বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি ও পণ্য খালাস শুরু
Published: 30th, June 2025 GMT
এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করায় আজ সোমবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য ও পণ্য খালাস কার্যক্রম শুরু হয়েছে।
এতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে। বন্দরের সি অ্যান্ড এফ এজেন্ট, ট্রান্সপোর্ট ব্যবসায়ী, স্টাফরা, হ্যান্ডলিং শ্রমিকসহ ব্যবহারকারীদের সবাই কাজে যোগদান করেছেন। এসময় কাস্টমস ও বন্দর কর্মকর্তাদের পণ্য শুল্কায়ন, পরীক্ষণ ও খালাস দিতে হিমশিম খেতে হচ্ছে।
বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, কাস্টমসের কমপ্লিট শাটডাউন প্রত্যাহারের পর আজ সকাল থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হয়েছে। ভারতীয় ট্রাক থেকে বন্দরে পণ্য আনলোড ও লোড কার্যক্রমও চালু হয়েছে। দ্রুত পণ্য খালাসে সহযোগিতা করার জন্য বন্দরের সব অফিসারদের বলা হয়েছে।
বেনাপোল আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন জানান, মার্চ টু এনবিআর কর্মসূচিতে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। কর্মসূচি প্রত্যাহারের পর বন্দরে পণ্য আমদানি রপ্তানিসহ সব কার্যক্রম শুরু হয়েছে।
দুদিন পণ্য খালাস বন্ধ থাকায় উভয় দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে প্রায় ২ হাজার পণ্য বোঝাই ট্রাক। ট্রাকগুলো বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায়। দুদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকায় এই বন্দর থেকে ৫০ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে সরকার।
বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাজন হোসেন জানান, এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ায় সকাল থেকে বেনাপোল কাস্টমস হাউসে শুল্কায়ন ও পণ্য ডেলিভারি শুরু হয়েছে। রাজস্ব ক্ষতি পুষিয়ে নিতে রাজস্ব কর্মকর্তা ও কর্মচারীদের অতিরিক্ত সময় কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বন্দর পরিচালক শামীম হোসেন জানান, সোমবার সকাল থেকে বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। যানজট ও পণ্যজট নিরসনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: এনব আর ক স টমস আমদ ন
এছাড়াও পড়ুন:
‘ভাষা আন্দোলনের তাত্ত্বিক বিষয় আমাকে আকর্ষণ করেছিল’
ছবি: প্রথম আলো