ব্রিজটাউন টেস্ট শেষ হলো তিন দিনেই। তৃতীয় দিনে ৩০১ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামা ওয়েস্ট ইন্ডিজ শেষ সেশনে ১০ উইকেট হারিয়ে ১৪১ রানে অলআউট হয়। অস্ট্রেলিয়ার এ জয়ে সবচেয়ে বেশি কৃতিত্ব ট্রাভিস হেডের।

বোলিং সহায়ক উইকেটেও ফিফটি করেন দুই ইনিংসেই। তাতে অবশ্যে ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডারদেরও অবদান আছে, ছেড়েছেন বেশ কয়েকটি ক্যাচ। চতুর্থ ইনিংসে ৫ উইকেট পেয়েছেন জশ হ্যাজলউড।

কাল ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেট হারালে অতিরিক্ত আধা ঘণ্টা খেলার আবেদন জানায় অস্ট্রেলিয়া। শামার জোসেফ তখন মারমুখী মেজাজে ছিলেন, একবার সীমানায় তাঁর ক্যাচও ফেলেন স্যাম কনস্টাস। অন্যদিকে জাস্টিন গ্রিভস করছিলেন ধীরস্থির ব্যাটিং।

৫ উইকেট নিয়েছেন হ্যাজলউড.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ট ইন ড জ উইক ট

এছাড়াও পড়ুন:

আবারও বিশ্ব রেকর্ড ডুপ্লান্টিসের, এবার লাফালেন তিনতলা বাড়ির উচ্চতা

 আরমান্দ ‘মোন্দো’ ডুপ্লান্টিসের হাতে পোল মানেই যেন বিশ্ব রেকর্ড!

হাঙ্গেরির বুদাপেস্ট মিটে গতকাল যেমন করলেন। পোল ভল্টে গড়া নিজের বিশ্ব রেকর্ড ভাঙলেন নিজেই। পোল নিয়ে ৬.২৯ মিটার উঁচুতে লাফিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইডিশ কিংবদন্তি। মাত্র এক সেন্টিমিটার ব্যবধানে ভেঙেছেন গত জুনে স্টকহোমে গড়া নিজের বিশ্ব রেকর্ড (৬.২৮ মিটার)। বুদাপেস্ট মিটে দ্বিতীয় প্রচেষ্টায় এই উচ্চতার বেশি লাফিয়ে ১৩তম বারের মতো বিশ্ব রেকর্ড ভাঙলেন ডুপ্লান্টিস।

আরও পড়ুন৩২ কেজি ওজনের মাছ শিকার করে ৪ কোটি ৮৬ লাখ টাকা জিতলেন বাস্কেটবল কিংবদন্তি১১ আগস্ট ২০২৫

চলতি বছর পোল ভল্টে এ নিয়ে তৃতীয় রেকর্ড গড়লেন ডুপ্লান্টিস। গত ফেব্রুয়ারিতে ক্লেরমন্ট–ফেরান্ডে ৬.২৭ মিটার উচ্চতা টপকে যান ২৫ বছর বয়সী এ অ্যাথলেট। বুদাপেস্টে দ্বিতীয় প্রচেষ্টায় বিশ্ব রেকর্ড গড়া লাফটি দেওয়ার সময় ডুপ্লান্টিসের একটি পা ও পেট বারের সঙ্গে লেগে গিয়েছিল। তবে লাফানোটি আইনসিদ্ধ ছিল।

১৯৮৫ সালের ১৩ জুলাই ইতিহাসের প্রথম পোল ভল্টার হিসেবে ৬ মিটার উচ্চতা লাফিয়ে পার হয়েছিলেন ইউক্রেনের কিংবদন্তি সের্গেই বুবকা। এরপর মোট ২৬ বার ভেঙেছে বিশ্ব রেকর্ড—বুবকা ভাঙেন ১২ বার, ডুপ্লান্টিস ভেঙেছেন ১৩ বার এবং একবার ভেঙেছেন রেঁনাদ লাভিলেনি। ডুপ্লান্টিস ২০২০ সালে ৬.১৭ মিটার লাফিয়ে প্রথম বিশ্ব রেকর্ড ভাঙেন।

বিশ্ব রেকর্ড গড়ার পর ডুপ্লান্টিসের উদ্‌যাপন

সম্পর্কিত নিবন্ধ