বন্দরে ট্রলারে সিমেন্ট লোড করার সময় অসাবধানতা বসত ডলফিন বেল ছিড়ে সিমেন্ট চাপা পরে রাকিব (২০) নামে আনলোড শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক রাকিব সুদূর বরগুনা জেলার আমতলী থানার পাতাকাটা এলাকার শাহজাহান মল্লিক মিয়ার ছেলে।

শনিবার (২৬ জুলাই) বেলা ১১টায় বন্দর থানার ২০ নং ওয়ার্ডের মাহামুদনগরস্থ ইনসি সিমেন্ট কোম্পানিস্থ শীতলক্ষ্যা নদী পাড়ে এ র্দূঘটনাটি ঘটে। র্দূঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে র্মগে প্রেরণ করেছে ।

নিহত শ্রমিকের চাচা গণমাধ্যমকে জানিয়েছে, হাসনাবাদ ট্রেডার্স নামক  একটি প্রতিষ্ঠানের সিমেন্ট নেওয়ার জন্য রওজা মদিনা নামক একটি ট্রলার ইনসি সিমেন্ট কোম্পানিতে আসে। পরে উল্লেখিত ট্রলারে সিমেন্ট লোড করার সময় ডলফিন বেল ছিড়ে গিয়ে সিমেন্টের বস্তার চাপা পরে ঘটনাস্থলেই ভাতিজা রাকিব মৃত্যুবরণ করে।

বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, লাশ উদ্ধার করে র্মগে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপার আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে।  
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

ডিপিডিসিতে চাকরি, পদ ১টি, বেতন ১ লাখ ৭৫ হাজারের সঙ্গে নানা সুযোগ

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) সম্প্রতি ১টি পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদের নাম ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। চুক্তিভিত্তিক এ পদে তিন বছরের জন্য এমডি নিয়োগ দেবে ডিপিডিসি। এ পদের জন্য মাসে বেতন ১ লাখ ৭৫ হাজার টাকা। এর বছরে উৎসব বোনাস, বাসস্থানসহ নানা সুবিধা মিলবে।

বিজ্ঞপ্তি অনুসারে পদটির যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। এমডি পদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদ ভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্ত জানা যাবে বিজ্ঞপ্তিতে ।

আরও পড়ুনবস্ত্র অধিদপ্তরে বড় নিয়োগ, চাকরির সুযোগ ১৯০ জনের২৯ জুলাই ২০২৫চাকরিতে আবেদনের বয়স

আবেদনকারী প্রার্থীর বয়স ২৩-০৭-২০২৫ তারিখে সর্বনিম্ন ৫০ বছর ও সর্বোচ্চ ৬২ বছর হতে হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র পূরণ করে আগামী ২১-০৮-২০২৫ তারিখের মধ্য জমা দিতে পারবেন।

আরও পড়ুনইসলামিক ফাউন্ডেশন বিশাল নিয়োগ, পদ ৩৬৩২৮ জুলাই ২০২৫

সম্পর্কিত নিবন্ধ