লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ জন নিহত
Published: 29th, June 2025 GMT
গত বছরের নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও ইসরায়েল নিয়মিতভাবে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে এবং মানুষ হত্যা করছে। এক প্রতিবেদনে সিনহুয়া নিউজ এমনটাই জানিয়েছে।
চীনের বার্তা সংস্থাটি জানিয়েছে, ইসরায়েল অনেকটা নিয়মিতভাবেই দক্ষিণ লেবাননে হামলা চালাচ্ছে। সর্বশেষ গতকাল শনিবার সন্ধ্যায় দক্ষিণ লেবাননের মাহরুনা শহরে ইসরায়েলি ড্রোন হামলায় দুই জন নিহত এবং একজন আহত হয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে লেবাননের একটি নিরাপত্তা সূত্র সিনহুয়াকে জানায়, মোটরসাইকেল আরোহী এক ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালানো হয়, এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। পাশ দিয়ে যাওয়া একটি গাড়িতে থাকা এক নারীও নিহত হন এবং তার স্বামী আহত হন।
আরো পড়ুন:
বিশ্লেষণ: ইসরায়েলিরা এখন বুঝতে পারছে ফিলিস্তিনি ও লেবানিজরা কী ভোগ করছে
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত
সূত্রটি মোটরসাইকেলে থাকা ব্যক্তিকে মাহরুনার হিজবুল্লাহ সদস্য আব্বাস ওয়াহবি হিসেবে শনাক্ত করেছে। ওই নারী দক্ষিণ লেবাননের জাওয়ায়া গ্রামের বাসিন্দা বলে শনাক্ত করা হয়েছে।
লেবাননের সরকারি জাতীয় সংবাদ সংস্থা ড্রোন হামলা এবং হতাহতের ঘটনা উভয়ই নিশ্চিত করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও এ ধরনের হামলা ঘটনা ঘটছে, যুদ্ধবিরতি ২০২৪ সালের ২৭ নভেম্বর থেকে কার্যকর রয়েছে। গাজা উপত্যকায় যুদ্ধের ফলে সৃষ্ট এক বছরেরও বেশি সময় ধরে সীমান্ত সংঘর্ষের অবসান ঘটানোর জন্য এই চুক্তি করা হয়েছিল।
ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহর হুমকি দূর করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে লেবাননে প্রায়ই হামলা চালিয়ে যাচ্ছে।
শনিবার এক ভাষণে হিজবুল্লাহ মহাসচিব নাইম কাসেম বলেছেন, “হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী সম্পূর্ণরূপে মেনে চলেছে, একই সঙ্গে ইসরায়েলকে তার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হওয়ার অভিযোগও করেছেন।”
তিনি বলেন, “দক্ষিণ লেবাননে ইসরায়েলের চলমান লঙ্ঘন অগ্রহণযোগ্য এবং এর জবাব দেওয়া হবে।”
তিনি ভবিষ্যতে ইসরায়েলি কর্মকাণ্ডের মুখোমুখি হওয়ার জন্য গোষ্ঠীর প্রস্তুতি পুনর্ব্যক্ত করেছেন এবং বলেছেন যে, হুমকি বা বহিরাগত চাপের কাছে হিজবুল্লাহ দমে যাবে না।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ল ব নন ইসর য় ল ল ব নন র ইসর য় ল ইসর য
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ