আমদানি করা গুঁড়া দুধের টাকা দিয়ে অনেকগুলো সংরক্ষণাগার করা যেতে পারে: ফরিদা আখতার
Published: 28th, June 2025 GMT
আমদানি করা গুঁড়া দুধের টাকা দিয়ে অনেকগুলো সংরক্ষণাগার করা যেতে পারে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ‘চিলিং সেন্টার (সংরক্ষণাগার) আমরা সরকারিভাবে করার চেষ্টা করব। পাশাপাশি বেসরকারি খাতেও আমরা উৎসাহ দেব যাতে তাঁরা সেটা করেন।’
আজ শনিবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার জয়নগর উচ্চবিদ্যালয় মাঠে গবাদিপশুর খুরারোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ফরিদা আখতার।
উপদেষ্টা বলেন, ‘রপ্তানি করার জন্য খুরারোগের (এফএমডি ভাইরাস) টিকা দেওয়া হচ্ছে, বিষয়টি এমন নয়। গরু, ছাগল, হাঁস-মুরগির কোনো রোগ হলে তারও কষ্ট হয়। কোনো রোগেই যেন প্রাণীর কষ্ট না হয়, এ জন্য আমরা ভ্যাকসিনটা দেব। শুধু মাংস ভালো পাওয়ার জন্য কিংবা রপ্তানি করার জন্য নয়।’
এফএমডি ভ্যাকসিনের প্রসঙ্গে ফরিদা আখতার বলেন, ‘শেষ পর্যন্ত আমরা এমন একটি ভ্যাকসিন এনেছি যেটি প্রাণিদেহে কাজ করে। আর্জেন্টিনায় গিয়ে এটি অনেক পরীক্ষা-নিরীক্ষার পর আনা হচ্ছে। ইতিমধ্যে এই ভ্যাকসিন প্রথম ডোজের জন্য চলে এসেছে। ছয় মাস পর দ্বিতীয় ডোজ চলে আসবে। কাজেই এই ভ্যাকসিন প্রয়োগে খামারিদের সহযোগিতা খুবই দরকার।’
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব তোফাজ্জল হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক আবু সুফিয়ান, জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মাগুরা মাল্টিপ্লেক্সের মুনাফা কমেছে ১৩.৭২ শতাংশ
পুঁজিবাজারে পেপার ও প্রিন্টিং খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ১৩.৭২ শতাংশ।
আরো পড়ুন:
পুঁজিবাজারে সূচকের উত্থান
প্রথম প্রান্তিকে ইউনিক হোটেল ও ইফাদ অটোসের মুনাফায় বড় উত্থান
সোমবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে রবিবার (১৬ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৮৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.০২ টাকা। সে হিসেবে কোম্পানিটি আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.১৪ টাকা বা ১৩.৭২ শতাংশ।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ০.২৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ০.৩৫ টাকা।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৫.৬৭ টাকা।
ঢাকা/এনটি/এসবি