মুন্সীগঞ্জের মেঘনা নদী পারাপারে গজারিয়া ও নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জ নৌরুটের ইজারা নিয়ে দ্বন্দ্বে বন্ধ হয়ে পড়েছে নৌ-চলাচল। এর ফলে এই নৌরুট দিয়ে প্রতিদিন যাতায়াত করা শত শত যাত্রী দুর্ভোগের কবলে পড়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার সকালে গজারিয়া থেকে ছেড়ে যাওয়া ট্রলারগুলো মাঝ মেঘনায় থামিয়ে খেয়া পারাপারের টাকা তুলছে সোনারগাঁও উপজেলার শম্ভুপুড়া ইউনিয়নের ইউপি সদস্য ও চরকিশোরগঞ্জ এলাকার বাসিন্দা মোতালেব মিয়া ও তার লোকজন। ইউপি সদস্য মোতালেব মিয়া মেঘনা নদীর চরকিশোরগঞ্জ প্রান্তের খেয়াঘাট ইজারাদার। তার সঙ্গে পূর্ব প্রান্তের গজারিয়া খেয়াঘাটের ইজারাদার সিন্ডিকেটের সঙ্গে ঘাট ইজারা নিয়ে বিরোধ দেখা দেয়। এর জের ধরে মঙ্গলবার দুপুর থেকে খেয়া পারাপারে ট্রলার চলাচল বন্ধ হয়ে পড়ায় দুই পাড়ের যাত্রীরা পড়েছেন বেকায়দায়।

জানা গেছে, এ নৌরুটে দীর্ঘদিন ধরে মেঘনা নদীর গজারিয়া অংশের ট্রলার ঘাটের ইজারা দিয়ে আসছে গজারিয়া উপজেলা প্রশাসন এবং চর-কিশোরগঞ্জ অংশে ট্রলার ঘাটের ইজারা দেয় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা প্রশাসন।

অন্যদিকে, নদীর গজারিয়া অংশে থাকা লঞ্চঘাটের ইজারা দেয় বিআইডব্লিউটিএ। তবে চলতি পহেলা জুলাই থেকে চরকিশোরগঞ্জ ট্রলার ঘাটটি ইজারা দেয় বিআইডব্লিউটিএ। এ নিয়ে চরকিশোরগঞ্জ ঘাটের ইজারাদার নদীর দুই পাশের ট্রলার ঘাট থেকে ইজারা তোলার ঘোষণা দিলে বিরোধ সৃষ্টি হয়। গজারিয়া ট্রলার ঘাটের ইজারাদার রিপন মুন্সীর দাবি, তাকে ঘাট থেকে চলে যাওয়ার জন্য কয়েক দফা হুমকি দেওয়া হয়েছে।

এ বিষয়ে গজারিয়া অংশের ট্রলার ঘাটের ইজারাদার রিপন মুন্সী বলেন, আমি গজারিয়া ট্রলার ঘাটের ইজারাদার। উপজেলা প্রশাসনকে ইজারা মূল্য পরিশোধ করে আমি পহেলা বৈশাখ থেকে চৈত্র মাসের ৩০ তারিখ পর্যন্ত ইজারা পেয়েছি। কিন্তু সম্প্রতি বিআইডব্লিউটিএ থেকে নদীর চরকিশোরগঞ্জ ঘাট ইজারা পেয়ে মোতালেব মিয়া নদীর দুই পাড় থেকে টাকা তোলার কথা বলছে। ইতোমধ্যে তার কয়েকজন লোক আমাদেরকে হুমকি দিয়ে গেছে।

তবে চরকিশোরগঞ্জ খেয়াঘাটের ইজারাদার শম্ভুপুড়া ইউনিয়নের ইউপি সদস্য ও চরকিশোরগঞ্জ এলাকার বাসিন্দা মোতালেব মিয়া বলেন, রিপন মুন্সী মিথ্যা অভিযোগ তুলে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। রিপন মুন্সী ও তার সিন্ডিকেট সদস্যরা গজারিয়া খেয়া ঘাট এলাকায় বহিরাগত সন্ত্রাসী জড়ো করে উল্টো তার বিরুদ্ধে মিথ্যা কথা বলে বেড়াচ্ছে। 

এ বিষয়ে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের লোকজনের সঙ্গে কথা বলে ট্রলার চালু করার নির্দেশনা প্রদান করা হয়েছে। পাশাপাশি বিষয়টি স্থানীয় সমাধানের জন্য আজ দুপুরে উভয়পক্ষকে গজারিয়া উপজেলা পরিষদে বসার ডাকা হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইজ র ঘ ট র ইজ র দ র ক শ রগঞ জ উপজ ল সদস য

এছাড়াও পড়ুন:

না’গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ পালিত হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী।

শনিবার (১৬ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শহরের দুই নং রেলগেট এলাকায সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ভক্তবৃন্দ নেচে গেয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করে। 

নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দে'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত জন্মাষ্টমী উৎসবে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দজি মহারাজ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী প্রবীর কুমার সাহা, সরোজ কুমার সাহা, পরিতোষকান্তি সাহা, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা এবং সাধারণ সম্পাদক সুশীল দাস।

প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া বলেন, ভগবান শ্রীকৃষ্ণ যে বাণী নিয়ে, যে আদর্শ নিয়ে পৃথিবীতে এসেছিলেন, সেই আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে, আমাদেরকে লালন করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে।

তবেই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব সার্থকতা লাভ করবে। আমরা সকল ধর্ম বর্ণের মানুষ মিলেমিশে সমাজ থেকে সফল অশান্তি দূর করবো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবো। সবাইকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন।

প্রধান বক্তার বক্তব্যে নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ তোমার মজুমদার বলেন, দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে এসেছিলেন। বর্তমান যুগে দুষ্টের দমনের কাজটি পুলিশকে পালন করতে হয়।

আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করি সমাজ থেকে সকল দুষ্ট লোককে দমন করে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে। সবাইকে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। 

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান উপস্থিত সবাইকে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। নারায়ণগঞ্জের মানুষও শান্তিপ্রিয়।

সকল ধর্মের মানুষ এখানে মিলেমিশে বসবাস করে। বাংলাদেশের সংবিধান মতে সকল মানুষের এখানে সমান অধিকার। তাই এখানে কেউ সংখ্যালঘু নেই। আমরা ৫ আগস্ট পরবর্তী সময়ে যাতে কোনো কুচক্রী মহল সনাতন ধর্মাবলম্বীদের উপর আক্রমণ করতে না পারে সেজন্য তাদের পাশে এসে দাঁড়িয়েছিলাম।

আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা সব সময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। সকলে কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলবো।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, এদেশে হিন্দু-মুসলমান-বৌদ্ধ খ্রিষ্টান সকল ধর্মের মানুষ মিলে মিশে বসবাস করে কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার দেশে ধর্মীয় বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলো এবং নানা ধর্মের মাঝে বিভক্তি তৈরি করে রেখেছিলো।

আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সকল বিভক্তি দূর করে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলকে নিয়ে একসাথে বসবাস করবো। এই বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ। সবাইকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শুভেচ্ছা।

নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন বলেন, নারায়ণগঞ্জ ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে রোজা এবং পূজা একসাথে পালিত হয়। কখনো কোনো ধর্মীয় বিরোধ সৃষ্টি হয় নাই।

৫ আগস্ট পরবর্তী সময়ে নারায়ণগঞ্জের সনাতন সম্প্রদায়ের মাঝে যে আতঙ্ক তৈরি হয়েছিলো তা দূর করতে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলামসহ সকল রাজনৈতিক সামাজিক সংগঠন আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলো।

তাই আমরা কৃতজ্ঞচিত্তে তাদেরকে স্মরণ করি। আমাদের এই ধর্মীয় মেলবন্ধন আগামীতেও অটুট থাকবে। আমরা সবাই মিলেমিশে এই নারায়ণগঞ্জ শহরে বসবাস করবো। সবাইকে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ধ্রুব সাহিত্য পরিষদ’র ২দিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
  • বন্দর থানা যুব ফেডারেশনের আহ্বায়ক পলাশ, সদস্য সচিব রিয়াদ
  • না’গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব
  • খালেদা জিয়ার জন্মদিনে সোনারগাঁও উপজেলা বিএনপির দোয়া মাহফিল
  • মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্ত করে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • পদ্মায় তীব্র স্রোতে দৌলতদিয়ায় দুটি ঘাট বন্ধ, একটি দিয়ে ফেরি পারাপার
  • ভোলাগঞ্জের লুটকৃত ৪০ হাজার ঘনফুট পাথর ডেমরা থেকে উদ্ধার
  • নারায়ণগঞ্জে ত্বকী হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাকে তলব আদালতের
  • সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মামুন ও রনি আহত 
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড এর পরিচিতি সভা