বান্দরবানের লামায় পর্যটনকেন্দ্রের ব্যবস্থাপক অপহরণ, তিনজন আটক
Published: 26th, June 2025 GMT
বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জা পাহাড়ে একটি পর্যটনকেন্দ্রের ব্যবস্থাপককে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার স্থানীয় লোকজন তাঁদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল বুধবার রাতে মিরিঞ্জা পর্যটন এলাকার ‘প্যারাডাইস অবকাশযাপনকেন্দ্রে’ ১০ থেকে ১২ জনের একটি দল হামলা চালায়। সন্ত্রাসীরা ওই কেন্দ্রের ব্যবস্থাপক আবদুল খালেককে অপহরণ করে অজ্ঞাত একটি স্থানে আটকে রাখেন এবং তাঁর পরিবারের কাছে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
পরে গভীর রাতে কৌশলে পালিয়ে আসেন আবদুল খালেক। তিনি ফিরে এসে পরিচিত কয়েকজনকে সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী বাগানপাড়া এলাকায় তল্লাশি চালান। সেখান থেকে তিনজনকে আটক করে পুলিশে দেওয়া হয়।
আটক ব্যক্তিরা হলেন লামার বাগানপাড়ার মনিন্দ্র ত্রিপুরার ছেলে তানিয়াল ত্রিপুরা (৩৬), থানচির বড়মদক এলাকার মেথিয় ত্রিপুরার ছেলে হালিরাম ত্রিপুরা (৩১) ও রুমার বগালেক এলাকার নুথিয় ত্রিপুরার ছেলে রহিম ত্রিপুরা (৩৮)।
লামা পর্যটন মালিক সমিতির সদস্যসচিব মো.
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ভূঁইয়া বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা এখনো সঠিক পরিচয় দিচ্ছেন না। তাঁদের নামে আগেরও মামলা থাকতে পারে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবস থ
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে তিনজনকে হত্যার প্রতিবাদে সিপিবির বিক্ষোভ
খাগড়াছড়িতে কিশোরীকে ধর্ষণের প্রতিবাদ ঘিরে সংঘর্ষে তিনজনকে হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সমাবেশে বক্তারা অবিলম্বে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য রাগিব আহসান বলেন, মার্কিন সাম্রাজ্যবাদী ও আঞ্চলিক আধিপত্যবাদী শক্তিগুলোর আগ্রাসী ভূরাজনৈতিক তৎপরতার কারণে লুসাই পর্বতমালাজুড়ে ক্রমাগত নিরাপত্তাঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এ বাস্তবতায় বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের স্বার্থে ঐক্য ও সংহতি জোরদার করা বিশেষভাবে প্রয়োজন।
সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণসহ সারা দেশে অব্যাহত ধর্ষণ-নিপীড়নের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার করতে হবে। পাহাড়ে স্থায়ী শান্তির জন্য পার্বত্য অঞ্চলে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।
এ সময় সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য শাহীন রহমান বলেন, সংবাদপত্র থেকে শুরু করে সরকারি নথিপত্র সর্বত্র ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পরিচয় মুছে দেওয়ার চক্রান্ত চলছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি ও ভূমি সমস্যার স্থায়ী সমাধান করতে হবে।
সমাবেশ পরিচালনা করেন সিপিবির ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি হাসান হাফিজুর রহমান। বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি সাইফুল ইসলাম। সমাবেশ শেষে পল্টন মোড় থেকে জাতীয় প্রেসক্লাব অভিমুখে একটি মিছিল হয়।