বাংলাদেশি পাট আমদানির ওপর ভারতের নিষেধাজ্ঞা
Published: 29th, June 2025 GMT
বাংলাদেশ থেকে পাট এবং সংশ্লিষ্ট তন্তু/পণ্য আমদানির উপর বন্দর নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। বাংলাদেশের রপ্তানিকারকরা যাতে তৃতীয় দেশের মাধ্যমে ভারতে পাট রপ্তানি করতে না পারে সে ব্যাপারেও পদক্ষেপ নিয়েছে দিল্লি। রবিবার ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, নহাভা শেভা বন্দর ব্যতীত সব স্থল ও সমুদ্রবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পাট এবং সংশ্লিষ্ট তন্তু/পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। তাদের পাট রপ্তানির মাধ্যমে উপরোক্ত বিধিনিষেধ লঙ্ঘন না করে, সেজন্য সরকার পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।
দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তি-সাফটার বিধান অনুসারে, বাংলাদেশ থেকে পাট ভারতে শুল্কমুক্ত প্রবেশাধিকার পায়। তবে সম্প্রতি দাবি করা হচ্ছে, ভারতীয় পাট শিল্প দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে পাটজাত পণ্য, বিশেষ করে সুতা, ফাইবার এবং ব্যাগের ডাম্পিং এবং ভর্তুকিযুক্ত আমদানির প্রতিকূল প্রভাবের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এতে লাভবান হচ্ছে বাংলাদেশ। এই উদ্বেগের প্রেক্ষিতে, অ্যান্টি-ডাম্পিং এবং অ্যালাইড ডিউটিজ মহাপরিচালক বিস্তারিত তদন্ত পরিচালনা করে এবং বাংলাদেশ থেকে উৎপাদিত পাট/পণ্যের উপর অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করে। তবে এই শুল্ক আরোপের পরেও আমদানিতে উল্লেখযোগ্য হ্রাস পায়নি। বাংলাদেশের বিভিন্ন বৃহৎ রপ্তানিকারক প্রতিষ্ঠান প্রযুক্তিগত ছাড়, অব্যাহতিপ্রাপ্ত সংস্থাগুলোর মাধ্যমে রপ্তানি এবং উচ্চতর ভর্তুকি নিশ্চিত করার জন্য ভুল ঘোষণার মাধ্যমে শুল্ক এড়াতে সক্ষম হয়েছে।
এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে পাট এবং সংশ্লিষ্ট তন্তু/পণ্য আমদানির উপর বন্দর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ভারত। বাংলাদেশের রপ্তানিকারকরা যাতে তৃতীয় দেশের মাধ্যমে ভারতে পাট রপ্তানি করতে না পারে সে ব্যাপারেও পদক্ষেপ নিয়েছে দিল্লি।
গত মাসে ভারত বাংলাদেশ থেকে তৈরি পোশাক এবং প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রীসহ পণ্য আমদানির উপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
প্রতিমা বিসর্জনের নৌকা থেকে আত্রাই নদে পড়ে কিশোর নিখোঁজ
নওগাঁর মহাদেবপুর উপজেলায় আত্রাই নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আত্রাই নদের মহাদেবপুর শিবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ রনি জেলার মান্দা উপজেলার বানডুবি গ্রামের রণজিত হাওলাদারের ছেলে। ঘটনার পর তাকে উদ্ধারের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনের অংশ হিসেবে প্রতিবারের মতো এবারও আত্রাই নদে প্রতিমা ভাসানোর আয়োজন করা হয়েছিল। স্থানীয় মানুষ, পরিবারের সদস্য, বন্ধুবান্ধবসহ অনেকে নৌকা নিয়ে নদীতে ঘুরছিলেন। এর মধ্যে রনি যে নৌকায় ছিল, সেটি মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকায় পৌঁছায়। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রনি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। এ সময় নৌকায় রনির সঙ্গে থাকা লোকজন দ্রুত থানা-পুলিশকে খবর দেন। পুলিশের সহযোগিতায় স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। তবে আজ সকাল ১০টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন রেজা প্রথম আলোকে বলেন, নিখোঁজ কিশোরকে দ্রুত উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা করছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তল্লাশি চলছে।