লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ জন নিহত
Published: 29th, June 2025 GMT
গত বছরের নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও ইসরায়েল নিয়মিতভাবে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে এবং মানুষ হত্যা করছে। এক প্রতিবেদনে সিনহুয়া নিউজ এমনটাই জানিয়েছে।
চীনের বার্তা সংস্থাটি জানিয়েছে, ইসরায়েল অনেকটা নিয়মিতভাবেই দক্ষিণ লেবাননে হামলা চালাচ্ছে। সর্বশেষ গতকাল শনিবার সন্ধ্যায় দক্ষিণ লেবাননের মাহরুনা শহরে ইসরায়েলি ড্রোন হামলায় দুই জন নিহত এবং একজন আহত হয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে লেবাননের একটি নিরাপত্তা সূত্র সিনহুয়াকে জানায়, মোটরসাইকেল আরোহী এক ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালানো হয়, এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। পাশ দিয়ে যাওয়া একটি গাড়িতে থাকা এক নারীও নিহত হন এবং তার স্বামী আহত হন।
আরো পড়ুন:
বিশ্লেষণ: ইসরায়েলিরা এখন বুঝতে পারছে ফিলিস্তিনি ও লেবানিজরা কী ভোগ করছে
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত
সূত্রটি মোটরসাইকেলে থাকা ব্যক্তিকে মাহরুনার হিজবুল্লাহ সদস্য আব্বাস ওয়াহবি হিসেবে শনাক্ত করেছে। ওই নারী দক্ষিণ লেবাননের জাওয়ায়া গ্রামের বাসিন্দা বলে শনাক্ত করা হয়েছে।
লেবাননের সরকারি জাতীয় সংবাদ সংস্থা ড্রোন হামলা এবং হতাহতের ঘটনা উভয়ই নিশ্চিত করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও এ ধরনের হামলা ঘটনা ঘটছে, যুদ্ধবিরতি ২০২৪ সালের ২৭ নভেম্বর থেকে কার্যকর রয়েছে। গাজা উপত্যকায় যুদ্ধের ফলে সৃষ্ট এক বছরেরও বেশি সময় ধরে সীমান্ত সংঘর্ষের অবসান ঘটানোর জন্য এই চুক্তি করা হয়েছিল।
ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহর হুমকি দূর করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে লেবাননে প্রায়ই হামলা চালিয়ে যাচ্ছে।
শনিবার এক ভাষণে হিজবুল্লাহ মহাসচিব নাইম কাসেম বলেছেন, “হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী সম্পূর্ণরূপে মেনে চলেছে, একই সঙ্গে ইসরায়েলকে তার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হওয়ার অভিযোগও করেছেন।”
তিনি বলেন, “দক্ষিণ লেবাননে ইসরায়েলের চলমান লঙ্ঘন অগ্রহণযোগ্য এবং এর জবাব দেওয়া হবে।”
তিনি ভবিষ্যতে ইসরায়েলি কর্মকাণ্ডের মুখোমুখি হওয়ার জন্য গোষ্ঠীর প্রস্তুতি পুনর্ব্যক্ত করেছেন এবং বলেছেন যে, হুমকি বা বহিরাগত চাপের কাছে হিজবুল্লাহ দমে যাবে না।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ল ব নন ইসর য় ল ল ব নন র ইসর য় ল ইসর য
এছাড়াও পড়ুন:
লিখিত পরীক্ষায় প্রতারণা, মৌখিক পরীক্ষায় এসে ধরা, ৮ জনকে কারাদণ্ড
কারারক্ষী নিয়োগ পরীক্ষায় প্রতারণার আশ্রয় নেওয়ায় ৮ জনের ১০ মাস করে কারাদণ্ড হয়েছে। গতকাল মঙ্গলবার সাক্ষাৎকার দিতে আসার পর তাঁরা ধরা পড়েন। বিষয়টি আজ বুধবার কারা কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে।
কারা কর্তৃপক্ষ জানায়, গতকাল মঙ্গলবার সাক্ষাৎকারের সময় জানা যায় ৮ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেননি। তাঁদের নাম করে অন্যরা লিখিত পরীক্ষায় অংশ নেন। কিন্তু প্রকৃত প্রার্থীরা সাক্ষাৎকার দিতে এলে বিষয়টি ধরা পড়ে। লিখিত পরীক্ষার সময় কারা কর্তৃপক্ষ সব চাকরিপ্রার্থীর ছবি তুলে সংরক্ষণ করে রাখে। সাক্ষাৎকার নেওয়ার সময় সেই ছবি মিলিয়ে দেখা হয়। এভাবে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।
কারা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, জালিয়াতিতে যুক্ত ৮ জন প্রার্থীকে শনাক্ত করার পর বিষয়টি চকবাজার থানা-পুলিশকে জানানো হয়। থানা কর্তৃপক্ষ তাঁদের আটক করে স্পেশাল মেট্রোপলিটন আদালত লালবাগে উপস্থিত করলে বিচারক তাঁদের কারাদণ্ড দেন।
আসামিদের জবানবন্দি থেকে দালাল চক্রের সঙ্গে জড়িত অনেক ব্যক্তির নাম পাওয়া গেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তাঁদের ভাষ্য, চক্রের সদস্যরা নিয়োগপ্রার্থীদের বাবা, মা, ভাই বা নিকট আত্মীয়দের সঙ্গে ৫ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত চুক্তি করেন। কেউ কেউ সন্তানের পক্ষে অলিখিত স্টাম্পে স্বাক্ষর দিয়ে এবং ব্ল্যাঙ্ক চেক দালালদের কাছে জমা দিয়ে চুক্তি করেছেন। ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দালালদের বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থা নিতে আদালত চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একটি এজাহার দেওয়ার নির্দেশ দিয়েছেন।