ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালের আগে নিউ জিল্যান্ড যেন তুলে রাখল এক শক্তির বার্তা। বৃহস্পতিবার জিম্বাবুয়েকে ৬০ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালের প্রস্তুতি সারলো তারা। আর এই জয়ে অন্যতম নায়ক স্পিনার ইশ সোধি, যিনি শুধু ম্যাচই জেতাননি; একই সঙ্গে ছাড়িয়ে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকেও।

বৃহস্পতিবার (২৪ জুলাই) আগে ব্যাট করে ১৯০ রানের পাহাড় গড়ে কিউই ব্যাটসম্যানরা। জবাবে জিম্বাবুয়ের ইনিংস থেমে যায় মাত্র ১৩০ রানে। বল হাতে ঝলসে ওঠেন ইশ সোধি, মাত্র ১২ রানে শিকার করেন ৪ উইকেট।

উদ্বোধনী জুটিতে ব্রায়ান বেনেতকে মাত্র ১ রানেই ফিরিয়ে শুরুটা করেন সোধি। এরপর উইকেটের পেছনে বুদ্ধিদীপ্ত ঘূর্ণি বলে ফেরান ক্লাইভ মাদানদেকে। দলের সর্বোচ্চ রান করা ডিওন মেয়ার্সও (১৮ বলে ২২) বাঁচতে পারেননি সোধির ফাঁদ থেকে। চতুর্থ শিকার হিসেবে প্যাভিলিয়নের পথ ধরান টনি মুনিওঙ্গাকে।

আরো পড়ুন:

টি-টোয়েন্টির ঝড়ে কক্সের ঐতিহাসিক কীর্তি, এসেক্সের দুর্দান্ত জয়

ছক্কার ঝড় তুলে ৫০ বছরের পুরনো রেকর্ড ভাঙল ভারত

তবে এই ম্যাচে সোধির সবচেয়ে বড় সাফল্য এসেছে ব্যক্তিগত রেকর্ডের খাতায়। টনি মুনিওঙ্গার উইকেটটি নিয়েই তিনি স্পর্শ করেছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০ উইকেটের মাইলফলক। এই কীর্তি গড়তে লেগেছে ১২৬টি ম্যাচ, যেখানে প্রতিটি উইকেট পেতে তিনি দিয়েছেন গড়ে ২২.

৫৩ রান এবং বল লেগেছে মাত্র ১৬.৯৯টি।

এই নজরকাড়া সাফল্যের ফলে সোধি এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে মাত্র তৃতীয় বোলার যিনি ১৫০ বা তার বেশি উইকেটের মালিক। তালিকার শীর্ষে রয়েছেন তারই দেশের টিম সাউদি ১৬৪ উইকেট, ১২৬ ম্যাচে। দ্বিতীয় অবস্থানে আফগানিস্তানের রশিদ খান- ৯৬ ম্যাচেই ১৬১ উইকেট।

এদিকে বাংলাদেশের সাকিব আল হাসান এখন সোধির ঠিক পেছনে রয়েছেন ১৪৯ উইকেট নিয়ে। তার অবস্থান এখন চতুর্থ স্থানে। পঞ্চম অবস্থানে রয়েছেন আরেক বাংলাদেশি, মোস্তাফিজুর রহমান (১৩৯ উইকেট)। 

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক র ক ট র কর ড উইক ট

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ