‘কমপ্লিট শাটডাউনে’ বন্ধ আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম
Published: 29th, June 2025 GMT
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণের দাবিতে এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের ‘কমপ্লিট শাটডাউন’ চলছে। সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়ার কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনগুলোতে কর্মবিরতি চলছে। যার প্রভাব পড়েছে দেশের অন্যতম রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দরে।
রবিবার (২৯ জুন) সকাল থেকে আখাউড়া বন্দরে বন্ধ রয়েছে ভারতের সঙ্গে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।
আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান, রাজস্ব কর্মকর্তারা কমপ্লিট শাটডাউনের বিষয়ে আগেই ব্যবসায়ীদের অবগত করেছিলেন। এ কারণে এই বন্দর দিয়ে পণ্য রপ্তানির জন্য কোনো মালামাল আনেননি ব্যবসায়ীরা। অচল অবস্থার কারণে সরকার একদিকে যেমন রাজস্ব হারাচ্ছে তেমনি ক্ষতির মুখে পড়েছেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা।
আরো পড়ুন:
হিলি স্থলবন্দরে সব কার্যক্রম বন্ধ
‘কমপ্লিট শাটডাউনে’ বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, বন্দর দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। কোনো পণ্য রপ্তানির জন্য বিল অব এক্সপোর্ট আসেনি।
শুক্রবার (২৭ জুন) রাজস্ব কর্মকর্তাদের স্বাক্ষরিত বিল অব এক্সপোর্ট দিয়ে শনিবার (২৮ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ২৩টি ট্রাকে আখাউড়া বন্দর দিয়ে ৯২ টন মাছ এবং তিনটি ট্রাকে ৬২ টন ময়দা ভারতে রপ্তানি হয়েছিল।
ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আমদ ন কর মকর ত ব যবস য়
এছাড়াও পড়ুন:
মাগুরা মাল্টিপ্লেক্সের মুনাফা কমেছে ১৩.৭২ শতাংশ
পুঁজিবাজারে পেপার ও প্রিন্টিং খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ১৩.৭২ শতাংশ।
আরো পড়ুন:
পুঁজিবাজারে সূচকের উত্থান
প্রথম প্রান্তিকে ইউনিক হোটেল ও ইফাদ অটোসের মুনাফায় বড় উত্থান
সোমবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে রবিবার (১৬ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৮৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.০২ টাকা। সে হিসেবে কোম্পানিটি আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.১৪ টাকা বা ১৩.৭২ শতাংশ।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ০.২৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ০.৩৫ টাকা।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৫.৬৭ টাকা।
ঢাকা/এনটি/এসবি