ রান এসেছে ‘অতিরিক্ত’ থেকে! কানাডার হয়ে বিধ্বংসী বোলিং করেছেন জগমানদীপ পাল—৫ ওভারে ৩ মেডেনসহ ৭ রানে নিয়েছেন ৬ উইকেট।

ভরাডুবির পরও যুব ওয়ানডেতে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ডটা আর্জেন্টিনার নয়। ওই রেকর্ড স্কটল্যান্ডের—২০০৪ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২ রানে গুটিয়ে গিয়েছিল তারা।

তাড়া করতে নেমে কানাডার জাতীয় দলে খেলা ও অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়ক যুবরাজ সামরা প্রথম চার বলেই দুই চার আর দুই ছক্কা মেরে একাই ম্যাচ শেষ করে দেন। অন্য প্রান্তে ধর্ম প্যাটেল ছিলেন ১ রানে অপরাজিত।

আরও পড়ুনআবারও ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে নেমে গেল বাংলাদেশ৩ ঘণ্টা আগে

তবে এমন ভরাডুবির পরও যুব ওয়ানডেতে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ডটা আর্জেন্টিনার নয়। ওই রেকর্ড স্কটল্যান্ডের—২০০৪ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২ রানে গুটিয়ে গিয়েছিল তারা। সেই ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছিল ৩.৫ ওভারেই, যা এখনো যুব ওয়ানডেতে দ্রুততম রান তাড়ার রেকর্ড। এর কারণ কানাডা–আর্জেন্টিনা ম্যাচটির যুব ওয়ানডে মর্যাদা ছিল না। থাকলে আর্জেন্টিনার ২৩ রানের ইনিংস হতো ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন যুব ওয়ানডে স্কোর, আর কানাডার ৫ বলে জয় হতো দ্রুততম রান তাড়া!

এ জয়ে বাছাইপর্বে কানাডা অনূর্ধ্ব–১৯ এখন পয়েন্ট তালিকায় দ্বিতীয়। দুই ম্যাচে এক জয় তাদের। দুই ম্যাচে দুই জয় নিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব–১৯। এক জয় ও এক হার নিয়ে রান রেটে তৃতীয় বারমুডা, আর দুই হারে সবার নিচে আর্জেন্টিনা।

সম্পর্কিত নিবন্ধ

  • ৫ বল খেলেই জয়: আর্জেন্টিনাকে উড়িয়ে দিল কানাডা