রাজধানীতে চলন্ত ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু
Published: 27th, June 2025 GMT
রাজধানীর বিমানবন্দর থানার আশকোনা এলাকায় চলন্ত ট্রেনের ধাক্কায় এক তরুণের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. সোহেল মিয়া (২৫)। গতকাল বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা সোহেলকে মৃত ঘোষণা করেন।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাতে সোহেল হাজী ক্যাম্প–সংলগ্ন রেললাইন পার হচ্ছিলেন। এ সময় চলন্ত ট্রেনের ধাক্কায় তিনি আহত হন। আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।
নিহত সোহেল মিয়ার পূর্ব পরিচিত মো.
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আমার জীবনটা ট্র্যাজেডিতে ভরা
ছবি: দীপু মালাকার