মাগুরায় প্রাইভেটকারের ধাক্কায় তৈয়ব আলী (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। শনিবার (২৮ জুন) বিকেলে সদর উপজেলার আলমখালিতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তৈয়ব আলী দোরা মাতনা গ্রামের করিম মোল্যার ছেলে। মাগুরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তৈয়ব আলী ও তার স্ত্রী ভ্যানযোগে পার্শ্ববর্তী গোপালপুর বাজারে যাচ্ছিলেন। আলমখালি নামক স্থানে পৌঁছালে ঝিনাইদহ থেকে আসা একটি প্রাইভেটকার তাদের বহনকারী ভ্যানকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যানে থাকা তৈয়ব, তার স্ত্রী নবীরন নেছা ও ভ্যানচালক জিয়াউর রহমান সড়কে ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তৈয়বকে মৃত ঘোষণা করেন। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

আরো পড়ুন:

তারাকান্দা-ধোবাউড়া সড়ক খানাখন্দে ভরা, মানুষের দুর্ভোগ 

ভ্যানে পিকআপের ধাক্কা, বৃদ্ধ নিহত

ঢাকা/শাহীন/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত

এছাড়াও পড়ুন:

এমপিওভুক্ত শিক্ষাকে জাতীয়করণের দাবিতে অবস্থান, পদযাত্রা

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাব থেকে সচিবালয় অভিমুখে শিক্ষকদের পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ।

জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের পর আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয় অভিমুখে পদযাত্রা নিয়ে এগোতে থাকেন আন্দোলনরত শিক্ষকেরা।

পদযাত্রাটি হাইকোর্টের সামনের কদম ফোয়ারার কাছে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে। পরে শিক্ষকদের একটি প্রতিনিধিদল সচিবালয়ের দিকে যায়। অন্যরা প্রেসক্লাবের সামনের সড়কের একপাশ অবরোধ করে অবস্থান নেন।

বেলা দুইটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনকারী শিক্ষকেরা প্রেসক্লাবের সামনের সড়কের একপাশে অবস্থান করছিলেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর প্রথম আলোকে বলেন, শিক্ষকেরা সকাল সাড়ে ১০টার দিকে প্রেসক্লাবের সামনের একপাশের সড়কে অবস্থান নেন। এ কারণে সড়কের এই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সম্পর্কিত নিবন্ধ