দেশের আবাসন ও পর্যটন খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে শাহাদাৎ হোসেন বাহারকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে পদোন্নতি দিয়েছে গোল্ডস্যান্ডস গ্রুপ। তিনি প্রতিষ্ঠানটির সিনিয়র ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

বুধবার (৯ জুলাই) গোল্ডস্যান্ডস গ্রুপ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, গোল্ডস্যান্ডস গ্রুপের সঙ্গে প্রতিষ্ঠালগ্ন থেকেই যুক্ত থাকা শাহাদাৎ হোসেন বাহার রিয়েল এস্টেট ও পর্যটন শিল্পে টেকসই বিনিয়োগ এবং প্রবাসীবান্ধব উদ্যোগের মাধ্যমে বিশেষ সুনাম অর্জন করেছেন। বর্তমানে প্রতিষ্ঠানটি কক্সবাজার ও কুয়াকাটায় আন্তর্জাতিক মানের পাঁচতারকা হোটেল নির্মাণে দেশের শীর্ষে রয়েছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের হিমছড়িতে “বে-হিলস” হোটেলটির উদ্বোধন শিগগিরই হতে যাচ্ছে।

রিয়েল এস্টেট খাতে প্রায় তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন শাহাদাৎ হোসেন বাহার ১৯৯৭ সালে এমবিএ শেষ করে এই খাতে যাত্রা শুরু করেন। বরিশাল জেলার সন্তান ও বরিশাল ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থী বাহার বর্তমানে ক্যাডেট কলেজ ক্লাব, বরিশাল এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন, ইউএস-বাংলাদেশ চেম্বার অব কমার্সসহ বহু সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন।

পেশাগত জীবনে অসংখ্য পুরস্কারে ভূষিত শাহাদাৎ হোসেন বাহার ২০২৩ সালে কলকাতায় “আইকনিক অ্যাওয়ার্ড” এবং ২০২৪ সালে নিউইয়র্কে “লিডারশিপ অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ড” লাভ করেন। প্রবাসীদের জন্য নিরাপদ বিনিয়োগের ধারণা ও ‘ট্যুরিজম বাংলাদেশ’ ব্র্যান্ডিংয়ের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে তিনি গোল্ডস্যান্ডস গ্রুপের সিইও হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তার নতুন দায়িত্ব গ্রহণে দেশের আবাসন ও পর্যটন শিল্পে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঢাকা/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ